09-07-2021, 03:29 PM
(This post was last modified: 09-07-2021, 03:50 PM by Lekhak is back. Edited 1 time in total. Edited 1 time in total.)
শিখাকে দেখার জন্য সবাই ব্যস্ত। শুক্লাও বলে উঠল, ‘হ্যাঁ। হ্যাঁ। আজই এসেছি যখন ওকে দেখেই যাই। আবার কবে আসা হবে না হবে। আজই তো দারুন দিন। একসঙ্গে সবাই যখন জড়ো হয়েছি। এটাই উপযুক্ত সময়। ডাক শুভেন্দু ওকে ডাক। তোর প্রেয়সীকে একবার চোখের দেখা দেখে যাই।’
আমি দেখলাম, শুভেন্দু মোবাইল ফোনটা হাতে নিয়ে কি যেন চিন্তা করছে। শিখাকে কি বলবে, সেটাই হয়তো ভাবছে। তারপরে কি যেন আবার চিন্তা করে আমাকে বলল, ‘মাসীমা এবার ভিমরী খাবে। শিখা এলে মাসীমা অবাক হয়ে যাবে। আমার কি অবস্থা হবে বুঝতে পারছিস?’
শুভেন্দুকে বললাম, ‘মা কত খুশি হবে জানিস? না ডেকে ওই ভুলটা আর করিস না। মা’কে এখুনি আমি ভেতর ঘর থেকে ডাকছি। শিখার এখানে আসার কথা জানিয়ে দিচ্ছি। তোর ভাবী বউয়ের জন্যও মা লুচি পরোটা বানিয়ে দেবে।’
শুভেন্দু বাঁধা দিয়ে বলল, না না মাসীমাকে আর কষ্ট দিস না। শিখা এমনিই আসবে। আসবে তোকে দেখতে। আসবে বিদিশাকেও একবার চোখের দেখা দেখতে। আমি তো বিদিশার কথাও ওকে অনেক করে বলেছি। তাই না?’
বিদিশা মুখটা একটু নিচু করল। আমি শুভেন্দুর দিকে তাকিয়ে বললাম, ‘আমার এখন কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করছে হৈ হৈ করে দলবেঁধে সবাই মিলে বেড়িয়ে পড়তে। একটা দুদিন কিংবা তিনদিনের ট্রিপ। এই কাছে পিঠে কোথাও। সবাই মিলে যাব। খুব মজা হবে। অনেকটা পিকনিকের মতন। তোদের ইচ্ছে করছে না?’
বিদিশা বলল, ‘আগে তো তুমি সুস্থ হও। নইলে যাবে কি করে?’
জবাবটা কেড়ে নিয়ে শুভেন্দু বলল, ‘বিদিশা, দেবকে তাড়াতাড়ি সুস্থ করবার দায়িত্ব কিন্তু এখন তোর কাঁধে। আজকে এখানে থেকে সারারাত ধরে দেবের সেবা শুশ্রসা করবি। সারারাত ওর মাথায় হাত বুলিয়ে দিবি। আর ওর পেটের যেখানটায় ব্যাথা। ওখানটায় ভাল করে হাত বোলাবি। সকালে ঘুম থেকে উঠে দেব তখন একেবারে চাঙ্গা।’
বিদিশা এক ধ্যাতানি দিয়ে শুভেন্দুকে বলল, যাঃ। অসভ্য কোথাকার।
শুক্লা যেন অধৈর্য হয়ে পড়ছে। ফোনটা শুভেন্দু এখনও করছে না দেখে ছটফট করে উঠে বলল, ‘তাহলে শিখা কখন আসছে? শুভেন্দু ফোনটা ওকে কর শীগগীর।’
এমন একটা পরিবেশ, আমরা সব শুভেন্দুর ওপরই নির্ভর করে রয়েছি। শিখাকে এখানে আনার দায়িত্ব শুভেন্দুর। শুধু একটা ফোন করলেই কাজ হবে। আমার কিন্তু রনির ওপর তখন সত্যি আর কোন রাগ নেই। উল্টে ভাবছিলাম, আজ একটা উপযুক্ত কাজ করেছে রনি। সবার সামনে শুভেন্দুর নতুন প্রেম কাহিনা ফাঁস করে সবাইকে ও চমকে দিয়েছে। আড়ালে শুভেন্দু হয়তো আমাকে, আজ না হয় কাল ওর প্রেম কাহিনী শোনাতো। কিন্তু আজকে যে সবাই মিলে এখানে জড়ো