Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
শুভেন্দু বলল, ‘পুরীতে ওটা ছিল আমাদের তৃতীয় দিনগানের জন্য একটা পরিবেশ চাইআমি তার আগেই জেনে নিয়েছি, ছোটবেলা থেকেই শিখা রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছেতাছাড়া ওর এত মিষ্টি গলাআমার কেন জানি না ওকে দেখার পরই মনে হচ্ছিল, মেয়েটা বোধহয় গান জানেসি বিচে বালির ওপর আমরা সেদিন বসে আছি পাশাপাশি দুজনেশিখা বালিতে কি যেন এঁকে যাচ্ছেআমাকে বলল, ছোটবেলায় বাবা মার সাথে একবার পুরীতে বেড়াতে এসেছিলাম।  কত কষ্ট করে এই বালি দিয়েই একটা ঘর বানিয়েছিলামএকটা বড় ঢেউ এসে বালিঘরটা নিশ্চিন্ন করে দিয়ে চলে গেলআমার সেকী কান্নাবাবা মা দুজনেই আমার কান্না থামাতে পারে নাঅনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে সেদিন দুজনে বলেছিল, ‘মা আমার কাঁদে নাএটা তো বালিঘরআসল ঘর নাকি? তুই কেন মিছি মিছি কাঁদছিস?’
 
শুভেন্দু বলল, শিখা মাথা নিচু করেই বালিতে আঁচড় কাটতে কাটতে তখনও বলে যাচ্ছিল‘সেদিন আমার কান্নাটা থেমে গিয়েছিলকিন্তু আসল মানেটা উদ্ধার করতে পেরেছিলাম, তারও চার পাঁচ বছর পরে
 
শুভেন্দু বলল, আমি তখন শিখাকে জিজ্ঞাসা করলাম, ‘কেন তখন আবার কি হলো? কোন সমস্যার উদয়?’
 
ঠিক যেন ভাবুকের মতন হয়ে আমরা সবাই শুভেন্দুর কথা শুনছিশুভেন্দু বলল, শিখা আমার কথার জবাব দিচ্ছে নাআসতে আসতে কি যেন বলার চেষ্টা করলোকিন্তু একটা আছড়ে পড়া ঢেউয়ের শব্দে আমি ওর কথা শুনতে পেলাম নাশিখাকে বললাম, চার পাঁচ বছর পরে কি হয়েছিল?
 
শিখা অনেক কষ্ট করে ভারী গলায় বলল, বাবা মা’র সম্পর্ক ক্রমশই তখন অবনতির দিকেদুজনের ছাড়াছাড়ি হবার উপক্রমআমি চোখে অন্ধকার দেখছিদুজনকেই আমি মনে প্রানে খুব ভালোবাসিআমি কাউকে কাছছাড়া করতে চাই নাহাউ হাউ করে সেদিন খুব কেঁদেছিলামশুধুমাত্র আমার চোখের জলের দিকে তাকিয়েই বাবা মার ডিভোর্সটা সেদিন হয় নিনইলে-
 
একটা হতাশার সুরে শুক্লা বলে উঠল, ওফএখানেও? সবারই জীবনে দেখছি, কোন না কোন এরকম ঘটনা
 
আমি বললাম, মেয়ের জন্য বাবা মা শেষ পর্যন্ত আলাদা হন নিএটা তো ভাল খবরশিখাকে এরজন্য ক্রেডিট দিতে হয়
 
শুভেন্দু বলল, অবশ্যইআসলে মেয়েটার মধ্যে ভীষন একটা সফট জায়গা আছে জানিস তোও যেমন নিজের দূঃখটা দেখতে পারে না, সহ্য করতে পারে নাতেমনি কারুর কষ্টের কথা শুনলে ওরও খুব কষ্ট হয়ওর মনটা খুব নরমসি ইজ ভেরী সফট মাইন্ডেড
 
আমি বললাম, ‘মনে রাখিস এটাশিখাকে তোকে সারাজীবন সুখী রাখতে হবে।’
 
শুভেন্দু বলল, সেইজন্যই তো আমি এখন তোকে ফলো করিতোর অ্যাটিটুডটা কপি করার চেষ্টা করিআমি শিখার প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে সেদিন বিন্দুমাত্র দেরী করিনিমনে হয়েছিল, এরপরেও যদি শিখাকে আমি বুঝতে কোন ভুল করিঅনেক দেরী হয়ে যাবেওর হাতের ওপর হাতটা রেখে সি বিচেই ওকে ভালো লাগার ব্যাপারটা প্রকাশ করে ফেললামহাতটা সরিয়ে নিতে পারেনি শিখাআমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলওকে বলেছিলাম, শিখা আমি প্রেম করতে জীবনে কোনদিন শিখিনিকিন্তু আমার এক প্রাণের বন্ধুকে দেখে শিখেছি, ভালোবাসার এই অক্সিজেনকে শতকষ্টের মধ্যেও কিভাবে বাঁচিয়ে রাখতে হয়বলতে পারো ‘দেব’  আমার জীবনে এক আদর্শ ব্যক্তিত্বহি ক্রিয়েটস অ্যান এক্সাম্পেলআজ তারই আদর্শের বানীকে উদ্ধৃত করে তোমায় বলছি, এই শুভেন্দুর প্রেমকে তুমি স্বীকার করোআমি তোমায় কথা দিচ্ছিজীবনে কোনদিন, কখনও তোমাকে আমি দূঃখী হতে দেবো না।’
 আমি অবাক হয়ে চেয়ে রয়েছি শুভেন্দুর দিকেওকে বললাম, ‘তুই করেছিস কি? এখানেও আমার উদাহরণ টেনেছিস?’
 
