11-07-2021, 05:16 AM
(05-07-2021, 09:29 AM)Bumba_1 Wrote: okay I'll keep it in my mind .. তবে কাল মাঝ রাতে একটি নতুন গল্পের প্লট মাথায়় এলো .. যদি আদৌ সময় বার করে ঠিকঠাক লিখতে পারি .. তাহলে এর থেকে কোনো অংশে কম হবে না .. দেখা যাক কি হয়
stay safe
দারুণ; খুব ভালো লাগলো শুনে যে কোনো নতুন প্লট নিয়ে ভাবছো. শুধু একটাই অনুরোধ, যা লিখবে এমনভাবে লিখবে যেন পাঠকেরা বহুদিন মনে রাখে. যেমন stranger_women এর "পরমার পরাজয়", "হেরোর ডায়রী" (অসমাপ্ত), dseciplz-এর "সুরাজ্পুরে শুরু", "আমার দীপ্তি" (অসমাপ্ত), শুভ চ্যাটার্জীর "অভিশপ্ত ডায়েরী", "নিষ্পাপ বাঙালি বউ"; হেনরীদার বেশ কয়েকটি লেখা, rupokpolo-এর "রাজাসাহেব", codenamelove69-এর "লোভে পাপ, পাপে মৃত্যু"; কামদেব দাদার অনেক লেখা; এবং আরো অনেক অনেক লেখা. এদের মধ্যে কিছু কিছু লেখা তো প্রায় দশ বছরেরও বেশী পুরোনো. তোমার "চক্রব্যূহে শ্রীতমা" সেই পর্যায়ে পৌছে গেছে নিঃসন্দেহে - তাই "চ.শ্রী." নিয়ে আর বেশী লিখলাম না.
একটা ব্যাপার লক্ষ্য করেছি, যারা দারুণ লিখেছে - তারা লিখতে লিখতে হঠাৎ থেমে গিয়েছে. তারপর তাদের আর খুব একটা দেখা যায়নি. কেউ কেউ হয়তো আবার ফিরে এসে চেষ্টা করেছে, কিন্তু প্রথমদিকের সেই উৎসাহ আর ধরে রাখতে পারেনি আর আবার কিছুদিনের মধ্যেই পুরোপুরি দূরে সরে গেছে. হয়তো এক ধরনের মানসিক শ্রান্তিই তার কারণ. স্বাভাবিক. সত্যিই, লেখাটা অনেক পরিশ্রমের. আর সত্যিকারের ভালো লেখার খুব অভাব. তাই ভালো গল্পগুলোর অনেকদিন পর্যন্ত চর্চাও হয় এবং মনে রয়ে যায়.
আবারও অনুরোধ রইলো, যাই লেখ এমনভাবে লেখ যেন পাঠকেরা সবসময় মনে রাখে, সবসময় যদি না হোক, অন্ততঃ অনেকদিন পর্যন্ত. আর কোনো গল্পকে মাঝপথে ছেড় না. অনেক দারুণ গল্প অসামপ্ত রয়ে আছে.