11-07-2021, 12:44 PM
আঠারো
ওরা এরপরে একে একে সবাই বাড়ী চলে গেল। সেই বিকেল অবধি সবাই ছিল। প্রথমে গেল শুক্লা। আমাকে বলল, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে নে দেব। এরপরে কিন্তু পিকনিকটা আমাদের হচ্ছেই। সবাই মিলে যাব। খুব আনন্দ হবে, মজা হবে। আর তাছাড়া আমাদের নতুন বন্ধু শিখাকে এবারে পেয়েছি। পিকনিকে তো একাই মাতিয়ে রাখবে। যা গানের গলা শুনলাম। আমার অনেকদিন মনে থাকবে।’
রনি আর মাধুরীও তারপরে উঠি উঠি করছে। পিকনিকের আয়োজন করবার সব দায়িত্ব এখন ওর। শুভেন্দু আর আমাকে উদ্দেশ্য করে বলল, ‘তাহলে আমাদের দীঘাতে যাওয়াই ঠিক হল। অবশ্য মন্দারমনিটা হলেও মন্দ হত না। তবে দীঘা দীঘাই। অমন সুন্দর ঝাউবন কোথায় পাওয়া যায়? একটু মজা করে বলল, আচ্ছা আমরা সবাই যদি যে যার জুড়ীকে নিয়ে ঝাউবনের আড়ালে চলে যাই, শুক্লা তাহলে একা একা কি করবে?’
শিখা আর বিদিশা কথাটা শুনে দুজনেই খুব লজ্জ্বা পেয়েছে। মাধুরী ধমক দিয়ে রনিকে বলল, নাহ্। তোমার না সব কিছুতেই ফাজলামী। শুক্লা শুনলে কি ভাববে?
শুক্লা অবশ্য তখন চলে গেছে। আমি মজা করে বললাম, ‘তুই বরং মাধুরীকে নিয়ে ঝাউবনের আড়ালে যাস। আমরা কিছু মনে করবো না। আমাদের না গেলেও চলবে।’
এবার মাধুরী একটু লজ্জ্বা পেলো। শুভেন্দু বলল, ‘ওসব পরে হবে। আগে তো আমাদের যাওয়াটা হোক। সব থেকে আগে দেবের সুস্থ হওয়াটা দরকার। ওখানে গিয়ে আবার শরীর খারাপ হয়ে গেলে সবই মাটি।’
আমি বললাম, ‘তোরা চিন্তা করছিস কেন? আমি তো সুস্থ হয়েই গেছি। তোরা এসেছিস, এতেই আমি ভাল হয়ে গেছি। আর তাছাড়া বিদিশা তো এসেই গেছে। আমার আবার চিন্তা কি?’ -বলেই আমি বিদিশার দিকে তাকালাম। এবার দেখলাম বিদিশা লজ্জ্বায় মাথা নিচু করে রয়েছে।
রনি চলে গেল মাধুরীকে নিয়ে। শুভেন্দুও যাব যাব করছে। আমি বললাম, তুই ও চলে যাবি?
শুভেন্দু হেসে বলল, আজ্ঞা হোক। এবার আমি আমার প্রেয়সীকে তাহলে পৌঁছে দিয়ে আসি।-বলেই ও শিখার দিকে তাকালো।
শিখা হেসে বলল, ‘আমি তো গাড়ী নিয়েই এসেছি। বলোতো তোমাকে ড্রপ করে দিতে পারি। আমাকে আর পৌঁছে দিতে হবে না উহু।
শুভেন্দু বলল, ‘ভাগ্যিস আমি গাড়ী নিয়ে আসিনি। নইলে এমন সুযোগ মাঠে মারা যেত। কেউ কি আর হাতছাড়া করে?’
আমার জীবনটা যেন আবার সেই কলেজের জীবনে ফিরে গেছে। সেই হাসি আর গান। আনন্দ আড্ডা। বন্ধুদের না দেখতে পারলেই মন খারাপ করে।’
শিখা আমার পা ছুঁয়ে প্রনাম করলো। বলল, আর্শীর্ব্বাদ করুন। যেন জীবনের সব বাঁধাকে অতিক্রম করতে পারি। আর আমি মনে প্রানে আবার আপনাদের দুজনকে একসাথে দেখতে চাই। দেব আর বিদিশা যেন একটিই নাম। একে অপরকে ভালবাসার জন্যই তৈরী হয়েছে।’
খুব ইমোশনাল হয়ে পড়ছি আমি। শুভেন্দু বলল, আরে পাগল? মন খারাপ করছিস কেন? আমরা চলে গেলেও বিদিশা তো থাকছেই। ও তো আজ তোর এখানেই থাকবে। কি রে বিদিশা? থাকবি না?’