শুভেন্দু হাসতে হাসতে বলল, ‘তবে আর তাহলে বলছি কি? এতদিনে তুই আমায় শেষ পর্যন্ত এই চিনলি? সাধে কি ও তোর এখানে আসছে? তোকে দেখতে? ওর মনেও তো সেই কৌতূহলযে মানুষটার সন্মন্ধে প্রেমিকের কাছ থেকে এত কথা শুনে এসেছেএবার যাইএকবার চোখের দেখায় তাকে দেখে আসিসত্যি মানুষটা কিরকম?’
 
আমি শুভেন্দুর কাছ থেকে দরাজ সার্টিফিকেট পেয়ে নিজে কিছুটা বিচলিত বোধ করছিভাবছি কি এমন কাজ করেছি, যার জন্য আমি আমার বন্ধুবান্ধবের কাছে একটা দৃষ্টান্ত হয়ে উঠেছিআমি তো আমার করা ছোট্ট ভুলের একটা খেসারত দিয়ে এসেছি এতদিনদীর্ঘদিন অপেক্ষা করে গেছি ভগবান সেই কারণেই আমার ওপর হয়তো সদয় হয়েছেন আমি কি সত্যি কোন বড় মনের পরিচয় দিয়েছি? না, শুভেন্দু একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে বোধহয়
 
একবার তাকালাম বিদিশার দিকে, দেখলাম বিদিশাও চোখের ভাষাতে আমাকে সেই কথাই বোঝানোর চেষ্টা করছেঅর্থাৎ শুভেন্দু যা বলেছে, ঠিকই বলেছেওর কথার মধ্যে কোন ভুল নেই
 
হেসে বললাম, ‘তা এরপর শিখা তোকে যে রবীন্দ্রসঙ্গীতটা শুনিয়েছিল, সেটা শোনালি না?’
 
শুভেন্দু আবার একটু খক খক করে কেসে নিয়ে বলল, গাইবো? কিন্তু শিখার মতন কি অত ভালো গাইতে পারবো? আচ্ছা চেষ্টা করছিবলে গাইতে শুরু করলো-
 
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-- তোমার
 মনের মন্দিরে
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-- তোমার
 চরণমঞ্জীরে
 
এইটুকু গেয়ে গান থামিয়ে দিল শুভেন্দু আমাকে বলল, না না এর বেশি আর গাইতে পারছি না বাকীটা তুই গা
 
শুক্লা বলল, ওফঃ কি গান শুনিয়েছে রে শিখা তোকে শুভেন্দু সত্যি তোর প্রেমিকার জবাব নেই
 
আমি ঠিক সেই সময় অবাক হয়ে চেয়ে রয়েছি বিদিশার দিকেব্যাপারটা শুভেন্দু, রনি, শুক্লা, মাধুরী কেউই বুঝতে পারে নিআসলে অনেক দিন আগে এই গানটাও আমি বিদিশার উদ্দেশ্যে একবার গেয়েছিলামসেদিনের সেই স্মৃতি বিদিশা আর আমার, দুজনের মনেই এখন ভাসছেআমার সেদিনের গান শুনে বিদিশাও আমার সাথে গাইতে শুরু করে দিয়েছিলকিন্তু আজ আমি শুভেন্দুর কথায় আবার গাইছি, বিদিশা আর গাইতে পারছে নাও শুধু মুগ্ধ নয়নে শুনছে আমার গান-
 
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-- তোমার
 মনের মন্দিরে
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-- তোমার
 চরণমঞ্জীরে
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি-- তোমার
প্রাসাদপ্রাঙ্গণে
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী-- তোমার
কনককঙ্কণে
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
অলকবন্ধনে
আমার স্মরণ শুভ-সিন্দুরে
 একটি বিন্দু এঁকো-- তোমার
    ললাটচন্দনে
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার
অঙ্গসৌরভে
আমার আকুল জীবনমরণ
 টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার
অতুল গৌরবে
ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-- তোমার
 মনের মন্দিরে
 
 
আসতে আসতে বিদিশার চোখ দিয়ে এবার গড়িয়ে পড়ছে জলের ধারাগান শেষ করে ওকে সান্তনা দিয়ে বললাম, ‘এই দেখো আবার কাঁদতে শুরু করেছে? আরে বাবা কাঁদছো কেন? আমি তো শুভেন্দু বলল, তাই আবার গেয়ে শোনালাম।’
 
ঠিক সেই সময় মা আবার ঢুকে পড়েছে ঘরেবিছানার ওপর বিদিশাকে কাঁদতে দেখে মা’ও হতভম্বআমাদের দিকে তাকিয়ে বলল, ওমা বিদিশা কাঁদছে কেন? তুই কি বকেছিস নাকি ওকে?’
এরপরে সবাইকে উদ্দেশ্য করে বলল, ‘আচ্ছা, তোমাদের পরিচিত কারুর কি এখানে আসার কথা আছে? বারান্দা দিয়ে দেখলাম, একটা মেয়ে গাড়ী চালিয়ে এসে নামলোআমাকে জিঞ্জাসা করলো, ‘এটা কি দেবদার বাড়ী?, আমি বললাম হ্যাঁতারপর বললো, আচ্ছা আমি উপরে আসছিমেয়েটা আমাদের ফ্ল্যাটেই আসছে মনে হয়।’
 
ক্রমশঃ-
 
[+] 5 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 09-07-2021, 03:33 PM



Users browsing this thread: 16 Guest(s)