17-07-2021, 11:46 PM
(This post was last modified: 18-07-2021, 12:11 AM by Lekhak is back. Edited 2 times in total. Edited 2 times in total.)
শোন গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি।
শোন গো দখিন হাওয়া
প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা
দিক ভুলেছি আমি।
শোন গো দখিনো হাওয়া
প্রেম করেছি আমি।
বিদিশা মুখ ঘুরিয়ে একটু ফিক ফিক করে হাসছে আমাকে বলল, তারপর?
আমি আরও গাইলাম, মনেতে লুকানো ছিল সুপ্ত যে তিয়াসা
জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা
উতলা করেছে মোরে, আমারি ভালবাসা
অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি।
শোন গো মধুর হাওয়া প্রেম করেছি আমি।।
বিদিশা মুখ ভেঙচে বলল, তাই বুঝি?
দহনো বেলাতে আমি, প্রেমেরো তাপসী
বরষাতে প্রেম ধারা, শরতের শশী,
রচিগো হেমন্তে মায়া, শীতেতে উদাসী
হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী।
শোন গো মদির হাওয়া প্রেম করেছি আমি,
লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি।
মধুর হাওয়ায় প্রেম, মদির হাওয়ায় প্রেম, দখিনো হাওয়ার প্রেম আকূলতা দেখে বিদিশা হেসেই লুটোপুটি। হাসতে হাসতে আমাকে বলল, জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে আরও ভালবেসে ফেল তাই, দূরে দূরে রই।
ওকে জাপটে ধরে ফেললাম এবার। - তোমাকে দূরে যেতে দিচ্ছে কে?
এই করো কি? করো কি? দেখেছো শুরু করেছে আবার। বিদিশা হেসে এবার আমাকে কাকুতি মিনতি করতে লাগল।