17-07-2021, 01:41 PM
(17-07-2021, 08:56 AM)satyakam Wrote: এই জন্যেই আমি আপনাকে বলেছিলাম গল্প লিখতে। কিন্তু আপনি বলেছিলেন সময়ের অভাব। এটা কোন অজুহাত হলো বলুন তো।
যেখানে আমার মতো ছেলে 111 রেপু আর 500+ লাইক নিয়ে ঘুরছে সেখানে আপনি কতো নাম করবেন ভাবুন তো। খুব ভালো ভাবে আপনি মনের কথা বোঝাতে পারেন। গল্পে এটাই আপনাকে খ্যাতি এনে দেবে। সাথে আপনার দৃষ্টিভঙ্গি তো আছেই।
লিখুন ,লিখুন। আর কেউ না হলেও আমরা তো আছি। ❤❤❤
শুধু এটুকুই বলব, আপনাকে ও বাবান দাকে ধন্যবাদ আমাকে উৎসাহ দেয়ার জন্য। লেখা সম্পর্কে ভালো কমেন্ট করা, আর ভালো লেখক হওয়া এক কথা নয়। আর আমি যদি লেখক হই, তাহলে আপনাদের মত লেখকদের পাশে কে দাঁড়াবে বলুন। তার থেকে ভালো, আমি একজন ক্ষুদ্র পাঠক হয়েই থাকি আপনাদের মাঝে।
আপনার কাছ থেকে একটা থ্রিলার চেয়েছিলাম, মনে আছে???