Thread Rating:
  • 34 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance উপন্যাস - এক পশলা বৃষ্টি by sitansu100
#20
দীপঙ্কর গেট খুলে ঢুকতে ঢুকতে ওপরের দিকে তাকিয়ে দেখে ছোটোবৌদি জয়া দাঁড়িয়ে আছে । জয়ার দিকে তাকিয়ে দীপঙ্কর নযযৌ –নপ্রস্থৌ হয়ে গেল । জয়া সদ্য চান করে জংলা ছাপের একটা শাড়ী পড়েছে । ফরসা রঙের দেহে শাড়ীটা দারুণ মানিয়েছে । মনে হচ্ছে স্বয়ং বনদেবী এসে দাঁড়িয়েছেন । জয়া ওপর থেকে চেঁচিয়ে বলল
-কি হল ? ওখানেই দাঁড়িয়ে থাকবে না কি ওপরে এসে দুটো ভাত মুখে দিয়ে আমাকে কৃতার্থ করবে । খিদেয় তো পেট আমার চোঁ চোঁ করছে ।
দীপঙ্কর একটু লজ্জা পেয়ে সাইকেলটা সিঁড়ির নিচে ঢুকিয়ে দিয়ে তর তর করে ওপরে উঠে গেল ।
দীপঙ্কর জয়ার সামনে এসে মন্ত্র মুগ্ধের মত আবার দাঁড়িয়ে গেল । ভাল করে লক্ষ্য করে দেখল জয়া স্নান করার পর চুল আচঁড়ে সিঁদুরের একটা টিপ পড়েছে । আর টিপ পড়তে গিয়ে নাকের ওপর সিঁদুরের কিছু গুঁড়ো পড়েছে যা তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে । দীপঙ্কর মনে মনে ভাবে এখনকার বিবাহিত মেয়েরা এমন করে সিঁদুর পড়ে না কেন ?
জয়া দীপঙ্করকে বাকহারা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল
কি হল? এমন করে দেখছ যেন মনে হচ্ছে আমাকে এই প্রথম দেখছো?
-তিতলি হওয়ার পর তোমার রূপ যেন আরও খুলেছে ।
-শম্পার থেকেও ?
আঃ ! বৌদি ঐ নামটা আমার সামনে আর কোরো না ।
-কেন শম্পা ল্যাং মেরেছে বুঝি ?
দীপঙ্কর কিছুক্ষণ মুখ নিচু করে থেকে আহত দৃষ্টিতে জয়ার দিকে তাকিয়ে বলল
-চাকরি পেয়ে একদিনও আসেনি ।বলতে বলতে দীপঙ্করের দুচোখের কোণ জলে ভরে গেল।
-হয়তো সময় পায় না ।
তারপরই এগিয়ে এসে জয়া দীপঙ্করের মাথাটা নিজের বুকের মাঝে ধরে মাথায় হাত বুলিয়ে বলে
-ঠাকুরপো সব ঠিক হয়ে যাবে । যাও তাড়াতাড়ি স্নানটা করে এস ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে । দুজনে এক সঙ্গে খাব ।
দীপঙ্কর বাথরুমে জল ঢালতে ঢালতে ভাবে বৌদির কথাই যেন সত্যি হয় । সব যেন আবার আগের মত হয়ে যায় ।
বাইরে থেকে জয়া হাঁক পাড়ে
-ঠাকুরপো স্নান হল?
দীপঙ্কর তাড়তাড়ি দু মগ জল ঢেলে কোনো রকমে স্নান সেরে খাওয়ার টেবিলে এসে বসে ।
দুজনে একসঙ্গে এটা ওটা নিয়ে কথা বলতে বলতে খেতে শুরু করে । কিছুটা খাওয়ার পরই জয়ার শোবার ঘর থেকে তিতলির কান্নার আওয়াজ ভেসে আসে । জয়া তাড়াতাড়ি খাওয়া শেষ করে বেসিনে হাত ধুতে ধুতে দীপঙ্করকে উদ্দেশ্যে বলে
-খাওয়ার পর তুমি আমার ঘরে আসবে । দুজনে মিলে গল্প করব।
-তুমি দুপুরে ঘুমোবে না।
-ডাক্তার দুপুরে ঘুমোতে বারণ করেছেন। তাই তোমার ছোড়দা তোমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দুপুরে জাগিয়ে রাখার জন্য । তোমার বিশ্বাস না হলে আজ রাতে দাদাকে জিজ্ঞেস করে নিও ।
দীপঙ্কর তাড়াতাড়ি বলে না না তুমি যা বলবে সেটাই আমার শিরোধার্য।
Like Reply


Messages In This Thread
RE: উপন্যাস - এক পশলা বৃষ্টি by sitansu100 - by ddey333 - 19-07-2021, 12:23 PM



Users browsing this thread: 2 Guest(s)