16-07-2021, 02:43 PM
মঞ্জরী দুজনের জন্য কাচের প্লেটে ভাত বাড়ল। দুটো বাটিতে মটন তুলল তারপ্র ইশারা করে আমায় ডাকল ডাইনিং টেবিলের আসার জন্য। দুজনে খেতে বসলাম। আমি প্রথমটায় লজ্জা করে করে খাচ্ছিলাম মঞ্জরী বলল এত লজ্জা কিসের? খেতে বসে লজ্জা করতে নেই। আর লজ্জাটা মেয়েরা করে ছেলেরা নয়। যদি লজ্জা করতেই হয় তাহলে আমার শাড়ী ব্লাউজ চুড়ি আছে ওগুলো পড়ো। কথাটা আমার খুব আঘাত দিল পুরুষত্বতে। মনে মনে বললাম ঠিক সময় আসুক এটার জবাব দেব। দুজনের খাওয়া হয়ে গেল। মঞ্জরী বলল অল্প করেই খাও আর একটা জিনিস আছে যেটা তুমি বলেছিলে। খাওয়ার পর কিছুক্ষন সোফায় বসে রেস্ট নিলাম মঞ্জরী গুনগুন করে গান করতে করতে রান্নাঘর, টেবিল সব গুছিয়ে নিল। তারপর দেরাজ থেকে একটা বোতল, দুটো গ্লাস, একপ্যাকেট কাজু আর ফ্রিজ থেকে আইস কিউব আর ঠান্ডা জল বের করে সোফার সামনে সেন্টার টেবিলে রাখল। আমার চোখ ছানাবড়া আমি অবাক হয়ে তাকিয়ে আছি টেবিলের দিকে। স্মিরনফের ১ লিটারের বোতল যার হাফ এখনও আছে। মঞ্জরী আমারর হা মুখের দিকে তাকিয়ে বললল কি হল? আকাশ থেকে পড়লে যে!! আমি- হ্যা। তা বলতে পারো। আমি ভাবিনি সত্যি সত্যি আমার সাথে ভোদকা খাবে। আমি তো ইয়ার্কি করে বলেছিলাম। মঞ্জরী- সে তুমি ইয়ার্কি কর আর যাই কর আমি কথা দিলে কথা রাখি। আর কাউকে মিথ্যে বলিনা। আমি বুঝলাম শেষ কথাটা আমায় ঠুকল। চুপচাপ হজম করলাম। মঞ্জরী - তুমি বানাবে না আমি? আমি- তুমি শুরু কর। পরে আমি হাত লাগাব। মঞ্জরী দুটো গ্লাসে প্রায় ৪০ মিলির মত মদ ঢালল। আমায় জিজ্ঞেস করল জল কতটা আর আইসকিউব কটা? আমি- ৩ টে আইস কিউব আর সামান্য জল। মঞ্জরী নিজের পেগটায় জল ঢালতে ঢালতে জিজ্ঞেস করল "বললে না তো কেমন হয়েছে মটন টা? ভালো হয়নি তাই না? আর চাইলেও না। তোমার মা (থেমে গিয়ে) সরি আম্মার মত বানাতে পারিনি তাই না??" আমি- ধ্যাত। দারুন হয়েছে। আমি তো থালা সাফ করে খেলাম সেটা দেখলে না?? মঞ্জরী- এটা মন খুশী করতে বলছ। ভালো লাগলে চাইতে আবার। আমি- সে তো লজ্জায় চাইনি। মঞ্জরী- থাকো লজ্জা নিয়ে। মেয়ে হতে হতে ছেলে হয়ে গেছ। লজ্জা আর লজ্জা। আমি আবার নিজেকে সামলালাম। ভাবলাম এটার উওর দেওয়ার টাইম এখন না। মঞ্জরী- (পেগ দুটো বানিয়ে টেবিলে রেখে) যাইহোক মাংস রাখা আছে যাওয়ার সময় খেয়ে যাবে। না হলে বুঝব মন ভোলাতে বললে সব। আমি সম্মতিসুচক ঘাড় নাড়লাম। মঞ্জরী এসিটা হালকা বাড়িয়ে মিউজিক সিস্টেমে সফট গান চালিয়ে গুনগুন করতে লাগল। তারপর নিজের পেগটা তুলে আমারটা তুলতে বলল। দুজনে চিয়ার্স করে মুখে ছোয়ালাম।