17-07-2021, 11:48 PM
এই ছাড়ো না, মা যেই গেছে আবার শুরু করেছে।
এতদিন বাদে একটা রঙিন প্রজাপতিকে হাতে পেয়েছি। সহজে কি ছাড়া যায়? ফুরুত করে উড়ে পালিয়ে গেছিল। আর যেতে দিচ্ছি না।
বিদিশা বলল, উফ মায়ের সামনে কি কষ্ট করে গাইলাম। ভীষন ভয় হচ্ছিল আমার।
বললাম, ভালই তো গেয়েছো। কাল থেকে তোমাকে আরও গানের তালিম দেবো। তুমি রোজ আসবে আমার কাছে।
বিদিশা বলল, দাঁড়াও না, আরও একবার শিখাকে আসতে দাও, তারপর দেখবে আমিও কেমন গাই। ডুয়েট গাইবো তোমার সঙ্গে।
বিদিশাকে বাহবা দিয়ে বললাম, বাহঃ এই তো চাই, দ্যাটস গ্রেট। শুভেন্দুকে দেখিয়ে দেবো আমার বউও গাইতে পারে।
-সত্যি মেয়েটা কি মিষ্টি না?
-তোমার থেকেও মিষ্টি?
-ধ্যাত। আমি কি তুলনা করতে বলেছি? শিখা শিখার মতন, আমি আমার মতন।
বিদিশার গাল দুটো দু’ হাত দিয়ে ধরে বললাম, তোমার তুলনা তুমি। সেটা শিখাও জানে। কাউকে আলাদা করে আর বলতে হবে না।
-সত্যি তোমার যদি শিখার মতন একটা বউ হোত তাহলেই ভাল হতো।
-কেন এমন কথা বলছো বিদিশা?
এতগুলো বছর তোমার শুধু শুধু নষ্ট হোত না।
তাই বুঝি? তোমারও কি নষ্ট হয় নি?
হ্যাঁ হয়েছে তো? তার জন্যই তো পস্তাচ্ছি এখন।
পুরোনো কথা ভেবে কি লাভ বিদিশা? জীবনে হতাশা মানেই কপালে ভাঁজ। যত পরিত্যাগ করতে পারবে ততই ভালো।
ও বলল, আমি তো তাই ই চাই। তোমার সাথে যখনই থাকবো, এই হতাশা আর অনুভব করবো না। জীবনের উদ্বেগ আর অনিশ্চয়তার মূহূর্তগুলো আসতে আসতে কেটে যাবে। মন যখন ভেঙে পড়বে, তোমার সাথে কথা বলে মন টাকে চাঙ্গা করবার চেষ্টা করবো।
বিদিশার দু চোখে শান্ত কোমল দৃষ্টি আমার হৃদয়কে তাৎক্ষনিক আবেগে আপ্লুত করে ফেললো। ওকে বললাম, জীবনের সব ঝড় যখন কেটে যায়, তখন অনেক সময় রামধনুরও দেখা মেলে। আমি বলছি, তোমার জীবনের দূঃখ কষ্ট এখন আর কিছু নেই। রামধনুর মতন সাত রঙে ভরতে চলেছে তোমার জীবন। এই দেব তোমাকে কথা দিচ্ছে। আমার কথা কখনও বিফলে যাবে না।
ক্রমশঃ