19-07-2021, 10:28 AM
(This post was last modified: 19-07-2021, 10:29 AM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-07-2021, 08:53 AM)Sanjay Sen Wrote: কাল গভীর রাত পর্যন্ত জেগে থেকে তোমার এই উপন্যাস শেষ করলাম।
সাম্প্রতিককালে আমার বাংলায় পড়া রহস্য-রোমাঞ্চে ঘেরা উপন্যাসগুলির মধ্যে অন্যতম।
মাঝের রগরগে যৌন দৃশ্যগুলি বাদ দিলে উপন্যাসটি যেকোনো নামকরা পাবলিশার্স নিয়ে নেবে।
তবে একটা কথা সবসময় মাথায় রেখো, লেখকের কিন্তু তার নিজের সৃষ্টি করা চরিত্রগুলির ব্যাপারে পক্ষপাতিত্ব করা উচিত কাজ নয়।
এই কাহিনীতে সৃষ্টি করা তোমার সবকটি চরিত্রই প্রিয় হওয়া উচিত। হয়েছেও তাই.. তবে দেবাংশু সান্যালের চরিত্রটির উপর তুমি কিঞ্চিৎ পক্ষপাতিত্ব দেখিয়েছো এবং সেক্ষেত্রে শ্রীতমার স্বামী অরুণ রায়ের চরিত্রটিকে অনেকটাই দুর্বল করে দিয়েছো।
এছাড়া এই উপন্যাস আমার কাছে ১০/১০ পেয়েছে।
রাত জেগে আমার কাহিনী পড়ে শেষ করার জন্য এবং দরাজ কণ্ঠে প্রশংসা করার জন্য আমি যারপরনাই আপ্লুত।
হ্যাঁ, ঠিকই বলেছেন .. লেখকের চোখে তার কাহিনীর সৃষ্টি করা সমস্ত চরিত্রই প্রিয় হওয়া উচিত। না হলে তাদের প্রত্যেকের স্বতন্ত্র অভিব্যক্তি ফুটিয়ে তোলা কোনো লেখকের পক্ষে সম্ভব নয়।
কিন্তু একথাও সত্য সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে গেলে ব্যাপারটা জগাখিচুড়ি হয়ে যেতে পারে। শুরুর দিকে প্রথম চার থেকে পাঁচটি পর্ব প্রায় অরুণময় ছিলো .. এটা দৃষ্টি এড়ানোর কথা নয়। সর্বোপরি দ্বিতীয় পর্বে অরুণ এবং শ্রীতমার তাদের জীবনের প্রথম রাতের স্মৃতিতে মিলনের যে বর্ণনা দেওয়া হয়েছে আমার মতে তা বাকিগুলোর থেকে অত্যন্ত উৎকৃষ্ট মানের এবং পবিত্র।
আর দেবাংশু সান্যাল যখন এই গল্পের নায়ক (ট্রাজিক হিরো বলাটা সমীচীন হবে) তখন তার প্রতি লেখকের একটুু যত্নবান হওয়া আবশ্যক।