20-07-2021, 04:20 PM
(চার)
চা জলখাবার শেষ হবার পর মনি মা-ই বললো
-"আমাদের মধ্যে বসে থেকে তোরা কি করবি ?যতক্ষণ না ছেলের বাড়ির লোক আসে,তোরা বরং বাইরে গিয়ে কথা বল না.."
কিছুক্ষণ হলো ওরা ছাদে এসেছে। আকাশ আজ বেশ পরিষ্কার তাই তারা গুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে।
-"ঠান্ডা হওয়ায় অন্ধকারে ছাদে দাঁড়াতে বেশ লাগে কি বল তুলি ?"
-"হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে, আমি তো রোজ আসি,এইখানে দাঁড়াই। জানো তো.............'
তুলি যে আরো কত কিছু বলে যাচ্ছে কোনো কোথায় কানে ঢুকছে না বাবাই-এর।
অবাক চোখে তুলির দিকে তাকিয়ে ওর কথা শুনছে।
একসময় বললো,
-"অনেকটা সময় আমরা ছাদে আছি,চল এবার নীচে যাই আমরা..তোকে দেখতে আসার বোধহয় সময় ও হয়ে গেল।"
সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবাই হঠাৎ তুলিকে বলে বসলো
-"গোলাপি শাড়িতে তোকে খুব মিষ্টি লাগছে রে"....
এটার জন্য একদমই তৈরী ছিল না তুলি। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলো হাঁ করে,কিন্তু অজান্তেই ওর গালে পড়া লজ্জার লাল আভা বাবাই এর চোখ এড়ালো না।
সেদিন রাত্রি বেলা খাবার টেবিলে বসে তুলি স্বস্তির নিঃশ্বাস ফেললো,কারণ পাত্র-পক্ষ কোন এক অজ্ঞাত কারণে আসেনি।
কিন্তু মা ফোনে কিছুক্ষণ কথা বলে,ফিরে এসে পরিষ্কার জানিয়ে দিলো
-'ওনারা আসতে পারেননি বিশেষ কারণে,কিন্তু তুলিকে ওনারা চেনেন আর আমরাও ছেলেকে জানি,চিনি-তাই এই বিয়েটা হচ্ছে সামনের লগ্নেই....'
মায়ের পছন্দ করা ছেলেকেই ওকে বিয়ে করতে হবে। হাজার চেষ্টা করেও তুলি এই বিয়ে আটকাতে পারলো না.....
তুলির ভিজে চোখের সামনে একদিকে মায়ের দৃঢ় প্রতিজ্ঞ মুখ আর অন্যদিকে কানে ভাসতে লাগলো তার ছোটবেলার 'অবুঝ প্রেম' বাবাই দাদার‘তোকে খুব মিষ্টি লাগছে রে...’শেষ কথাটা।
চা জলখাবার শেষ হবার পর মনি মা-ই বললো
-"আমাদের মধ্যে বসে থেকে তোরা কি করবি ?যতক্ষণ না ছেলের বাড়ির লোক আসে,তোরা বরং বাইরে গিয়ে কথা বল না.."
কিছুক্ষণ হলো ওরা ছাদে এসেছে। আকাশ আজ বেশ পরিষ্কার তাই তারা গুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে।
-"ঠান্ডা হওয়ায় অন্ধকারে ছাদে দাঁড়াতে বেশ লাগে কি বল তুলি ?"
-"হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে, আমি তো রোজ আসি,এইখানে দাঁড়াই। জানো তো.............'
তুলি যে আরো কত কিছু বলে যাচ্ছে কোনো কোথায় কানে ঢুকছে না বাবাই-এর।
অবাক চোখে তুলির দিকে তাকিয়ে ওর কথা শুনছে।
একসময় বললো,
-"অনেকটা সময় আমরা ছাদে আছি,চল এবার নীচে যাই আমরা..তোকে দেখতে আসার বোধহয় সময় ও হয়ে গেল।"
সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবাই হঠাৎ তুলিকে বলে বসলো
-"গোলাপি শাড়িতে তোকে খুব মিষ্টি লাগছে রে"....
এটার জন্য একদমই তৈরী ছিল না তুলি। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলো হাঁ করে,কিন্তু অজান্তেই ওর গালে পড়া লজ্জার লাল আভা বাবাই এর চোখ এড়ালো না।
সেদিন রাত্রি বেলা খাবার টেবিলে বসে তুলি স্বস্তির নিঃশ্বাস ফেললো,কারণ পাত্র-পক্ষ কোন এক অজ্ঞাত কারণে আসেনি।
কিন্তু মা ফোনে কিছুক্ষণ কথা বলে,ফিরে এসে পরিষ্কার জানিয়ে দিলো
-'ওনারা আসতে পারেননি বিশেষ কারণে,কিন্তু তুলিকে ওনারা চেনেন আর আমরাও ছেলেকে জানি,চিনি-তাই এই বিয়েটা হচ্ছে সামনের লগ্নেই....'
মায়ের পছন্দ করা ছেলেকেই ওকে বিয়ে করতে হবে। হাজার চেষ্টা করেও তুলি এই বিয়ে আটকাতে পারলো না.....
তুলির ভিজে চোখের সামনে একদিকে মায়ের দৃঢ় প্রতিজ্ঞ মুখ আর অন্যদিকে কানে ভাসতে লাগলো তার ছোটবেলার 'অবুঝ প্রেম' বাবাই দাদার‘তোকে খুব মিষ্টি লাগছে রে...’শেষ কথাটা।