08-07-2021, 09:36 PM
(08-07-2021, 09:16 PM)Aminulinslam785 Wrote: এরপর আমরা ফ্ল্যাট এ চলে আসি। গল্প করতে করতে আমরা ঘর গুছাতে শুরু করি।
ঘরের ভেতর আমরা ভাই বোন এর মতো আচরণ করছিলাম। তখন মা বলে।
দীপ্তি: তোরা ঘরে ভেতর স্বামী স্ত্রীর মতো থাকবি। তাহলে ঘরের বাহিরে গেলে তোদের অসুবিধা হবে না
রত্না: ঠিক আছে মা। আজকে থেকে এমনি হবে। কি বলো গো??
দীপক: হ্যাঁ জানু। ঠিক বলেছো। হেহেহে।।
আমার কথা শুনে সবাই হাসতে থাকে।
দীপ্তি: আমি তোদের শোয়ার ঘর টা ভালো ভাবে সাজিয়ে দিলাম। তোরা একই বিছানায় ঘুমাবি। আজ থেকে।
রত্না: জী শাশুড়ি আম্মা। আপনি যা বলেন। হেহেহে।
এরপর রাতে আমি আর দিদি আমাদের রুমে ঢুকে যাই, আর মা আমাদের পাশের ঘরে ঢুকে যায়।।