Thread Rating:
  • 19 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400
#39
দেখতে দেখতে রেজাল্টের সময় এগিয়ে আসে মে মাসের শেষ সপ্তাহ চলছে আর দু সপ্তাহ পরেই রেজাল্ট সবার মনেই একটা কী হয়, কী হয় টেনশন এমন টেনশনে ভরা এক দুপুরে নিঝুম আর নিবিড়ের কথা হচ্ছে কেউই রেজাল্ট নিয়ে কথা বলছে না এটা ওটা নিয়ে কথা বলতে বলতে অনন্যার প্রসঙ্গ এসে যায়, যথারীতি অনন্যাকে নিয়ে নিবিড়কে খেপায় নিঝুম তারা এখনও দেখা করেনি অনন্যা নাকি বলেছে দেখা হলেই বিয়ে করে ফেলবে, তাই নাকি নিবিড় দেখা করতে চায় না শুনে হেসে গড়িয়ে পড়ে নিঝুম নিবিড় রেগে গেলে তারপর হাসি থামানোর চেষ্টা করে বলে, “হায় রে বীরপুরুষ আমার! বিয়ে যদি না- করার সাহস থাকে তবে পছন্দ করিস কেন?” নিবিড় বলে, “কই পছন্দ করলাম?” নিঝুম আবারও হাসে, “থাক থাক আর লজ্জা পেতে হবে নাএমন সময় হঠাৎই ফোনটা কেড়ে নেয় কেউ ওইপাশে শোনা যায় ঈশিতার গলা, “হ্যালো নিঝুম?” একটু অপ্রস্তুত হয়ে যায় নিঝুম, “জ্বি?”

ঈশিতা-“কেমন আছ?”
নিঝুম-“এই তো ভাল তুমি কেমন আছ?”
ঈশিতা-“আছি তোমাকে একটা জরুরী কথা বলতে আজকে ফোনটা নিলাম তোমার বন্ধুর হাত থেকে জোর করেএই নিবিড়, একদম পিছে পিছে ঘুরবিনা যা ওই ঘরে যা আমার কথা শেষ হলে তারপর আসবি
নিঝুম একটু ভয় পেয়ে যায় ঈশিতার এইসব সিরিয়াস কণ্ঠের কথাবার্তা শুনে ঈশিতা কখনও তাকেতুমিকরে বলে না আজ বলছে কী হল হঠাৎ? জিগ্যেস করে, “কী হয়েছে? কোন সমস্যা হয়েছে কি?” ঈশিতা বলে, “আচ্ছা নিঝুম, তোমার মনে আছে আমি তোমাকে জিগ্যেস করেছিলাম নিবিড়কে তুমি পছন্দ কর কিনা?” নিঝুম মনে মনে প্রমাদ গোনে, “এখন আবার শুরু করল সেই একই কথা! উফফ!” মুখে বলে, “হু আছে আমি তো উত্তর দিয়ে দিয়েছি
ঈশিতা-“আজ আবারও একই প্রশ্ন করছি তোকে
 
 
 
 
নিঝুম-“দেখ, আমার উত্তর আমি দিয়ে দিয়েছি সেইদিনই আবার কেন এসব নিয়ে কথা বলছ? তুমিও আশা করি বলবে না যে নিবিড় আমাকে পছন্দ করে! তুমি তো ওর সাথে এক ছাদের নিচে থাক তোমার থেকে ভাল তো নিশ্চয়ই কেউ জানবেনা যে কাকে পছন্দ করে না করে আর আমি আসলে প্রেম ভালোবাসা এইসব জিনিস নিয়ে ভাবি না কখনও যদি কাউকে পছন্দ করেও থাকি, সেটা আমার নিজের কাছেই থাকবে, তাকে বলতে যাব না কখনও আর সবচেয়ে জরুরী কথা যেটা সেটা হল, নিবিড় অনন্যাকে পছন্দ করে, এটা তোমার জানার কথা সুতরাং দয়া করে আমাকে শুনাতে এস না যে আমাকে পছন্দ করে কারণ এটা সম্ভব না প্রথম কারণ তো তুমি ভালভাবেই জান, সেটা আর আমাকে বলে দিতে হবেনা আর দ্বিতীয় কারণ তো মাত্র বললাম যে নিবিড় আর অনন্যা একজন আরেকজনকে পছন্দ করে
ঈশিতা-“তোকে ধরে থাপ্পড় লাগানো উচিত নিঝুম
মানে????”, ঈশিতার উত্তেজিত কণ্ঠ শুনে হকচকিয়ে যায় নিঝুম এক মুহূর্ত নীরবতা এরপর নিঝুমের সমস্ত সত্তাকে স্তম্ভিত করে দিয়ে অস্বাভাবিক শান্ত স্বরে ঈশিতা বলে ওঠে, “নিঝুম রে, তুই এত বোকা কেন? কেন বুঝতে পারছিস না এতদিন পরেও? হ্যাঁ আমি সবচেয়ে ভাল জানি নিবিড় কাকে পছন্দ করে আমাকে সেটা বলা হয়েছে নিবিড় নিজেই বলেছে তোকে পছন্দ করে রে পাগলি

কিইইইইইইইই???”, প্রায় আর্তনাদ করে ওঠে নিঝুম

ঈশিতা বলে, “হু তাইই তোকে পছন্দ করে কিন্তু তুই এত অবাক হচ্ছিস কেন? এর আগে কেউ কি কখনও তোকে কথাটা বলেনি?”
একটু চুপ করে থেকে উত্তর দেয় নিঝুম, “বলেছে আমার সব বন্ধুবান্ধবই বলেছে কিন্তু সেটা শুধুই তাদের অনুমান আমি কখনওই পাত্তা দিইনি ওদের কথায় আর নিবিড়ও আমাকে তেমন কোন ধারণা দেয়নি কিন্তু তুমিতুমি বলছ নিবিড় বলেছে! এও কি সম্ভব?!”
সম্ভব হবেনা কেন রে পাগল? যাকে চার বছর বয়স থেকে চিনিস, যার সাথে তোর আত্মার সম্পর্ক, সে তোকে ভালবাসবে না তো কে বাসবে? আর ইঙ্গিত দেয়নি কেন বলছিস? দিয়েছে কতবার তোকে কিছু বলার চেষ্টা করেছে, মনে পড়ে? তোর সাথে আকাশকে নিয়ে ঝগড়া করেছে, তোকে আজব আজব মেসেজ পাঠিয়েছে, তোর একদিন খোঁজ না পেলে কী সব কাণ্ড করেছে, মনে নেই?”
আছে”, নিঝুম ছোট্ট করে বলে
তাহলে?”

[+] 1 user Likes ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: টুকরো টুকরো ভালোবাসার গল্প by romanticboy400 - by ddey333 - 16-07-2021, 12:11 PM



Users browsing this thread: 1 Guest(s)