10-07-2021, 05:21 PM
(10-07-2021, 04:31 PM)satyakam Wrote: গতকাল ভোররাতে মানে কি 9 জুলাই শুক্রবার ?
আমার বয়স 22 । আমি এই বছরে m. a তে ভর্তি হবো। তাই এখন বসে আছি ( সমাজের কাছে এখন আমি বেকার) । কিন্তু আমি যদি এখন কোন কাজ খোঁজার চেষ্টা করি কিংবা চকরি খোঁজার তাহলে মা দুটো ভালো মন্দ কথা শুনিয়ে দেবে। আগে দিয়েছেও। --- আগে m. a শেষ কর তারপর। ( আমিই যে আমার পরিবারে প্রথম বিএ পাস) । আমাদের আর্থিক অবস্থা খারাপ নয়। তাই আমিও এখনও পর্যন্ত চাকরি কিংবা কাজের দিকে হাঁটা দিই নি। জানি না ভবিষ্যতে কি হবে।
আমি কিন্তু বেশ বড়ো অঙ্কের চাকরি করার স্বপ্ন কখনোই দেখিনা / দেখিনি। আমার স্বপ্ন কি জানেন --- একটা বইয়ের দোকান খোলা। কিংবা কলেজ পাড়ায় বইয়ের দোকানে কাজ করা। কিন্তু আমি আস্তে আস্তে একজন শিক্ষক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ( প্রাইভেট টিউটর / কোচিং মাস্টার)
আমি এখনও জীবন দেখিনি সেই ভাবে। যা দেখেছে তাই থেকে আপনার নিরুদা র জীবন কে বর্ণনা করে লেখার ক্ষমতা আমার নেই। মুক্ত মনা মানুষ। তাকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল। ফলস্বরূপ সবকিছুই শেষ হয়ে গেল।
এর থেকে বেশি আর কিছু লেখার জন্য পেলাম না।
অন্য কেউ হলে স্বীকার করতো কিনা জানি না, তবে আমি যেহেতু খুব প্রয়োজন না পড়লে অসত্য কথা বলতে পছন্দ করি না তাই বলছি এই ঘটনাটা অনেকদিন প্রায় বছর দুই আগের। সেই সময় একটি ওয়েব পত্রিকায় একটু অন্যরকম করে ঘটনাটি উল্লেখ করেছিলাম .. বেশ প্রশংসা কুড়িয়েছিল এই লেখাটি।
কিন্তু এখন সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো পুরো বদলে গিয়েছে এই গত এক থেকে দেড় বছরে। তাই এখন বর্তমান পরিস্থিতির ছাঁচে ঢেলে ঘটনাটিকে প্রকাশ করতে হলো। এক্ষেত্রে আমি যদি দুই বছর আগে ঘটে যাওয়ার দিনটি প্রকাশ করতাম তাহলে লেখার উপর কোনো ইম্প্যাক্ট পড়তো না।
যেহেতু এখানে লেখার জন্য কোনো মেমেন্টো বা আর্থিক পুরস্কার পাই না .. তাই সত্যিটা বলে দিলাম। otherwise ..
এখানে আমি কোনো বিশেষ কাউকে অর্থাৎ নীরু'দা কে উদ্দেশ্য করে কথাগুলো লিখি নি। আমি শুধু তুলে ধরতে চেয়েছি দেশের বর্তমান পরিস্থিতি .. কিন্তু যেহেতু এটা তথ্যমূলক লেখার সাইট নয় তাই একটি ঘটনার মাধ্যমে প্রকাশ করতে হলো।
by the way তুমিতো তো বেকার নও .. তুমি তো একটি কোচিং সেন্টার চালাও।