16-07-2021, 02:38 PM
(This post was last modified: 16-07-2021, 02:39 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-07-2021, 01:28 PM)sudipto-ray Wrote: বলেছিলাম দেখব আপনার সাথে আমার কতটা মিল। আপনার শেষ আপডেটে আপনি বুঝিয়ে দিয়েছেন আপনার সাথে আমার কতটা মিল। এমন একটা শেষই দেখতে চেয়েছিলাম দাদা। সুখের থেকে মানুষ দুঃখকে বেশি মনে রাখে। আপনাকেও মনে রাখবে দেবাংশুর এই ত্যাগের জন্য, তার দুই চোখের অশ্রুর জন্য। দেবাংশুর জন্য বলতে হয়, " বুকের রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত। "
এই শেষ আপডেটটা পড়ে আপনার প্রতি শ্রদ্ধায় মনটা ভরে গেল দাদা। একটা গল্পের স্বার্থক সমাপ্তি বোধহয় একেই বলে। শেষ আপডেটে আপনার এই কথাটা আমার হৃদয় ছুঁয়েছে, " শুধুমাত্র একজন শ্রীতমার জন্য বন্ধনে আবদ্ধ হওয়া আমার হবে না রে .. আমাদের এই সমাজে হাজার-হাজার শ্রীতমা প্রতিনিয়ত এরকম লোভ-লালসা আর কামের চক্রব্যূহের পড়ে হারিয়ে যাচ্ছে .. তাদেরকে উদ্ধার করার জন্য না হয় এই দেবাংশু রইলো .."
সবশেষে বলি, সুস্থ থাকবেন, ভাল থাকবেন। আর এভাবেই নতুন কোন গল্প নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। এত সুন্দর সমাপ্তির জন্য আজকের সমস্ত রেপুটেশন ( +5 ) আপনাকে দিলাম।
পাঠক যদি শিক্ষিত এবং বুঝদার হয় তাহলে লেখকের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এই গল্পের শুরু থেকেই তোমাদের মতো পাঠক বন্ধুদের সঙ্গে পেয়েছি বলেই আমার এই কাহিনী সাফল্যের মুখ দেখেছে।
আমার কাহিনীর প্রতিটা লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়ার জন্য আমি যারপরনাই আপ্লুত।
সুস্থ থেকো .. ভালো থেকো ❤
(16-07-2021, 01:53 PM)Baban Wrote: আর আমি রেপু দিলাম আপনাকে এতো অসাধারণ ভাবে মনের কথাগুলি ফুটিয়ে তোলার জন্যে ❤
ঠিক কথা