প্রথম প্রেম
দীপান্বিতাবসু
পিও বাবাই দাদা,
'তমাকে আমি খুবি ভালবাসি।তমাকে ছারা আমি বাচবো না।'
ইতি,
তুলি
চিরকুটটা হাতে পেয়ে বাবাই ভুরু কুঁচকে কিছুক্ষণ কি যেন একটা ভাবলো তারপর পুরো চিঠিটার ভুল জায়গা গুলোয় লাল কালির পেন দিয়ে আন্ডার লাইন করলো শুধু তাই নয় চিঠিটার শেষ দিকে একটা নম্বরও দিলো ৪/১০(মানে তুলি ১০নম্বরের চিঠিতে মাত্র ৪ পেয়েছে)।
তুলি হচ্ছে বাবাই-এর পাশের পাড়ার মেয়ে; নিজেদের জানাজানি চেনাচিনি থাকার সুবাদে সম্পর্কে পাড়াতুতো বোন।
তুলি পড়ে ক্লাস ফাইভে আর বাবাই এই বছরই ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। পড়ার প্রচুর চাপ তাই অনেক রাত অব্দিও জেগে থাকতে হয় মাঝে মাঝে। এই সব কিছুর মাঝে এই চিরকুটটা ওর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে।
শেষে কিনা তুলির মতো একটা পুচকি মেয়ে ওকে এরকম একটা প্রেম পত্র দিলো!
-নাহ!কাল সকালেই ওকে এই চিঠিটা ফেরত দিতে হবে।
কিন্তু সকালে উঠে বাবাই ওর সিদ্ধান্ত বদল করলো। চিঠিটা নিজের কাছে রেখে দিয়ে তুলিকে ডেকে খুব বকাবকি করে বলল
-'তুলি তোর বয়স অনেক অল্প,একটা চিঠিই ঠিক করে লিখতে পারিসনি, প্রেমের মানে বুঝবি কি করে ? ভালো করে পড়াশুনা কর অনেক বড়ো হ। আর যদি এরকম অন্যায় করিস আবার কখনো,কাকু কাকিমাকে গিয়ে বলে দেবো।'
সব শুনে তুলি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। দেখতে খুব কষ্ট হলেও তুলির পক্ষে এখন এটাই ঠিক হবে ভেবে বাবাই চুপচাপ দাঁড়িয়ে থাকল।
দীপান্বিতাবসু
পিও বাবাই দাদা,
'তমাকে আমি খুবি ভালবাসি।তমাকে ছারা আমি বাচবো না।'
ইতি,
তুলি
চিরকুটটা হাতে পেয়ে বাবাই ভুরু কুঁচকে কিছুক্ষণ কি যেন একটা ভাবলো তারপর পুরো চিঠিটার ভুল জায়গা গুলোয় লাল কালির পেন দিয়ে আন্ডার লাইন করলো শুধু তাই নয় চিঠিটার শেষ দিকে একটা নম্বরও দিলো ৪/১০(মানে তুলি ১০নম্বরের চিঠিতে মাত্র ৪ পেয়েছে)।
তুলি হচ্ছে বাবাই-এর পাশের পাড়ার মেয়ে; নিজেদের জানাজানি চেনাচিনি থাকার সুবাদে সম্পর্কে পাড়াতুতো বোন।
তুলি পড়ে ক্লাস ফাইভে আর বাবাই এই বছরই ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। পড়ার প্রচুর চাপ তাই অনেক রাত অব্দিও জেগে থাকতে হয় মাঝে মাঝে। এই সব কিছুর মাঝে এই চিরকুটটা ওর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে।
শেষে কিনা তুলির মতো একটা পুচকি মেয়ে ওকে এরকম একটা প্রেম পত্র দিলো!
-নাহ!কাল সকালেই ওকে এই চিঠিটা ফেরত দিতে হবে।
কিন্তু সকালে উঠে বাবাই ওর সিদ্ধান্ত বদল করলো। চিঠিটা নিজের কাছে রেখে দিয়ে তুলিকে ডেকে খুব বকাবকি করে বলল
-'তুলি তোর বয়স অনেক অল্প,একটা চিঠিই ঠিক করে লিখতে পারিসনি, প্রেমের মানে বুঝবি কি করে ? ভালো করে পড়াশুনা কর অনেক বড়ো হ। আর যদি এরকম অন্যায় করিস আবার কখনো,কাকু কাকিমাকে গিয়ে বলে দেবো।'
সব শুনে তুলি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। দেখতে খুব কষ্ট হলেও তুলির পক্ষে এখন এটাই ঠিক হবে ভেবে বাবাই চুপচাপ দাঁড়িয়ে থাকল।