14-07-2021, 01:11 PM
অনেকদিন যাবত গল্প পড়তে পড়তে মনে হলো, এবার নিজেরটাও শেয়ার করা যায়। স্থান, কাল, পাত্র পরিবর্তন করে আমার গল্পটা আপনাদের পেশ করতে চাই।
ভালো ছেলে হিসেবে আমার যথেষ্ট সুনাম পাড়ায়৷ কখনো এমন কিছু করিনি বা পারিবারিক শিক্ষা এবং সুনামের জন্য করা হয়নি যার জন্য কেউ কখনো আঙুল তুলে কথা বলতে পারবে। বরং যেখানেই গেছি সম্মানিত হয়েছি। তবু মানুষের মনে কী থাকে সেটা সেই মানুষটাও কখনো কখনো জানতে পারে না। আপনি হয়তো নিপাট ভদ্রলোক, কিন্তু আপনার ভেতরেও একজন মন্সটার বাস করতে পারে, তাকে আপনি লালন করতে পারেন হয়ত আপনার সাবকন্সাশ মাইন্ডেই৷
মানুষ একটা বয়স পর্যন্ত নিজেকে বুঝতে পারে না সে কি চায়। হয়ত কেউ আজীবন বুঝতে পারে না৷ তবু একটা ধারণা মানুষের ভেতর আসে৷ সে কি চায়৷ আমি কখনো চেয়েছি ট্র্যাভেলার হতে। কখনো মুভিস্টার বা কখনো লেখক৷ অবশ্য জীবনের একটা বড় অংশ আমি চেয়েছি কিছু না হতে। দ্বীপান্তরিত হয়ে একাকী থাকতে চেয়েছি৷ বই, গান মুভি ইত্যাদি ছিল আমার সবচেয়ে বড় আকর্ষণ। নিজের ভিতরের দানবকে কখনো বুঝতে শিখিনি আমি৷
শিবের গীত রেখে এবার গল্পে আসা যাক৷ এই গল্প আমার গল্প৷ বা একজন দানবের গল্প৷
আর্থিক অবস্থার কারণে মামার সাহায্যে বড় হওয়া আমাদের। একই এলাকায় বাড়ি তাই যাওয়া-আসাটাও ছিল তেমন। মামা বিয়ে করে আনলেন এক অপরুপ সুন্দরী নারী। আমাদের সবার প্রিয় হয়ে উঠতে তার সময় লাগেনি বেশি। দোহারা গঠনের মামীকে প্রথম দেখাতেই প্রেমে না পড়ার কারণ নেই৷ মামীর নাম চম্পা। চম্পাকে প্রথম থেকে ভালো লাগলেও সেটা আহামরি ছিল না। হয়ত বয়সের কারণে। সে আমার বয়সে বড়। পড়ালেখায় ভালো ছিলাম বলে মামার পছন্দের ছিলাম বরাবরই৷ মামীরও পছন্দের তালিকায় চলে আসতে সময় লাগেনি৷
চম্পার প্রতি তীব্র আকর্ষণ এর জন্ম আমার এসএসসির পর। চম্পা আমার বাড়িতে আসত প্রতিদিনই৷ নানা কাজে মাকে সাহায্য করত সে৷ থেকে যেত প্রায় সময়৷ তখনই অন্য এক বুনো আকর্ষণ অনুভব করতে থাকি তার প্রতি।
তবু নিরুপায়৷ মামাকে ভয় করতাম যমের মত। তার স্ত্রীর প্রতি এমন বন্য আকর্ষণ নিশ্চয়ই সুখকর স্মৃতির জন্ম দিত না। তাই নিরব থাকা ছাড়া করার কিছু ছিল না। যদিও চম্পা উপরে সবসময়ই শালীনতা বজায় রেখে চলত, কখনো মনে হয়নি সে ক্ষুধার্ত৷ শান্ত একটা ভাব সবসময় তার ভেতর৷ যদিও সাংসারিক টানাপোড়েন একটা স্বাভাবিক বিষয়।
