08-07-2021, 10:24 PM
(This post was last modified: 08-07-2021, 10:25 PM by DHRITHARASTHA. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্ব ৩।
বন্দুকের নলই, ক্ষমতার উৎস ।
_______________________
মাথায় একমাথা অবিন্যস্ত চুলের মধ্যও তাঁর লম্বাটে মুখের ধারালো ভাবটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিলো। টিকালো নাকের নীচে হাল্কা দাড়ি গোঁফে মুখে একটা স্বর্গীয় সৌন্দর্য এনে দিয়েছিল যেন। লালচে এক জোড়া ঠোঁট আর তাঁর নীচের চিবুকে একটা কাটা দাগ যেন মানুষটার চেহারার মাদকতা কে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে দেখার মত ছিল মানুষটার নীলচে বিশাল চোখজোড়া , একটা অদ্ভুত বৈপরীত্য ছিল সেখানে। একদিকে যেমন একটা উদাস, সব ছেড়ে আসা ব্যাপার ছিল ঠিক একই সঙ্গে একটা নিষ্ঠুর শীতল চাওনি যেন বুঝিয়ে দিচ্ছিলো যে মানুষটা সাধারণ নয়।
শবনম জান অনুষ্ঠান শুরুর আগে আরও একবার মানুষটার কাছে যেয়ে অনুরোধ করেছিল যাতে সে নিলামে অংশ না নেয়, কিন্তু শবনমের অণুরোধের বদলে সে সামান্য তাছিল্য ভরা স্বরে শুধু বলেছিল ''
হাওয়া বনকে আয়া হু,
না তখৎ হ্যায়, না তাজ
তাকত কহা মেরী দুনিয়া সি,
না দিখায়ি দেতা হু আমীরো কো ,
না মিলে ইজ্জৎ কহী ,
পর যব যব ম্যায় আপনে মে আতা হু
খুদা কসম ম্যায় তুফান কেহেলাতা হু। ''
শবনম শুধু নয়, যারা খোঁজ রাখার তাঁরা ঠিকই জানতো যে একটু বয়স্ক যীশু খ্রিষ্টের মত খানিকটা দেখতে এই সুন্দর মানুষটার নাম সুলেমান পাশা, কিন্তু তাঁকে এই তামাম শহরের অন্ধকার দুনিয়া চেনে প্রিন্স নামেই !
আসছে আগামিকাল '' জোকারের '' তৃতীয় পর্ব - বন্দুকের নলই, ক্ষমতার উৎস ।
বন্দুকের নলই, ক্ষমতার উৎস ।
_______________________
মাথায় একমাথা অবিন্যস্ত চুলের মধ্যও তাঁর লম্বাটে মুখের ধারালো ভাবটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিলো। টিকালো নাকের নীচে হাল্কা দাড়ি গোঁফে মুখে একটা স্বর্গীয় সৌন্দর্য এনে দিয়েছিল যেন। লালচে এক জোড়া ঠোঁট আর তাঁর নীচের চিবুকে একটা কাটা দাগ যেন মানুষটার চেহারার মাদকতা কে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে দেখার মত ছিল মানুষটার নীলচে বিশাল চোখজোড়া , একটা অদ্ভুত বৈপরীত্য ছিল সেখানে। একদিকে যেমন একটা উদাস, সব ছেড়ে আসা ব্যাপার ছিল ঠিক একই সঙ্গে একটা নিষ্ঠুর শীতল চাওনি যেন বুঝিয়ে দিচ্ছিলো যে মানুষটা সাধারণ নয়।
শবনম জান অনুষ্ঠান শুরুর আগে আরও একবার মানুষটার কাছে যেয়ে অনুরোধ করেছিল যাতে সে নিলামে অংশ না নেয়, কিন্তু শবনমের অণুরোধের বদলে সে সামান্য তাছিল্য ভরা স্বরে শুধু বলেছিল ''
হাওয়া বনকে আয়া হু,
না তখৎ হ্যায়, না তাজ
তাকত কহা মেরী দুনিয়া সি,
না দিখায়ি দেতা হু আমীরো কো ,
না মিলে ইজ্জৎ কহী ,
পর যব যব ম্যায় আপনে মে আতা হু
খুদা কসম ম্যায় তুফান কেহেলাতা হু। ''
শবনম শুধু নয়, যারা খোঁজ রাখার তাঁরা ঠিকই জানতো যে একটু বয়স্ক যীশু খ্রিষ্টের মত খানিকটা দেখতে এই সুন্দর মানুষটার নাম সুলেমান পাশা, কিন্তু তাঁকে এই তামাম শহরের অন্ধকার দুনিয়া চেনে প্রিন্স নামেই !
আসছে আগামিকাল '' জোকারের '' তৃতীয় পর্ব - বন্দুকের নলই, ক্ষমতার উৎস ।
ধৃতরাষ্ট্র - দা বস !