19-07-2021, 11:10 PM
(19-07-2021, 11:04 PM)Baban Wrote: এক মায়ের, এক নারীর আত্মকথাই তুলে ধরতে চেয়েছিলাম এই গল্পে. তার দিনগুলো কিভাবে পাল্টে যেতে থাকে তাই দেখাতে চেয়েছি. জীবনের শেষ সম্বল তার আকাশ.... সেটিই হলো তার সবথেকে বড়ো জয়. কারণ মাতৃত্বের স্বাদ নারীকে পূর্ণতা দেয়. তার সবচেয়ে বড়ো উপহার ❤
তোমার প্রশ্নের উত্তরে বলবো নিজেকে আমি এক নারীর জায়গায় রেখে তার দৃষ্টিভঙ্গি থেকে লেখার চেষ্টা করেছি. তার আনন্দ, দুঃখ কষ্ট প্রাপ্তি অনুভব করে নিজের লেখায় এগিয়েছি. আর সকল পাঠকের যে পছন্দ হয়েছে সেটা দেখে খুব ভালো লেগেছে. পুরুষ হিসেবে তো কত গল্পই লিখলাম এবার না হয় নারীর দিক থেকে তার দৃষ্টিভঙ্গি থেকে কিছু লিখলাম. হয়তো আমার সবচেয়ে বড়ো সাফল্য এতেই ❤
আপনি নারী দের একটু সম্মান করেন দেখেছি আপনার কমেন্ট পড়ে। আমি অতোটা করতে পারি না। জানি না কেন
আপনি খুব ভালো একজন স্বামী হবেন ❤❤❤