16-07-2021, 11:50 AM
আপনাদের কমেন্ট আমায় লিখতে আরও অনুপ্রানিত করবে। আমি আগেই বলেছি ঘটনাগুলো একদম বাস্তব। যা লিখছি তার ৯৫% আমি ফিল করেছি এবং ঘটেছে। এমনকি যে নাম উল্লেখ করেছি বৌদির আর আমার সেটাও কল্পিত নয়। শুধুমাত্র দুজনের প্রাইভেসির কারনে Surname আর ঠিকানা উল্লেখ করিনি। তবুও অনেকেই প্রাইভেট ম্যাসেজ দিয়ে মঞ্জরীর ঠিকানা, সারনেম, ফোন নাম্বার ফেসবুক লিংক ইত্যাদি চাইছে। তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করব এরকম রিকোয়েস্ট করবেন না আমি রাখতে পারব না একদম। কাহিনি পরুন আর উপভোগ করুন। পজিটিভ নেগেটিভ যা ইচ্ছে কমেন্ট করুন কিন্তু প্লিজ নো পারসোনাল ডিটেলস। আমি ছোট ছোট ভাগে লিখছি যাতে পুরো ঘটনাটা ফুটিয়ে তুলতে পারি। অফিসের পর এসব লেখার জন্য টাইম বের করা বেশ চাপ। তাই একটু ধৈর্য্য রাখুন এবং কমেন্ট করুন।