19-07-2021, 08:53 AM
কাল গভীর রাত পর্যন্ত জেগে থেকে তোমার এই উপন্যাস শেষ করলাম।
সাম্প্রতিককালে আমার বাংলায় পড়া রহস্য-রোমাঞ্চে ঘেরা উপন্যাসগুলির মধ্যে অন্যতম।
মাঝের রগরগে যৌন দৃশ্যগুলি বাদ দিলে উপন্যাসটি যেকোনো নামকরা পাবলিশার্স নিয়ে নেবে।
তবে একটা কথা সবসময় মাথায় রেখো, লেখকের কিন্তু তার নিজের সৃষ্টি করা চরিত্রগুলির ব্যাপারে পক্ষপাতিত্ব করা উচিত কাজ নয়।
এই কাহিনীতে সৃষ্টি করা তোমার সবকটি চরিত্রই প্রিয় হওয়া উচিত। হয়েছেও তাই.. তবে দেবাংশু সান্যালের চরিত্রটির উপর তুমি কিঞ্চিৎ পক্ষপাতিত্ব দেখিয়েছো এবং সেক্ষেত্রে শ্রীতমার স্বামী অরুণ রায়ের চরিত্রটিকে অনেকটাই দুর্বল করে দিয়েছো।
এছাড়া এই উপন্যাস আমার কাছে ১০/১০ পেয়েছে।
সাম্প্রতিককালে আমার বাংলায় পড়া রহস্য-রোমাঞ্চে ঘেরা উপন্যাসগুলির মধ্যে অন্যতম।
মাঝের রগরগে যৌন দৃশ্যগুলি বাদ দিলে উপন্যাসটি যেকোনো নামকরা পাবলিশার্স নিয়ে নেবে।
তবে একটা কথা সবসময় মাথায় রেখো, লেখকের কিন্তু তার নিজের সৃষ্টি করা চরিত্রগুলির ব্যাপারে পক্ষপাতিত্ব করা উচিত কাজ নয়।
এই কাহিনীতে সৃষ্টি করা তোমার সবকটি চরিত্রই প্রিয় হওয়া উচিত। হয়েছেও তাই.. তবে দেবাংশু সান্যালের চরিত্রটির উপর তুমি কিঞ্চিৎ পক্ষপাতিত্ব দেখিয়েছো এবং সেক্ষেত্রে শ্রীতমার স্বামী অরুণ রায়ের চরিত্রটিকে অনেকটাই দুর্বল করে দিয়েছো।
এছাড়া এই উপন্যাস আমার কাছে ১০/১০ পেয়েছে।