09-07-2021, 05:21 PM
(This post was last modified: 09-07-2021, 05:22 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
ভাবতাম, সীমা যখন আমার সাথে এতোটাই আন্তরিকভাবে মেশে হয়তো ওও আমাকে ভালবাসে। মাঝে মাঝে ওর ব্যবহারে সেটা বোঝাও যেতো। কিন্তু সবই ছিল আমার মনের ভুল আর সেই ভুল ভাঙতে খুব বেশি সময় লাগলো না। সেদিনের কথা আমার স্পষ্ট মনে আছে, যেদিন সীমা আমাকে চোখে আঙুল দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিল যে ও আমাকে কখনো ভালবাসেনি। সেদিন আমি ওদের ছেড়ে চিরদিনের জন্য সরে এসেছিলাম এবং আর কখনো ওদের বাসায় যাইনি। সেটা ছিল দূর্গা পূজার সময়। আমি একদিন ওদের বাসায় গিয়ে দেখি ওরা সবাই ভাল কাপড় চোপড় পড়ে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। অশোককে জিজ্ঞেস করতেই বললো, “আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, তুইও চল”। মাসী আর সীমাও আমাকে সাথে যাবার জন্য চাপাচাপি করতে লাগলো।
ঠাকুর দেখার লোভে নয়, বরং সীমার সান্নিধ্য পাওয়ার আশায় আমি ওদের সাথে ঠাকুর দেখতে গেলাম। আমরা হেঁটে হেঁটে বিভিন্ন পূজামন্ডপে গিয়ে দূর্গা দেখছিলাম। সবশেষে আমরা যখন শহরের সবচেয়ে বড় মন্দিরে গেলাম, সেখানে প্রচন্ড ভীড়, আমি সীমাকে সামনে রেখে দু’হাতে আগলে রাখলাম যাতে কেউ ওর গায়ে হাত না দিতে পারে। কারন এক শ্রেণীর উঠতি বয়সের ছেলে এইসব ভিড়ে সুন্দরী মেয়েদের দুধ টেপে, পাছায় আঙুল দেয়, ভুদাতেও হাত দেয়। আগে আমি নিজেও ওসব করেছি। সীমাও আমার আলিঙ্গনে আমার বুকের সাথে পিঠ ঠেকিয়ে রইলো। আমি মনে মনে সংকল্প করলাম, আজই এই বিশেষ দিনে আমি সীমাকে জানাবো যে আমি ওকে ভালবাসি। কারন এর চেয়ে ভাল সুযোগ আর পরিবেশ আর সহজে পাওয়া যাবে না।
বড় মন্দিরের বাইরে রাস্তার উপরে বিশাল মেলা বসে। ওখানে ঠাকুর দেখা শেষ করে ফেরার সময় আমরা মেলার মাঝ দিয়ে ফিরছিলাম। এক জায়গায় সুন্দর সুন্দর ঠাকুর দেবতাদের মুর্তি বিক্রি হচ্ছিল। সেটা দেখে সীমা মাসীকে একটা স্বরস্বতী দেবীর মুর্তি কিনে দিতে বললো। কিন্তু মাসী ধমক দিয়ে ওকে নিবৃত্ত করলো, কারন রাত গভীর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সীমা মুখ ভার করে মাসীর পিছনে পিছনে হাঁটতে লাগলো। সীমার ভার মুখ দেখে আমি খুব কষ্ট পেলাম। আমি অশোককে বললাম, “তোরা হাঁটতে থাক, আমি একটু আসছি, একটু পরেই আমি তোদেরকে ধরে ফেলবো”। আমি দৌড়ে গিয়ে একটা স্বরস্বতী দেবীর মুর্তি কিনে সেটা প্যাকেট করে নিয়ে আবার দৌড়ালাম এবং ওদের সাথে মিলিত হলাম। সবাই মিলে পরের মন্দিরে দূর্গা দেখতে লাগলাম।
অশোক আর মাসী মনোযোগ দিয়ে ঠাকুর দেখছিল কিন্তু সীমা উসখুস করছিল, বুঝলাম মুর্তি না পেয়ে ওর ঠাকুর দেখার সব ইচ্ছে নিভে গেছে। আমি পিছনে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে চাপ দিলাম। সীমা মুখ ঘুড়িয়ে আমার দিকে তাকালে আমি ওকে ইশারায় বাইরে আসতে বললাম। সীমা মাসীমাকে বললো, “মা আমার মাথা ব্যাথা করছে, আমি মনি-দা’র সাথে বাইরে দাঁড়াচ্ছি, তোমরা পূজো দেখে আসো”। মাসী ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আশ্বস্ত হয়ে একটু হাসলো। সীমাকে নিয়ে আমি একটা নিরিবিলি জায়গায় গেলাম এবং মুর্তিটা ওর হাতে তুলে দিলাম। সীমা মোড়ক খুলে মুর্তি দেখে এতো খুশি হলো যে মনে হলো ও আমাকে চুমু টুমু দিয়ে বসবে। আনন্দে লাফাতে লাগলো ও। আমি মনে মনে ভাবলাম ওকে আমার মনের কথাটা বলার এটাই মোক্ষম সুযোগ।
