19-07-2021, 04:28 PM
আমি ২৯/৬/২১ তে এই ফোরাম আসি আর এই গল্পে কমেন্ট রাখি। তারপর এই গল্পটি ১০০০ বার বিভিন্ন পুরুষ/ নারী খুলেছে আর ধরে নেওয়া যায় যে পড়েছে। অবাক কাণ্ড একজনও কোন কমেন্ট করেনি। জনা ৫ বধ হয় লাইক টিপেছে। যারা খুলেছে তারা তো রোবট নয়। ভালো, মন্দ বা নিস্প্রিহ কিছু একটা অনুভুতি তো হবে? নেই। কেন, ? খারাপ হলে বলুন কোথায় খারাপ, নিজেকে শুধরে নেওয়া যেতে পারে। ভালো লাগলে উৎসাহ দিন। কিছু প্রাপ্তির আশায় এখানে কেউ লেখেনা। কোন Reaction যদি না হয় তাহলে আমি বা অন্য যারা লিখছেন, তারা কেন লিখবে? আমি ব্যাক্তিগত ভাবে Incest গল্প পছন্দ করি না। খুব ই কম পড়ি। না বললেই চলে। তার মানে এই নয় যে যারা লিখছেন বা পরছেন তাদের প্রতি বিরুপ মনোভাব । মানুষ প্রত্যেকে স্বতন্ত্র। ভালো বা খারাপ লাগা সম্পূর্ণ আলাদা হবেই। কিন্তু কিছু একটা তো হবে ?