19-07-2021, 07:11 PM
(19-07-2021, 10:28 AM)Bumba_1 Wrote: রাত জেগে আমার কাহিনী পড়ে শেষ করার জন্য এবং দরাজ কণ্ঠে প্রশংসা করার জন্য আমি যারপরনাই আপ্লুত।
হ্যাঁ, ঠিকই বলেছেন .. লেখকের চোখে তার কাহিনীর সৃষ্টি করা সমস্ত চরিত্রই প্রিয় হওয়া উচিত। না হলে তাদের প্রত্যেকের স্বতন্ত্র অভিব্যক্তি ফুটিয়ে তোলা কোনো লেখকের পক্ষে সম্ভব নয়।
কিন্তু একথাও সত্য সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে গেলে ব্যাপারটা জগাখিচুড়ি হয়ে যেতে পারে। শুরুর দিকে প্রথম চার থেকে পাঁচটি পর্ব প্রায় অরুণময় ছিলো .. এটা দৃষ্টি এড়ানোর কথা নয়। সর্বোপরি দ্বিতীয় পর্বে অরুণ এবং শ্রীতমার তাদের জীবনের প্রথম রাতের স্মৃতিতে মিলনের যে বর্ণনা দেওয়া হয়েছে আমার মতে তা বাকিগুলোর থেকে অত্যন্ত উৎকৃষ্ট মানের এবং পবিত্র।
আর দেবাংশু সান্যাল যখন এই গল্পের নায়ক (ট্রাজিক হিরো বলাটা সমীচীন হবে) তখন তার প্রতি লেখকের একটুু যত্নবান হওয়া আবশ্যক।
মেনে নিলাম গুরু.. সত্যি কথা বলতে অরুণ বাবুর মত মানুষ ডিজার্ভ করে না শ্রীতমা কে।
তাই হয়তো শেষ পর্যন্ত তোমার গল্পের নায়ক দেবাংশুর ত্যাগ এবং করুণার ফলে তার স্ত্রীকে আবার ফিরে পেলো তার জীবনে।
তোমার পরের গল্পের অপেক্ষায়। আমার অনুরোধ এবার একটা প্রেমের গল্প লেখ, যেখানে যৌনতা অবশ্যই থাকবে।