08-07-2021, 09:19 PM
(08-07-2021, 12:47 PM)sudipto-ray Wrote: রহস্য তৈরী হচ্ছে আস্তে আস্তে। আপনার লেখনির যে ধরন, তাতে মনে হচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিতে পারবেন আপনি। যে কারণে খুনগুলো হচ্ছে, সেই Motive কে অত্যন্ত strong দেখাবেন। শুধু ব্যাক্তিগত কারণ নয়, এর থেকেও অনেক বড় কারণ দেখাবেন। পাঠকের মনে যত বেশি প্রশ্ন তৈরি করতে পারবেন ততই আপনার থ্রিলারটি সার্থকতা পাবে। কারও কথায় কর্নপাত না করে নিজের মত করে লিখুন দাদা। সরাসরি পাঠকদের প্রশ্নের উত্তর দেবেন না, তাহলে গল্পের থ্রিল নষ্ট হবে।
এমন চমৎকার আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
প্রথমেই জানায় আজ আমি প্রায় দীর্ঘ ছবছর পরে এই ধরনের (যৌনতার বিষয়ে ) লেখা লিখছি, তাতে একটা মেজর প্রবলেম হচ্ছে যে সেক্সের পরিমাণটা হয়তো অনেকের কম লাগবে। কিন্তু exbii / xossip যে আমার লেখা আগে পড়েছেন, তাঁরা জানেন যে আমি গল্পের প্লট নিয়ে কোন সমঝোতা করি না, মানি যে সেক্স আমার লেখাতে কম। কিন্তু ছবছর পরে ফিরে যখন এসেছি নতুন লেখা নিয়ে, নিশ্চয় কিছু ভেবেই ফিরেছি। শুধু এভাবেই সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবেন, তাহলেই কলম থুড়ি আঙ্গুল চলবে কি বোর্ডের ওপরে। সুস্থ থাকবেন
ধৃতরাষ্ট্র - দা বস !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)