বিদিশা মুখ নিচু করে তখন ঘাড় নাড়ছে। আমার মন খারাপ হয়ে যাচ্ছে দেখে শিখা বলল, ‘এবারে একটু হাসুন। নইলে আমরা যাই কি করে? এখন দিদি এসে গেছে। অত মন খারাপ করলে কিন্তু চলবে না।’
আমি কোন কথা বলছি না। শুধু ভাবছি, সত্যি মেয়েটা আজ এসে আমাদের সকলের মন জয় করে নিয়েছে। এত সহজ, সরল। কত সুন্দর আপন করে নিতে পারে সবাইকে। জীবনে যতটুকু দূঃখ আমি ওই সর্বনাশা মিনুর জন্য পেয়েছি, সবই আমার কপালের দোষে। শুভেন্দুকে অন্তত এই কষ্টটা কোনদিন পেতে হবে না আমি শতকরা একশোভাগ নিশ্চিত। শিখা যখন উঠে গিয়ে বিদিশার সাথে আলাদা করে কথা বলছে, তখন আমি শুভেন্দুকে আবার কনগ্রাচুলেশন জানালাম। অসাধারণ সিলেকশনের জন্য ওকে বাহবা দিলাম। শুভেন্দুও খুশি হল।
ওরা সবাই চলে গেল। আমি আর বিদিশা ঘরে তখন দুজনে। দুজনের ফিরে পাওয়ার ভালবাসাকে ঘিরে আনন্দে বিহ্বল। হাত বাড়িয়ে বিদিশাকে বুকের মধ্যে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। আমি জানি, মা এখন এঘরে আসবে না। খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছে মায়ের ঘরে। হাত বাড়িয়ে বিদিশাকে বুকে টানতেই বিদিশা বলল, ‘কে বলবে, বাবুর অসুখ হয়েছে? কত মন খারাপ। আর এখন আবার ঠিক সেই আগের মতন।’
আমি বললাম, আমার সব রোগ তো পেটে। বুকে তো কোন রোগ নেই। এখানে মাথাটা রেখে দ্যাখো। একটা ধকধক আওয়াজ শুনতে পাবে।’
বিদিশা মাথাটা রাখলো আমার বুকে। কান পেতে কিছু শোনবার চেষ্টা করলো। তারপর আমাকে বলল, ‘ইয়ার্কী হচ্ছে না? আওয়াজ হচ্ছে বললেই হলো?’
আমি বললাম, ভাল করে কান পেতে শুনতে হবে। এ আওয়াজ চট করে সবার কানে পৌঁছোবে না। শুধুমাত্র দেব যাকে জান প্রান দিয়ে ভালবেসেছিল। এখনও ভালবাসে। সেই শুধু শুনতে পাবে।’
বিদিশা আবার কান পেতে শোনবার চেষ্টা করলো। আমি বললাম, ‘শুনতে পাচ্ছো? ধুকপুক। ধক ধক।’
বিদিশা দেখছে আওয়াজ তো কিছুই কানে ঢুকছে না। উপরন্তু আমি ওকে আষ্ঠপৃষ্ঠে জড়িয়ে বুকের মধ্যে অদ্ভূত এক সুখানুভূতি অনুভব করছি। কতদিন ধরে বুকটা শুধু খালি খালি লাগছিল। এতদিন পরে আনন্দটা যেন কানায় কানায় পূর্ন হল। ওকে জড়িয়েই রয়েছি। ছাড়ার নামগন্ধ নেই, ক্রমশ হাতের চাপ বাড়াচ্ছি। বিদিশা টের পেল। বুঝতেই পারলো আমার উদ্দেশ্যটা আসলে কি? হেসে বলল, ওহ্ বাবুর মতলবটা কি এবারে বুঝতে পেরেছি। তলে তলে কেমন বদমায়েশী বুদ্ধি। এই ছাড়ো না ছাড়ো বলছি। মা যদি এখন এসে পড়ে?
আমি কিছুতেই ছাড়তে চাইছি না। বিদিশা বলল, ‘তোমার মতলবটা কি বলোতো? কি করতে চাইছো তুমি?’