হয়েছি এবং শিখাকে দেখার জন্য সবাই এখন উদগ্রীব। এই মূহুর্তটা তৈরী হত না রনি আসল কথাটা না বললে। প্রেম কাহিনী সবাই এখন জেনে গেছে। সবারই উচিৎ রনিকে একটা থ্যাঙ্কস জানানো। কেউ কিছু না বললেও, আমি কিন্তু একটা থ্যাঙ্কস জানালাম রনিকে। ওকে বললাম, রনি মেনি মেনি থ্যাঙ্কস। তোর জন্য আমার কিন্তু একটা বড়সড় গিফ্ট থাকবে। টাকা না হয় নাই দিলাম, কিন্তু এটা হল শুভ সংবাদটা আমাদের সবাইকে দেবার জন্য। তোর মুখে ফুল চন্দন পড়ুক।
রনি মাথা নিচু করে আমাকে সেলাম জানালো। আমাকে বলল, “ওকে বস। তুমি আমাকে চারআনা দিলেও আমি কিছু মনে করবো না। আফটার অল ইউ আর মাই বেষ্ট ফ্রেন্ড।
শুক্লা রনির রকমটা দেখছিল। ওকে বলল, ‘হ্যাঁ হ্যাঁ আমিও তোকে একটা গিফ্ট দেবো। আগে শিখা এখানে আসুক। তারপরই তোকে দিচ্ছি।’
রনি একটু রসিকতা করে বলল, ‘তুই কি স্বার্থপর রে? টাকার কথাটা বেমালুম ভুলে গেলি। টাকা থেকে এখন গিফ্ট দিয়ে কাজ সারবি। না না শুক্লা এটা তুই ঠিক কাজ করলি না।’
শুক্লা ভালমতনই বুঝতে পারছে, রনি এখনও মজা করছে ওর সঙ্গে। অবশ্য তখন ওর ওদিকে আর ভ্রুক্ষেপ নেই। দৃষ্টিটা গিয়ে পড়েছে শুভেন্দুর দিকে। প্রেমিকার সাথে মোবাইলে কথা বলছে শুভেন্দু। শিখাকে শুভেন্দু কি বলছে, আর জবাবে শিখাও কি বলছে, জানার জন্য শুক্লা কতটা উদগ্রীব। আমরা দুজনেই একসাথে শুভেন্দুকে বলে উঠলাম, ‘কি রে শুভেন্দু? শিখা আসছে তো?’
ফোনটা তখনও কানে ধরে রয়েছে শুভেন্দু। আমার দিকে হঠাৎই বাড়িয়ে দিয়ে বলল, ‘হ্যাঁ। এই তো শিখা লাইনে রয়েছে, কথা বল। ও তো তোর কথাই জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করছে দেবদার শরীর কেমন? আমি আসবো? কোন অসুবিধে হবে না তো?’
কথাটা শুনে শুক্লা বলে উঠল, ও মা কি মিষ্টি মেয়ে রে? আসবার আগে আবার জেনে নিচ্ছে, কোন অসুবিধে হবে না তো? বাহ্ খুব সুন্দর তো।’
ফোনটা আমার হাতে হঠাৎই ধরিয়ে দিয়েছে শুভেন্দু। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি। দেখি বিদিশাও সেই সময় আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমার দিকে চোখের পাতা ফেলে ইশারা করে বলল, কথা বলো শিখার সঙ্গে। অসুবিধেটা কি?’
সন্মতি পেয়ে ফোনটা কানের কাছে ধরে বললাম, ‘হ্যালো।’
উল্টোদিকে একটা মেয়ের মিষ্টি গলা। ঠিক যেন কোকিল কন্ঠীর মত। আমি অবাক হয়ে শুনে যাচ্ছি, শিখা একনাগাড়ে বলে যাচ্ছে, ‘ভাল আছেন দেবদা? শুনলাম খুব শরীর খারাপ হয়েছিল আপনার। এখন কেমন আছেন? আমাকে ও যেতে বলছে আপনার ওখানে। আমি আসব? কোন অসুবিধে হবে না তো?’
আমি যেন মোহিত হয়ে ফোনটা কানে নিয়েই কিছুক্ষণ বোবা মানুষের মতন বসে রইলাম। অপর প্রান্ত থেকে শিখা আবার বলে উঠল, দেবদা? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?’