(ক্রমশ)
ভালো ছেলে হিসেবে আমার যথেষ্ট সুনাম পাড়ায়৷ কখনো এমন কিছু করিনি বা পারিবারিক শিক্ষা এবং সুনামের জন্য করা হয়নি যার জন্য কেউ কখনো আঙুল তুলে কথা বলতে পারবে। বরং যেখানেই গেছি সম্মানিত হয়েছি। তবু মানুষের মনে কী থাকে সেটা সেই মানুষটাও কখনো কখনো জানতে পারে না। আপনি হয়তো নিপাট ভদ্রলোক, কিন্তু আপনার ভেতরেও একজন মন্সটার বাস করতে পারে, তাকে আপনি লালন করতে পারেন হয়ত আপনার সাবকন্সাশ মাইন্ডেই৷
মানুষ একটা বয়স পর্যন্ত নিজেকে বুঝতে পারে না সে কি চায়। হয়ত কেউ আজীবন বুঝতে পারে না৷ তবু একটা ধারণা মানুষের ভেতর আসে৷ সে কি চায়৷ আমি কখনো চেয়েছি ট্র্যাভেলার হতে। কখনো মুভিস্টার বা কখনো লেখক৷ অবশ্য জীবনের একটা বড় অংশ আমি চেয়েছি কিছু না হতে। দ্বীপান্তরিত হয়ে একাকী থাকতে চেয়েছি৷ বই, গান মুভি ইত্যাদি ছিল আমার সবচেয়ে বড় আকর্ষণ। নিজের ভিতরের দানবকে কখনো বুঝতে শিখিনি আমি৷
শিবের গীত রেখে এবার গল্পে আসা যাক৷ এই গল্প আমার গল্প৷ বা একজন দানবের গল্প৷
আর্থিক অবস্থার কারণে মামার সাহায্যে বড় হওয়া আমাদের। একই এলাকায় বাড়ি তাই যাওয়া-আসাটাও ছিল তেমন। মামা বিয়ে করে আনলেন এক অপরুপ সুন্দরী নারী। আমাদের সবার প্রিয় হয়ে উঠতে তার সময় লাগেনি বেশি। দোহারা গঠনের মামীকে প্রথম দেখাতেই প্রেমে না পড়ার কারণ নেই৷ মামীর নাম চম্পা। চম্পাকে প্রথম থেকে ভালো লাগলেও সেটা আহামরি ছিল না। হয়ত বয়সের কারণে। সে আমার বয়সে বড়। পড়ালেখায় ভালো ছিলাম বলে মামার পছন্দের ছিলাম বরাবরই৷ মামীরও পছন্দের তালিকায় চলে আসতে সময় লাগেনি৷
চম্পার প্রতি তীব্র আকর্ষণ এর জন্ম আমার এসএসসির পর। চম্পা আমার বাড়িতে আসত প্রতিদিনই৷ নানা কাজে মাকে সাহায্য করত সে৷ থেকে যেত প্রায় সময়৷ তখনই অন্য এক বুনো আকর্ষণ অনুভব করতে থাকি তার প্রতি।
তবু নিরুপায়৷ মামাকে ভয় করতাম যমের মত। তার স্ত্রীর প্রতি এমন বন্য আকর্ষণ নিশ্চয়ই সুখকর স্মৃতির জন্ম দিত না। তাই নিরব থাকা ছাড়া করার কিছু ছিল না। যদিও চম্পা উপরে সবসময়ই শালীনতা বজায় রেখে চলত, কখনো মনে হয়নি সে ক্ষুধার্ত৷ শান্ত একটা ভাব সবসময় তার ভেতর৷ যদিও সাংসারিক টানাপোড়েন একটা স্বাভাবিক বিষয়।
(ক্রমশ)