20-07-2021, 04:21 PM
(পাঁচ)
আজ তুলির বিয়ে। মায়ের ওপর অভিমানের বশে ও ছেলেটার ছবি একবারও দেখেনি,কোন কিছুই জানতে ও চায়নি,পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সে।
তবুও কেন জানিনা,এই কদিন (বাবাই দাকে দেখার পর) বাবাইয়ের জন্য তার খুব কষ্ট হচ্ছে।
মনের কোথাও যেন একটা অপ্রাপ্তি বাসা বাঁধছে তার।
সকাল থেকেই বাড়ি ভর্তি লোকজন,একের পর এক অনুষ্ঠান সম্পন্ন হলো। সন্ধেবেলা যথারীতি বর এলেন বিয়ে করতে।
তুলির বন্ধুরা এসে খবর দিলো বড় নাকি দারুন হ্যান্ডসাম পুরো হিরো..কিন্তু তাতে কি ? ও তো এই বিয়েটা নিজের ইচ্ছাই করছে না তাই ওর বর কেমন হলো!তাতে ওর কোনো ইন্টারেস্ট নেই।
বর বাবাজি এসে গেছেন তাই বিয়েও শুরু হয়ে গেছে।
এবার শুভদৃষ্টির পালা;পান পাতায় মুখ ঢেকে তুলি এসে পড়েছে মণ্ডপে। কত সবাই কত কথা বলছে হাসি,ঠাট্টা,হৈ হুলোড় কিন্তু এদিকে একজনের চোখের জল বাঁধ মানছে না আর ওপর দিকের মানুষটার সবুর সইছে না।
ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠলেন
-'এতো ভারি জ্বালা হলো,ও তুলি মা পান পাতাটা সরা মা। লগ্ন পেরিয়ে যাচ্ছে বিয়েটা সময় মতো শেষ হবে না যে এবার।'
কোনো উপায় না দেখে বর নিজেই মাঠে নামলো
-'ওই তুলি আমি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো ? আমার তো পা ব্যথা করছে এবার...'
কথাটা শোনা মাত্রই পান পাতা ফেলে তুলিকে হাঁ করে বরের দিকে তাকাতে দেখে সবাই হো হো করে হেসে উঠলো। এরপর এক এক করে বিয়ে,কন্যা বিদায়,বৌভাত সব অনুষ্ঠান শেষ হয়ে গেল...
এইখানে বলে রাখি যদিও কন্যা বিদায়ের সময় তুলি খুব কেঁদেছিল কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকে ওকে দেখে মনেই হয়নি যে এই মেয়ে বিয়ে করবে না বলে গোঁ ধরেছিল।
আজ তুলির বিয়ে। মায়ের ওপর অভিমানের বশে ও ছেলেটার ছবি একবারও দেখেনি,কোন কিছুই জানতে ও চায়নি,পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সে।
তবুও কেন জানিনা,এই কদিন (বাবাই দাকে দেখার পর) বাবাইয়ের জন্য তার খুব কষ্ট হচ্ছে।
মনের কোথাও যেন একটা অপ্রাপ্তি বাসা বাঁধছে তার।
সকাল থেকেই বাড়ি ভর্তি লোকজন,একের পর এক অনুষ্ঠান সম্পন্ন হলো। সন্ধেবেলা যথারীতি বর এলেন বিয়ে করতে।
তুলির বন্ধুরা এসে খবর দিলো বড় নাকি দারুন হ্যান্ডসাম পুরো হিরো..কিন্তু তাতে কি ? ও তো এই বিয়েটা নিজের ইচ্ছাই করছে না তাই ওর বর কেমন হলো!তাতে ওর কোনো ইন্টারেস্ট নেই।
বর বাবাজি এসে গেছেন তাই বিয়েও শুরু হয়ে গেছে।
এবার শুভদৃষ্টির পালা;পান পাতায় মুখ ঢেকে তুলি এসে পড়েছে মণ্ডপে। কত সবাই কত কথা বলছে হাসি,ঠাট্টা,হৈ হুলোড় কিন্তু এদিকে একজনের চোখের জল বাঁধ মানছে না আর ওপর দিকের মানুষটার সবুর সইছে না।
ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠলেন
-'এতো ভারি জ্বালা হলো,ও তুলি মা পান পাতাটা সরা মা। লগ্ন পেরিয়ে যাচ্ছে বিয়েটা সময় মতো শেষ হবে না যে এবার।'
কোনো উপায় না দেখে বর নিজেই মাঠে নামলো
-'ওই তুলি আমি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো ? আমার তো পা ব্যথা করছে এবার...'
কথাটা শোনা মাত্রই পান পাতা ফেলে তুলিকে হাঁ করে বরের দিকে তাকাতে দেখে সবাই হো হো করে হেসে উঠলো। এরপর এক এক করে বিয়ে,কন্যা বিদায়,বৌভাত সব অনুষ্ঠান শেষ হয়ে গেল...
এইখানে বলে রাখি যদিও কন্যা বিদায়ের সময় তুলি খুব কেঁদেছিল কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকে ওকে দেখে মনেই হয়নি যে এই মেয়ে বিয়ে করবে না বলে গোঁ ধরেছিল।