বললাম, তোমার ঠোঁটে একটা চুমু খেতে চাইছি। অনেকদিন ধরে এই ঠোঁটটা ভালবাসার উষ্ণতা না পেয়ে পেয়ে শুধু শুকিয়েই গেছে। একটা অভূক্ত প্রেমিককে এতক্ষণ ধরে শুকনো মুখে শুধু বসিয়েই রেখেছো। দাও চুমু। নইলে-
ক্রমশঃ-
বিদিশা মুখ নিচু করে তখন ঘাড় নাড়ছে। আমার মন খারাপ হয়ে যাচ্ছে দেখে শিখা বলল, ‘এবারে একটু হাসুন। নইলে আমরা যাই কি করে? এখন দিদি এসে গেছে। অত মন খারাপ করলে কিন্তু চলবে না।’
আমি কোন কথা বলছি না। শুধু ভাবছি, সত্যি মেয়েটা আজ এসে আমাদের সকলের মন জয় করে নিয়েছে। এত সহজ, সরল। কত সুন্দর আপন করে নিতে পারে সবাইকে। জীবনে যতটুকু দূঃখ আমি ওই সর্বনাশা মিনুর জন্য পেয়েছি, সবই আমার কপালের দোষে। শুভেন্দুকে অন্তত এই কষ্টটা কোনদিন পেতে হবে না আমি শতকরা একশোভাগ নিশ্চিত। শিখা যখন উঠে গিয়ে বিদিশার সাথে আলাদা করে কথা বলছে, তখন আমি শুভেন্দুকে আবার কনগ্রাচুলেশন জানালাম। অসাধারণ সিলেকশনের জন্য ওকে বাহবা দিলাম। শুভেন্দুও খুশি হল।
ওরা সবাই চলে গেল। আমি আর বিদিশা ঘরে তখন দুজনে। দুজনের ফিরে পাওয়ার ভালবাসাকে ঘিরে আনন্দে বিহ্বল। হাত বাড়িয়ে বিদিশাকে বুকের মধ্যে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। আমি জানি, মা এখন এঘরে আসবে না। খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিচ্ছে মায়ের ঘরে। হাত বাড়িয়ে বিদিশাকে বুকে টানতেই বিদিশা বলল, ‘কে বলবে, বাবুর অসুখ হয়েছে? কত মন খারাপ। আর এখন আবার ঠিক সেই আগের মতন।’
আমি বললাম, আমার সব রোগ তো পেটে। বুকে তো কোন রোগ নেই। এখানে মাথাটা রেখে দ্যাখো। একটা ধকধক আওয়াজ শুনতে পাবে।’
বিদিশা মাথাটা রাখলো আমার বুকে। কান পেতে কিছু শোনবার চেষ্টা করলো। তারপর আমাকে বলল, ‘ইয়ার্কী হচ্ছে না? আওয়াজ হচ্ছে বললেই হলো?’
আমি বললাম, ভাল করে কান পেতে শুনতে হবে। এ আওয়াজ চট করে সবার কানে পৌঁছোবে না। শুধুমাত্র দেব যাকে জান প্রান দিয়ে ভালবেসেছিল। এখনও ভালবাসে। সেই শুধু শুনতে পাবে।’
বিদিশা আবার কান পেতে শোনবার চেষ্টা করলো। আমি বললাম, ‘শুনতে পাচ্ছো? ধুকপুক। ধক ধক।’
বিদিশা দেখছে আওয়াজ তো কিছুই কানে ঢুকছে না। উপরন্তু আমি ওকে আষ্ঠপৃষ্ঠে জড়িয়ে বুকের মধ্যে অদ্ভূত এক সুখানুভূতি অনুভব করছি। কতদিন ধরে বুকটা শুধু খালি খালি লাগছিল। এতদিন পরে আনন্দটা যেন কানায় কানায় পূর্ন হল। ওকে জড়িয়েই রয়েছি। ছাড়ার নামগন্ধ নেই, ক্রমশ হাতের চাপ বাড়াচ্ছি। বিদিশা টের পেল। বুঝতেই পারলো আমার উদ্দেশ্যটা আসলে কি? হেসে বলল, ওহ্ বাবুর মতলবটা কি এবারে বুঝতে পেরেছি। তলে তলে কেমন বদমায়েশী বুদ্ধি। এই ছাড়ো না ছাড়ো বলছি। মা যদি এখন এসে পড়ে?
আমি কিছুতেই ছাড়তে চাইছি না। বিদিশা বলল, ‘তোমার মতলবটা কি বলোতো? কি করতে চাইছো তুমি?’
বললাম, তোমার ঠোঁটে একটা চুমু খেতে চাইছি। অনেকদিন ধরে এই ঠোঁটটা ভালবাসার উষ্ণতা না পেয়ে পেয়ে শুধু শুকিয়েই গেছে। একটা অভূক্ত প্রেমিককে এতক্ষণ ধরে শুকনো মুখে শুধু বসিয়েই রেখেছো। দাও চুমু। নইলে-
ক্রমশঃ-