11-07-2021, 07:34 PM
মূল লেখককে তাঁর অনবদ্য কিছু গল্পের কারনে আগে থেকেই চিনি। ওনি অনেক বড় মাপের একজন লেখক। যদিও বর্তমান গল্পে মা-ছেলের ম্যাসেজের মাধ্যমে আলাপচারিতায় কিছু অসংলগ্ন কথা বার্তার অবতারনা ওনি করেছেন যা কিনা গল্পের প্রয়োজনে ঠিক থাকলেও বাস্তবতার নিরিখে কিছুটা প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে। অতিমাত্রায় আবেগপ্রবণ হলেই কেবল মা-ছেলের এই ধরনের আলাপচারিতা হয়তো হতে পারে, যেটা ওনি এই গল্পে্র আবেগকে বোঝানোর প্রয়োজনে ব্যবহার করেছেন। সব থেকে ভালো লেগেছে ননদের জামাইকে দূরদর্শিতার পরিচয় দিয়ে রাস্তা থেকে দূর করার যে সাহসী পদক্ষেপে উনি গল্পে সংযোজন করেছেন সেটা দেখে। এই গল্পের শেষ এখানেই না করে উনি যেকোন সময় এই গল্পকে টেনে আরো আনেক লম্বা করার একটা পথ উন্মুক্ত রেখেই গল্পের আপাত সমাপ্তি টেনেছেন। যেটা একজন বড় লেখকের গুন। কখনো এই গল্পের প্লট নিয়ে উপন্যাস সাজাতে যেনো কোনো বেগ পেতে না হয় তার ব্যবস্থা করে রেখে উনি আমাদের জন্য প্রত্যাশার দুয়ার খুলে রেখেছেন। আমরাও লেখকের মান বিবেচনায় আশা রাখলাম, হয়তো কোনো এক সময় এই গল্পের পরবর্তী সিকোয়েল আমরা দেখলেও দেখতে পারি...
অসম্ভব সুন্দর একটা গল্প আমাদের উপহার দেবার জন্য মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে রনিদা'কেও ধন্যবাদ জানাচ্ছি গল্পটা আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য !
অসম্ভব সুন্দর একটা গল্প আমাদের উপহার দেবার জন্য মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ।
সেই সাথে রনিদা'কেও ধন্যবাদ জানাচ্ছি গল্পটা আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য !