আমি সীমার দুই হাত ধরে গাঢ় স্বরে বললাম, “সীমা, আমি তোমাকে ভালবাসি, খুব ভালবাসি”। এ কথা বলেই আমি আর কোন দ্বিধা না করে ওর গালে চকাস করে একটা চুমু দিলাম। চুমুটা দিয়ে মাখটা সরাতেও পারিনি, সীমা ওর ডান হাতটা আমার হাত থেকে ঝাঁকি দিয়ে ছুটিয়ে কষে আমার বাম গালে একটা থাপ্পড় দিয়ে বললো, “কুত্তার বাচ্চা, তোমার এতো সাহস! দাঁড়াও এক্ষুনি আম দাদাকে সব বলছি”। সীমা হনহন করে আমার মন্ডপে ফিরে গেল। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্বের মতো সেখানে মুর্তির মতো দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট, চোখ ফেটে কান্না এলো। সীমা যদি অশোককে ওসব বলে ওদের সামনে মুখ দেখাবো কি করে? এ কথা ভেবেই আমি কয়েকদিন কলেজে গেলাম না।
ঠাকুর দেখার লোভে নয়, বরং সীমার সান্নিধ্য পাওয়ার আশায় আমি ওদের সাথে ঠাকুর দেখতে গেলাম। আমরা হেঁটে হেঁটে বিভিন্ন পূজামন্ডপে গিয়ে দূর্গা দেখছিলাম। সবশেষে আমরা যখন শহরের সবচেয়ে বড় মন্দিরে গেলাম, সেখানে প্রচন্ড ভীড়, আমি সীমাকে সামনে রেখে দু’হাতে আগলে রাখলাম যাতে কেউ ওর গায়ে হাত না দিতে পারে। কারন এক শ্রেণীর উঠতি বয়সের ছেলে এইসব ভিড়ে সুন্দরী মেয়েদের দুধ টেপে, পাছায় আঙুল দেয়, ভুদাতেও হাত দেয়। আগে আমি নিজেও ওসব করেছি। সীমাও আমার আলিঙ্গনে আমার বুকের সাথে পিঠ ঠেকিয়ে রইলো। আমি মনে মনে সংকল্প করলাম, আজই এই বিশেষ দিনে আমি সীমাকে জানাবো যে আমি ওকে ভালবাসি। কারন এর চেয়ে ভাল সুযোগ আর পরিবেশ আর সহজে পাওয়া যাবে না।
বড় মন্দিরের বাইরে রাস্তার উপরে বিশাল মেলা বসে। ওখানে ঠাকুর দেখা শেষ করে ফেরার সময় আমরা মেলার মাঝ দিয়ে ফিরছিলাম। এক জায়গায় সুন্দর সুন্দর ঠাকুর দেবতাদের মুর্তি বিক্রি হচ্ছিল। সেটা দেখে সীমা মাসীকে একটা স্বরস্বতী দেবীর মুর্তি কিনে দিতে বললো। কিন্তু মাসী ধমক দিয়ে ওকে নিবৃত্ত করলো, কারন রাত গভীর হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সীমা মুখ ভার করে মাসীর পিছনে পিছনে হাঁটতে লাগলো। সীমার ভার মুখ দেখে আমি খুব কষ্ট পেলাম। আমি অশোককে বললাম, “তোরা হাঁটতে থাক, আমি একটু আসছি, একটু পরেই আমি তোদেরকে ধরে ফেলবো”। আমি দৌড়ে গিয়ে একটা স্বরস্বতী দেবীর মুর্তি কিনে সেটা প্যাকেট করে নিয়ে আবার দৌড়ালাম এবং ওদের সাথে মিলিত হলাম। সবাই মিলে পরের মন্দিরে দূর্গা দেখতে লাগলাম।
অশোক আর মাসী মনোযোগ দিয়ে ঠাকুর দেখছিল কিন্তু সীমা উসখুস করছিল, বুঝলাম মুর্তি না পেয়ে ওর ঠাকুর দেখার সব ইচ্ছে নিভে গেছে। আমি পিছনে দাঁড়িয়ে ওর কাঁধে আলতো করে চাপ দিলাম। সীমা মুখ ঘুড়িয়ে আমার দিকে তাকালে আমি ওকে ইশারায় বাইরে আসতে বললাম। সীমা মাসীমাকে বললো, “মা আমার মাথা ব্যাথা করছে, আমি মনি-দা’র সাথে বাইরে দাঁড়াচ্ছি, তোমরা পূজো দেখে আসো”। মাসী ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আশ্বস্ত হয়ে একটু হাসলো। সীমাকে নিয়ে আমি একটা নিরিবিলি জায়গায় গেলাম এবং মুর্তিটা ওর হাতে তুলে দিলাম। সীমা মোড়ক খুলে মুর্তি দেখে এতো খুশি হলো যে মনে হলো ও আমাকে চুমু টুমু দিয়ে বসবে। আনন্দে লাফাতে লাগলো ও। আমি মনে মনে ভাবলাম ওকে আমার মনের কথাটা বলার এটাই মোক্ষম সুযোগ।
আমি সীমার দুই হাত ধরে গাঢ় স্বরে বললাম, “সীমা, আমি তোমাকে ভালবাসি, খুব ভালবাসি”। এ কথা বলেই আমি আর কোন দ্বিধা না করে ওর গালে চকাস করে একটা চুমু দিলাম। চুমুটা দিয়ে মাখটা সরাতেও পারিনি, সীমা ওর ডান হাতটা আমার হাত থেকে ঝাঁকি দিয়ে ছুটিয়ে কষে আমার বাম গালে একটা থাপ্পড় দিয়ে বললো, “কুত্তার বাচ্চা, তোমার এতো সাহস! দাঁড়াও এক্ষুনি আম দাদাকে সব বলছি”। সীমা হনহন করে আমার মন্ডপে ফিরে গেল। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্বের মতো সেখানে মুর্তির মতো দাঁড়িয়ে রইলাম কয়েক মিনিট, চোখ ফেটে কান্না এলো। সীমা যদি অশোককে ওসব বলে ওদের সামনে মুখ দেখাবো কি করে? এ কথা ভেবেই আমি কয়েকদিন কলেজে গেলাম না।