Thread Rating:
  • 19 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400
#47
নিঝুম বুঝতে পারে আবার এই গান চালানোর কারণ গানের প্রশ্নটি নিবিড় তাকে করেছে যাওয়ার সময় সে উত্তর দেয়নি তাই আবারও জানার জন্য এই উদ্যোগ নিবিড় জিগ্যেস করে মৃদুস্বরে, “উত্তর দিলি না আমার প্রশ্নের?” নিঝুম চোখ তুলে তাকায় নিবিড়ের দিকে মন সাহস করতে পারে না, তারপরও শেষ পর্যন্ত অসীম সাহসে ভর করে বলে, “পাস নি উত্তর? সত্যিই?” এক মুহূর্ত চুপ করে থাকে নিবিড় তারপর বলে, “পেয়েছি এভাবে থাকিস সবসময় রাণী আমি তোকে ছেড়ে বাঁচব না মরেও শান্তি পাব নানিঝুম জিগ্যেস করে, “সত্যি বলছিস তো?” নিবিড় বলে, “হ্যাঁ রে পাগলি তুই আমার সব ভয় পাস না, দেখবি সবাই সবকিছু মেনে নিবে, আমি তো আছিনিঝুমের মনে হয়, সময়টা এখানেই কেন থেমে যাচ্ছে না খুব খুব ইচ্ছে হয় আজই নিবিড়ের হাত ধরে দূরে কোথাও হারিয়ে যেতে নিজের অজান্তেই চোখ ভিজে ওঠে তাড়াতাড়ি মুছে বাইরে তাকায় এরপর হালকা হওয়ার জন্য নিবিড়ের দিকে ফিরে তার স্বভাবসুলভ দুষ্টু মিষ্টি হাসি হাসে তাদের এই কথাবার্তার কিছুই ঈশিতা বা গাড়ির আর কারো কানে যায়নি এভাবে গম্ভীর হয়ে থাকলে বড়রা কিছু সন্দেহ করে নেবে, তাই নিবিড় আর ঈশিতার সাথে আবার খুনসুটি শুরু করে মুহূর্তে হালকা হয়ে যায় তাদের মাঝের বাতাস

যেতে যতক্ষন সময় লেগেছিল, ফিরতে ততটা লাগে না মনে হয় যেন সময় বড্ড তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে শহরে ঢুকতে বেশিক্ষণ লাগে না বাইরে গোধূলির রঙ্গে সেজেছে আকাশ গাড়ির বড়রা সবাই ঘুমিয়ে পড়েছে ক্লান্তিতে ঈশিতাও ঘুম ঘুম ভাব জেগে আছে শুধু নিবিড় আর নিঝুম উপভোগ করছে গোধূলি আর তাদের মাঝের নিঝুমতাকে হঠাৎ নিবিড়ের মাথায় দুষ্টুবুদ্ধি খেলে নিঝুমকে ইশারায় তার দিকে ফিরতে বলে বাইরে তাকিয়ে তন্ময় হয়ে থাকা নিঝুম কিছুটা অবাক হয়েই তাকায় তার দিকে মাথা ঝাঁকিয়ে জানতে চায়, “কী?” নিবিড় তেমনি নিঃশব্দেই শুধু ঠোঁট নাড়িয়ে বলে, “love you.” ভীষণ লজ্জা পায় নিঝুম সাথে সাথে আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে ফেলে নিবিড় আবার তাকে ডাকে, আবার একই কাজ নিঝুম চোখের ইশারায় শাসন করে কিন্তু নিবিড় কিচ্ছু শোনে না এরপর বাড়ি ফেরা পর্যন্ত তেমনি নীরবে প্রেম নিবেদন করতেই থাকে নিঝুম কিছু বলতেও পারছে না, সে অন্যদিকে তাকালেই নিবিড় জোরে বলে দেওয়ার হুমকি দেয় গোধূলির লালিমা গালে মেখে এই অসম্ভব ভাললাগা, ভালবাসার সাগরে ভেসে যেতে থাকে নিঝুম, আর নিবিড় ভাসতে থাকে প্রণয়িনীর লজ্জাবনত মুখের রূপের সাগরে, আলতো করে হাত বুলিয়ে আদরও করে দেয় একবার বিদায় নিয়ে নামার সময়ও বলে যায় নিঝুম মনে মনে উত্তর দেয়, “আমিও তোকে অনেক অনেক ভালবাসি রে সোনা জানিনা কখনও বলতে পারব কিনা, কিন্তু ভালবাসি, জানি তুইও জানিস
[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - by ddey333 - 19-07-2021, 10:13 AM



Users browsing this thread: 1 Guest(s)