10-07-2021, 03:59 PM
শুনে দুঃখ লাগলো....
আবার কথাগুলো পড়ে ভালোও লাগলো. জীবনে না জানি কত কি ঘটে তাইনা... ওই গানটার মতো - কতই রঙ্গ দেখি দুনিয়ায়... ও ভাইরে... দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে... মন্দ সে যে....
যাকগে..... শুধু এইটুকুই বলবো এই সমাজ এই পৃথিবীর প্রায় সবাই নিজে বড়ো হতে চায়... তার জন্য যদি তোমায় পায়ে মাড়িয়ে উপরে উঠতে হয় তাও তারা উঠবে... এবারে কেউ কেউ সেই আঘাতের জবাব দিতে নিজেও উঠে দাঁড়ায় আর এগিয়ে যায়... কিন্তু হয়তো দেখা যায় লড়াইয়ের পথে তার সাথে যে ভুলটা হয়েছিল.... লড়তে লড়তে সে নিজেও সেই ভুল করে তাদের দলেরই একজন হয়ে উঠেছে. সেও এগোনোর পথে হয়তো ঠিক একি ভাবে তার থেকে কমজোর কাউকে.......
আর এরই মাঝে পৃথিবীর বুকে আসে কিছু মানুষ যারা নিজেদের মতো বাঁচতে চায়. ওই সিধু জ্যাঠার মতো.... আমার সময় যদি নিজের মতো না কাটালাম তবে আর মানে কি? সে হয়তো ভুল নয়. কিন্তু এই সমাজের নিয়মে তার থেকে বোকা আর ভুল মানুষটা আর পৃথিবীতে নেই.... এইভাবে বেকারই যদি থাকবি... তবে জন্ম নিলি কেন বোকা? এখানেই বাঁচতে গেলে লড়ে বাঁচতে হবে.... আর যদি যোদ্ধা হতে না পারিস... তবে মর শালা..... তুই মরলে অন্যের কিস্সু যায় আসেনা... কিন্তু কেউ ভাবেনা যে সে হয়তো সেরকম যোদ্ধা না হোক..... হয়তো ভালো শিল্পী . যে টাকা কে নয় নিজের কাজকে গুরুত্ব দেয়... কিন্তু ঐযে এই সমাজের নিয়মে তার মতো বোকাপাঁঠা দুটো নেই... আরে না লড়লে খাবি কি? কিন্তু কি করবে সে বলোতো? ওরা যে ওরকমই জন্মায়. কেউ যদি সূর্যমুখী ফুলে লাল রং করে দেয় তবে কি সে গোলাপ হয়ে গেলো? সে সূর্যমুখীই রইলো.... কারণ তার জন্মই হয়েছে ওই ফুল হিসেবে. সেই মানুষ হয়তো ভুল বোকা দূরদৃষ্টি সম্পন্ন নয়.... কিন্তু ওরা ওরাই.
আবার কথাগুলো পড়ে ভালোও লাগলো. জীবনে না জানি কত কি ঘটে তাইনা... ওই গানটার মতো - কতই রঙ্গ দেখি দুনিয়ায়... ও ভাইরে... দেখো ভালো জনে রইলো ভাঙা ঘরে... মন্দ সে যে....
যাকগে..... শুধু এইটুকুই বলবো এই সমাজ এই পৃথিবীর প্রায় সবাই নিজে বড়ো হতে চায়... তার জন্য যদি তোমায় পায়ে মাড়িয়ে উপরে উঠতে হয় তাও তারা উঠবে... এবারে কেউ কেউ সেই আঘাতের জবাব দিতে নিজেও উঠে দাঁড়ায় আর এগিয়ে যায়... কিন্তু হয়তো দেখা যায় লড়াইয়ের পথে তার সাথে যে ভুলটা হয়েছিল.... লড়তে লড়তে সে নিজেও সেই ভুল করে তাদের দলেরই একজন হয়ে উঠেছে. সেও এগোনোর পথে হয়তো ঠিক একি ভাবে তার থেকে কমজোর কাউকে.......
আর এরই মাঝে পৃথিবীর বুকে আসে কিছু মানুষ যারা নিজেদের মতো বাঁচতে চায়. ওই সিধু জ্যাঠার মতো.... আমার সময় যদি নিজের মতো না কাটালাম তবে আর মানে কি? সে হয়তো ভুল নয়. কিন্তু এই সমাজের নিয়মে তার থেকে বোকা আর ভুল মানুষটা আর পৃথিবীতে নেই.... এইভাবে বেকারই যদি থাকবি... তবে জন্ম নিলি কেন বোকা? এখানেই বাঁচতে গেলে লড়ে বাঁচতে হবে.... আর যদি যোদ্ধা হতে না পারিস... তবে মর শালা..... তুই মরলে অন্যের কিস্সু যায় আসেনা... কিন্তু কেউ ভাবেনা যে সে হয়তো সেরকম যোদ্ধা না হোক..... হয়তো ভালো শিল্পী . যে টাকা কে নয় নিজের কাজকে গুরুত্ব দেয়... কিন্তু ঐযে এই সমাজের নিয়মে তার মতো বোকাপাঁঠা দুটো নেই... আরে না লড়লে খাবি কি? কিন্তু কি করবে সে বলোতো? ওরা যে ওরকমই জন্মায়. কেউ যদি সূর্যমুখী ফুলে লাল রং করে দেয় তবে কি সে গোলাপ হয়ে গেলো? সে সূর্যমুখীই রইলো.... কারণ তার জন্মই হয়েছে ওই ফুল হিসেবে. সেই মানুষ হয়তো ভুল বোকা দূরদৃষ্টি সম্পন্ন নয়.... কিন্তু ওরা ওরাই.