17-07-2021, 04:01 PM
রাত প্রায় ৮টা বেজে গেল, বসির বাসায় ফেরার প্রস্তাব দিল কিন্তু রূপসী আরো কিছুক্ষন আমার সাথে থাকতে চাইছিল। তখন আমার মাথায় আইডিয়াটা এলো আর সাথে সাথে আমি ওদেরকে আজ রাতে যাত্রা দেখার প্রস্তাব দিলাম। যদিও বসির প্রথমে যাত্রা দেখতে অস্বীকার করে বললো, “বাই আমি রাইতে জাগে থাকতে পারিনে, তাছাড়া খিদাও লাগছে খুব”। কিন্তু রূপসী প্রচন্ড আগ্রহ দেখিয়ে বললো, “যতটুকুন পারেন ততটুকুন দ্যাখবেন, গুম আইলে গুমাইবেন”। রূপসীর আগ্রহের কাছে বসির টিকতে পারলো না, রাজী হতেই হলো। কিন্তু সমস্যা আরেকটা ছিল, তখন আশ্বিণ মাস, ফলে ঐ সময়ই শীত শীত লাগছিল, রাত গভীর হলে আরো শীত লাগে, অথচ আমাদের কারো গায়েই শীতের কাপড় নেই।
সে সমস্যার সমাধানও রূপসীই করে দিল। রূপসী ওর স্বামীকে বাড়ি গিয়ে খেয়ে আসতে বললো আর আসার সময় তিনটা চাদর নিয়ে আসতে বললো। প্রথমে গাঁইগুঁই করলেও সুন্দরী বৌয়ের আব্দার অস্বীকার করার মত পুরুষ বসির ছিল না। বলদের মতো নিজের অপরূপ সুন্দরী কচি বৌটাকে সেই রাতে সদ্য চেনা এক যুবকের কাছে রেখে সে গেল খিদে মেটাতে। আমি রূপসীকে একা পেয়ে আরো সাহসী হয়ে উঠলাম। রূপসী আমাকে বললো, “চলেন কুথাও বসি, হাঁইট্যা হাঁইট্যা পাও ব্যাতা অয়্যা গেছে”। আমারও বেশ শীত করছিল, ঝিরঝিরে বাতাস বইছিল। বললাম, “হ চলো কুথাও বসি”। আমরা মেলা থেকে বেরিয়ে এসে মিনিট পাঁচেক হাঁটলাম। একটা মোটা গাছের গুঁড়ি ক্ষেতের আইলে পড়ে ছিল, আমি সেটাতেই বসলাম।
সে সমস্যার সমাধানও রূপসীই করে দিল। রূপসী ওর স্বামীকে বাড়ি গিয়ে খেয়ে আসতে বললো আর আসার সময় তিনটা চাদর নিয়ে আসতে বললো। প্রথমে গাঁইগুঁই করলেও সুন্দরী বৌয়ের আব্দার অস্বীকার করার মত পুরুষ বসির ছিল না। বলদের মতো নিজের অপরূপ সুন্দরী কচি বৌটাকে সেই রাতে সদ্য চেনা এক যুবকের কাছে রেখে সে গেল খিদে মেটাতে। আমি রূপসীকে একা পেয়ে আরো সাহসী হয়ে উঠলাম। রূপসী আমাকে বললো, “চলেন কুথাও বসি, হাঁইট্যা হাঁইট্যা পাও ব্যাতা অয়্যা গেছে”। আমারও বেশ শীত করছিল, ঝিরঝিরে বাতাস বইছিল। বললাম, “হ চলো কুথাও বসি”। আমরা মেলা থেকে বেরিয়ে এসে মিনিট পাঁচেক হাঁটলাম। একটা মোটা গাছের গুঁড়ি ক্ষেতের আইলে পড়ে ছিল, আমি সেটাতেই বসলাম।