16-07-2021, 08:18 PM
(16-07-2021, 07:47 PM)Bumba_1 Wrote: অবশ্যই .. in fact তিনটি অ্যাঙ্গেলে কাহিনীটি শেষ করা যেতো ..2nd point r sathe amio ekmot......etai best ending ....all the best
১) যেভাবে আমি শেষ করেছি - প্রথমে খারাপ লোকেদের সাজা দিয়ে, তারপর দেবাংশুর আত্মত্যাগের ফলে শ্রীতমা ফিরে গিয়েছে তার স্বামীর কাছে।
২) এক্ষেত্রেও দুষ্টের দমন এবং শিষ্টের পালনের পরে শ্রীতমার স্বামী অরুণকে চিরতরে নির্বাসনে পাঠিয়ে দেবাংশু এবং শ্রীতমার মিলন ঘটানো যেতো। তবে সেক্ষেত্রে দেবাংশু আর ওই পাষণ্ডগুলোর মধ্যে কোনো তফাৎ থাকতো বলে আমার মনে হয় না (যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বাকিরা আমার সঙ্গে একমত নাও হতে পারেন)।
৩) যেরকম চলছিল চলতে দিয়ে দুর্বৃত্তদের রচনা করা চক্রব্যূহে ক্রমশ তলিয়ে যেতে যেতে শ্রীতমার অবস্থা একসময় সোমা বা বিন্দুর মতো হতো। অথবা তার শেষ পরিণতি প্রমীলার মতো হতে পারতো। যেটা আমার কাছে একদম গ্রহণযোগ্য মনে হয়নি।
পরের গল্প নিয়ে এখনই কিছু ভাবিনি .. যদি আবার লিখতে শুরু করি তাহলে আগের থেকে অবশ্যই জানিয়ে দেবো .. ভালো থাকবেন