10-07-2021, 04:31 PM
গতকাল ভোররাতে মানে কি 9 জুলাই শুক্রবার ?
আমার বয়স 22 । আমি এই বছরে m. a তে ভর্তি হবো। তাই এখন বসে আছি ( সমাজের কাছে এখন আমি বেকার) । কিন্তু আমি যদি এখন কোন কাজ খোঁজার চেষ্টা করি কিংবা চকরি খোঁজার তাহলে মা দুটো ভালো মন্দ কথা শুনিয়ে দেবে। আগে দিয়েছেও। --- আগে m. a শেষ কর তারপর। ( আমিই যে আমার পরিবারে প্রথম বিএ পাস) । আমাদের আর্থিক অবস্থা খারাপ নয়। তাই আমিও এখনও পর্যন্ত চাকরি কিংবা কাজের দিকে হাঁটা দিই নি। জানি না ভবিষ্যতে কি হবে।
আমি কিন্তু বেশ বড়ো অঙ্কের চাকরি করার স্বপ্ন কখনোই দেখিনা / দেখিনি। আমার স্বপ্ন কি জানেন --- একটা বইয়ের দোকান খোলা। কিংবা কলেজ পাড়ায় বইয়ের দোকানে কাজ করা। কিন্তু আমি আস্তে আস্তে একজন শিক্ষক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ( প্রাইভেট টিউটর / কোচিং মাস্টার)
আমি এখনও জীবন দেখিনি সেই ভাবে। যা দেখেছে তাই থেকে আপনার নিরুদা র জীবন কে বর্ণনা করে লেখার ক্ষমতা আমার নেই। মুক্ত মনা মানুষ। তাকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল। ফলস্বরূপ সবকিছুই শেষ হয়ে গেল।
এর থেকে বেশি আর কিছু লেখার জন্য পেলাম না।
আমার বয়স 22 । আমি এই বছরে m. a তে ভর্তি হবো। তাই এখন বসে আছি ( সমাজের কাছে এখন আমি বেকার) । কিন্তু আমি যদি এখন কোন কাজ খোঁজার চেষ্টা করি কিংবা চকরি খোঁজার তাহলে মা দুটো ভালো মন্দ কথা শুনিয়ে দেবে। আগে দিয়েছেও। --- আগে m. a শেষ কর তারপর। ( আমিই যে আমার পরিবারে প্রথম বিএ পাস) । আমাদের আর্থিক অবস্থা খারাপ নয়। তাই আমিও এখনও পর্যন্ত চাকরি কিংবা কাজের দিকে হাঁটা দিই নি। জানি না ভবিষ্যতে কি হবে।
আমি কিন্তু বেশ বড়ো অঙ্কের চাকরি করার স্বপ্ন কখনোই দেখিনা / দেখিনি। আমার স্বপ্ন কি জানেন --- একটা বইয়ের দোকান খোলা। কিংবা কলেজ পাড়ায় বইয়ের দোকানে কাজ করা। কিন্তু আমি আস্তে আস্তে একজন শিক্ষক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ( প্রাইভেট টিউটর / কোচিং মাস্টার)
আমি এখনও জীবন দেখিনি সেই ভাবে। যা দেখেছে তাই থেকে আপনার নিরুদা র জীবন কে বর্ণনা করে লেখার ক্ষমতা আমার নেই। মুক্ত মনা মানুষ। তাকে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল। ফলস্বরূপ সবকিছুই শেষ হয়ে গেল।
এর থেকে বেশি আর কিছু লেখার জন্য পেলাম না।