19-07-2021, 10:54 AM
(19-07-2021, 09:09 AM)Sanjay Sen Wrote: খুব সুন্দর ভাবে এগিয়ে চলেছে সম্পূর্ণ নন এরোটিক এই গল্পটি।
সুচিত্রা যতই বড় হচ্ছে এবং তার আধোআধো কথা ছেড়ে পরিষ্কার কথার দিকে যাচ্ছে ওর উপর মায়া ততোই বাড়ছে। আশাকরি কৈশোরকালে আকাশ এবং সুচিত্রার খুনসুটি জমে যাবে।
পিতৃবিয়োগ সত্যি খুব দুঃখের খুব কষ্টের। তবে স্নেহা দেবীর আকাশের মামা অর্থাৎ তার ভাইকে ওইভাবে এলোপাথাড়ি চর মারাটা একটু অতিনাটকীয় হয়ে গেছে। তবে বিষয়টা ভালো লেগেছে আমার।
গল্প বলেই এটা সম্ভব, বাস্তব জীবনে বিয়ে হয়ে চলে যাওয়া বোন বা দিদি এসে বাবার মৃত্যুর কৈফিয়ত চেয়ে ভাইয়ের গায়ে হাত তুললে বোধহয় সেইদিনই বাপের বাড়িতে তার শেষ দিন হতো।
জানিনা কেন এই সাইট এখনো আমার রেপুর ভাঁড়ার শূন্য করে রেখেছে। পূর্ণ হলে দিয়ে দেবো তৎক্ষণাৎ। তাই এখন শুধু লাইক দিতে পারলাম।
এখানে সব চরিত্র যে আমি আর শুধু আমি। আমি যা চাইবো তাই হবে। হ্যাঁ গল্পে অনেক কিছু হয় , করা যায়। বাস্তবে তার উল্টো হয়। এখানেই তো গল্পের মজা। ❤❤❤