Thread Rating:
  • 34 Vote(s) - 3.29 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance উপন্যাস - এক পশলা বৃষ্টি by sitansu100
#5
পাঠকগণ এবার আমরা আসি দীপঙ্কর যে সোনাঝরা দিনগুলোর কথা ভাবছিল সেই দিনগুলোর কথায় । সালটা ২০০৮ । দীপঙ্কর তখন সদ্য ইতিহাসে প্রথম শ্রেনিতে এম. এ . পাশ করে বিশ্ববিদ্যায় থেকে বেড়িয়েছে । এরকম একটা দিনে দীপঙ্করের ছোড়দা মানে তীর্থঙ্কর জয়াকে বিয়ে করে বাড়ী নিয়ে এল । জয়া তখন সবে কলেজের গন্ডী পেরোনো ঊনিশ – কুড়ি বছরের মেয়ে । তরজাতা যুবতী , সুস্বাস্থ্যের অধিকারীনি , টকটকে গৌরবর্ণের । বিয়ের পর সময় গড়িয়ে যায় । দেখতে দেখতে দীপঙ্করের সঙ্গে জয়ার সখ্যতা গড়ে ওঠে । বিশেষ করে বন্ধন আরও দৃঢ় হয় গল্পের বইকে ঘিরে । তীর্থঙ্কর তার ব্যবসার কাজে সকালবেলাতেই বেড়িয়ে যায় , ফেরে সেই রাতে । রাতে ক্লান্ত হয়ে ফিরে কোনোরকমে দুটো নাকে-মুখে গুঁজেই বিছানায় যায় । যেদিন ইচ্ছা হয় জয়াকে কাছে টেনে ভুভুক্ষুর মত ছিঁড়ে খায় – তখন তার মধ্যে ভালবাসার কোনো লেশ থাকে না , তা নাহলে বিছানায় পরেই নাক ডাকাতে শুরু করে । জয়ার মনের খবর , তার দৈহিক চাহিদা মিটল কিনা তার খবর , কিছুই সে রাখে না । জয়ার মন গুমড়ে গুমড়ে কাঁদে । আর এর থেকেই দীপঙ্করের সঙ্গে তার সখ্যতা তৈরী হয় ।

দীপঙ্কর ছিল বইয়ের পোকা । তখন সে তার ক্লাসমেট শম্পার সঙ্গে চুটিয়ে প্রেম করছে । তাই প্রেমের উপন্যাস পড়তে তার সবচেয়ে ভাল লাগতো । কাছেই পাড়ার বিদ্যাসাগর পাঠাগারের সে ছিল একনিষ্ঠ পাঠক । জয়া দীপঙ্করের ঘরে বইয়ের এই ভান্ডার দেখে একাকীত্ব কাটানোর জন্য বই নিয়ে আসত । আবার পড়ার শেষে বই ফেরৎ দেবার নাম করে ঘন্টার পর ঘন্টা উপন্যাসের চরিত্রগুলো নিয়ে দীপঙ্করের সঙ্গে আলোচনা করত । ইতিহাসের ছাত্র হলেও সাহিত্যের প্রতি দীপঙ্করের ছিল গভীর অনুরাগ । এইভাবে দীপঙ্কর ও জয়া পরস্পরের মনের অনেক কাছাকাছি চলে আসে । একদিন জয়া তার ও তীর্থঙ্করের মধ্যেকার সম্পর্কের কথা খুলে বলে । দীপঙ্করও জয়াকে শম্পা ও তার মধ্যেকার প্রেম , এমন কী দৈহিক সম্পর্কের খুঁটিনাটিও খুলে বলে । এইভাবে কিছুদিন কাটার পর তীর্থঙ্কর কয়েক দিনের জন্য ব্যবসার কাজে মুম্বাই যাবে বলে ঠিক করে । যাওয়ার আগে দীপঙ্করকে বৌদির খেয়াল রাখতে বলে যায় । জয়া দীপঙ্করকে বলে – ঠাকুরপো তোমাকে এই কদিন আমাদের শোবার ঘরের পাশের ঘরে থাকতে হবে । দীপঙ্কর উত্তর দেয় – যথা আজ্ঞে দেবী ,তোমার আদেশ শিরোধার্য। দীপঙ্করের উত্তর দেওয়ার ভঙ্গী দেখে জয়া তার পিঠে ছোট্ট একটা কিল বসিয়ে দিয়ে বলে – বৌদির সঙ্গে ফাজলামি হচ্ছে ।
Like Reply


Messages In This Thread
RE: উপন্যাস - এক পশলা বৃষ্টি by sitansu100 - by ddey333 - 17-07-2021, 03:56 PM



Users browsing this thread: 2 Guest(s)