20-07-2021, 01:36 PM
(19-07-2021, 07:15 AM)arn43 Wrote: গল্পের কোনো আগা-মাথা খুঁজে পেলাম না। শেষও হয়নি আবার শেষ না হলেও কোনো আফসোসও রেখে যায়নি। এতো সস্তা মানের কাহিনী নির্ভর গল্প খুব কমই আছে এই ফোরামে। লেখকের লেখার হাত বেশ ভালো ছিলো। অনেক কিছুর ব্যাপারেই ভালো জ্ঞান রাখেন এই লেখক। শুধু যদি গল্পের প্লটটা ঠিক করে নিতে পারতেন তবে ভালো একটা কাহিনী হয়তো আমরা পড়তে পারতাম। কাহিনী বিন্যাসে যথেষ্ঠ উদাসীন থাকার ফলে লেখার মানটা একেবারেই নিচে নেমে গেছে। এরকম কাহিনীতে না আছে ফ্যান্টাসীর ছোঁয়া আর না আছে বাস্তবতার পরশ। ভবিষ্যতে কোনো গল্প লিখলে আগে গল্পের প্লটটা নিয়ে ভেবে চিন্তে গল্প লেখার অনুরোধ করবো লেখককে।
গল্পের কাহিনী যাই হউক লেখার মান ভালো ছিলো বলে লেখককে ধন্যবাদ জানাচ্ছি।
সেই সাথে পোস্টারকেও ধন্যবাদ জানাচ্ছি গল্পটি এখানে পোস্ট দেবার জন্য।
আপনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। সত্যি কথা বলার জন্যে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পরবর্তী লেখা গুলিতে আমি নিজে কে অনেক পরিবর্তন করেছি এবং ভবিস্বতে লিখতে আপনার উপদেশ আমাকে পথ দেখাবে। ভালো থাকবেন এবং সঠিক সমালোচনা করবেন।