সন্মিত ফিরে বললাম, ‘হ্যাঁ, হ্যাঁ। আপনি আসুন। কোন অসুবিধে হবে না। আমি এখন ভাল আছি।’
শিখা বলল, ‘আচ্ছা। আমি তাহলে গাড়ী নিয়ে বেরুচ্ছি। আমার যেতে হয়তো এক ঘন্টা মতন লাগবে। আপনি ভাল থাকবেন। আর ওকে একটু ফোনটা দিন।’
রনি মাথা নিচু করে আমাকে সেলাম জানালো। আমাকে বলল, “ওকে বস। তুমি আমাকে চারআনা দিলেও আমি কিছু মনে করবো না। আফটার অল ইউ আর মাই বেষ্ট ফ্রেন্ড।
শুক্লা রনির রকমটা দেখছিল। ওকে বলল, ‘হ্যাঁ হ্যাঁ আমিও তোকে একটা গিফ্ট দেবো। আগে শিখা এখানে আসুক। তারপরই তোকে দিচ্ছি।’
রনি একটু রসিকতা করে বলল, ‘তুই কি স্বার্থপর রে? টাকার কথাটা বেমালুম ভুলে গেলি। টাকা থেকে এখন গিফ্ট দিয়ে কাজ সারবি। না না শুক্লা এটা তুই ঠিক কাজ করলি না।’
শুক্লা ভালমতনই বুঝতে পারছে, রনি এখনও মজা করছে ওর সঙ্গে। অবশ্য তখন ওর ওদিকে আর ভ্রুক্ষেপ নেই। দৃষ্টিটা গিয়ে পড়েছে শুভেন্দুর দিকে। প্রেমিকার সাথে মোবাইলে কথা বলছে শুভেন্দু। শিখাকে শুভেন্দু কি বলছে, আর জবাবে শিখাও কি বলছে, জানার জন্য শুক্লা কতটা উদগ্রীব। আমরা দুজনেই একসাথে শুভেন্দুকে বলে উঠলাম, ‘কি রে শুভেন্দু? শিখা আসছে তো?’
ফোনটা তখনও কানে ধরে রয়েছে শুভেন্দু। আমার দিকে হঠাৎই বাড়িয়ে দিয়ে বলল, ‘হ্যাঁ। এই তো শিখা লাইনে রয়েছে, কথা বল। ও তো তোর কথাই জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করছে দেবদার শরীর কেমন? আমি আসবো? কোন অসুবিধে হবে না তো?’
কথাটা শুনে শুক্লা বলে উঠল, ও মা কি মিষ্টি মেয়ে রে? আসবার আগে আবার জেনে নিচ্ছে, কোন অসুবিধে হবে না তো? বাহ্ খুব সুন্দর তো।’
ফোনটা আমার হাতে হঠাৎই ধরিয়ে দিয়েছে শুভেন্দু। আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি। দেখি বিদিশাও সেই সময় আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমার দিকে চোখের পাতা ফেলে ইশারা করে বলল, কথা বলো শিখার সঙ্গে। অসুবিধেটা কি?’
সন্মতি পেয়ে ফোনটা কানের কাছে ধরে বললাম, ‘হ্যালো।’
উল্টোদিকে একটা মেয়ের মিষ্টি গলা। ঠিক যেন কোকিল কন্ঠীর মত। আমি অবাক হয়ে শুনে যাচ্ছি, শিখা একনাগাড়ে বলে যাচ্ছে, ‘ভাল আছেন দেবদা? শুনলাম খুব শরীর খারাপ হয়েছিল আপনার। এখন কেমন আছেন? আমাকে ও যেতে বলছে আপনার ওখানে। আমি আসব? কোন অসুবিধে হবে না তো?’
আমি যেন মোহিত হয়ে ফোনটা কানে নিয়েই কিছুক্ষণ বোবা মানুষের মতন বসে রইলাম। অপর প্রান্ত থেকে শিখা আবার বলে উঠল, দেবদা? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?’
সন্মিত ফিরে বললাম, ‘হ্যাঁ, হ্যাঁ। আপনি আসুন। কোন অসুবিধে হবে না। আমি এখন ভাল আছি।’
শিখা বলল, ‘আচ্ছা। আমি তাহলে গাড়ী নিয়ে বেরুচ্ছি। আমার যেতে হয়তো এক ঘন্টা মতন লাগবে। আপনি ভাল থাকবেন। আর ওকে একটু ফোনটা দিন।’