08-07-2021, 11:18 AM
। রক্ত গোলাপ।
সিড়ি দিয়ে উঠতে উঠতে হাপিয়ে গেলাম. চারিদিকে সবার মুখে গরম, ঘাম, রোদের তেজ এসব কথা. সত্যি আজকে খুব ভ্যাপসা গরম পড়েছে, দাড়িয়ে দাড়িয়ে ঘেমে যাচ্ছি. এ আর নতুন কি. এও তো কলকাতার এক রূপ. ৩৮ টা গরম তো পেরিয়ে এলাম, এখন আর নতুন করে গরম নিয়ে কি বলবো. ঘরে ঢুকে AC চালিয়ে সকালের না তোলা বিছানায় আবার একটু গড়িয়ে নিলাম. ওই ঘাম গায়েই. রুমা থাকলে এতক্ষণে আমার ষষ্ঠীপুজো করে ছেড়ে দিতো. কিন্তু আজ আমি স্বাধীন. কেউ কিছু বলার নেই. ৬ বছরের বিবাহিত জীবনে এরকম রবিবার খুব কম এসেছে. বিবাহিত জীবনে মাঝে মাঝে ব্যাচেলর হতে পারাটা ভগবানের এক অমূল্য উপহার. যারা বিবাহিত তারা নিশ্চয়ই বুঝতে পারছেন. তাই যতটা সংক্ষেপে জীবন যাপন করা যায় তাই করছি. আজকে দুপুরের প্ল্যানিং যেমন এক প্যাকেট বিরিয়ানি. আর রাতে রুটি আর কোনো সবজি কিনে আনা.
রিতমের গরমের ছুটি পড়েছে তাই মার সাথে দিদার বাড়ি গেছে বেড়াতে.
রিতম আমার চার বছরের ছেলে, শহরের নামী কলেজে পরে. যেন কত চাপ তাই মামার বাড়িতে ঘুরতে গেছে. আরে পাসের গলিতেই তো ওর মামার বাড়ি. আজ্ঞে হ্যা আমাদের লাভ ম্যারেজ.
এগারো বছরের সম্পর্ক. আর রুমা রোজই বাপের বাড়ি যায়. বা আমার সসুর বা শাশুড়ি আমাদের বাড়িতে আসে.
এবার যাওয়াটা একটু স্পেশাল কারণ কয়েকদিন মায়ের কাছে থাকবে. হ্যা সেটা শুধু রাতে মায়ের বাড়িতে ঘুমোবে. আর মনে হলে এ বাড়িতেও একবার ঢু মেরে যাবে. যখন খুসি. আমাকে বোলছিল যে ওদের বারি থেকেই রান্না করে পাঠিয়ে দেবে। কোনরকমে পাস কাটিয়েছি। নাহলে দুপুরবেলাটা আমাকে খেতে দিতে আসার নাম করে এখানেই থেকে যেত। আজ ছেলেও নেই যে বাধা পাবো।
কে রিস্ক ন্যায়, মাথা খারাপ নাকি। আমি বলে দিলাম যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আজকে। সেও চেপে গেল।
এমন সু্যোগ কি হাতছাড়া করতে আছে। আহা কি মজা যদি রোববারের দুপুরে ভাতঘুম দেওয়া যায়।
স্নান করে এসে ল্যাপটপ নিয়ে বসলাম। অলস সার্ফিং। গুগুল সার্চ ইঞ্জিনকে ধন্যবাদ। আমার এই অদ্ভুত অদ্ভুত প্রশ্নগুলোকে প্রানপনে খোজার চেষ্টা করে।
যেমন এই মুহূর্তে আমি সার্চ দিলাম। “how to reduce fat of belly by working on treadmill” উত্তর কিন্তু এলো।
তারপর আবার দিলাম “how to workout on treadmill to increase sex power” ভাগ্যিস কম্পিউটার কথা বলতে পারেনা। নাহলে এতক্ষণে আমাকে খিস্তী দিয়ে ভুত ভাগিয়ে দিতো।
এবার খেয়াল হলো যে আমার একটা মেইল বক্স আছে। সেটা খুললাম।
২২৭৬৮ মেইল ৫৬৯ আনরিড।
প্রচুর অভিযোগ সবার, আমি মেইলের উত্তর দিই না।
নাহঃ একটু সামাজিক হতে হবে। সবাইকে কিছুনা কিছু উত্তর দিতে হবে আজ। এই সুযোগ। PR টা তো বজায় রাখতে হবে। ছেলে থাকলে তো ল্যাপটপ নিয়ে বসলেই ঝাপিয়ে পড়তো। সে গেম খেলবে।
স্ক্রল করে নিচে এসে একটা মেইলে চোখ আটকে গেল।
দু বছর আগের একটা মেল পরা হয়নি।
ANUSHUYA to Sujit.
Kemon achis bhora songsar niye. Hingse na mon theke bolchhi, bhora songsar i to cheyechhilam.
Holona. Jachchhi, Jodi firte pari to abar jogajog hobe.
Wl
Anu.
সিড়ি দিয়ে উঠতে উঠতে হাপিয়ে গেলাম. চারিদিকে সবার মুখে গরম, ঘাম, রোদের তেজ এসব কথা. সত্যি আজকে খুব ভ্যাপসা গরম পড়েছে, দাড়িয়ে দাড়িয়ে ঘেমে যাচ্ছি. এ আর নতুন কি. এও তো কলকাতার এক রূপ. ৩৮ টা গরম তো পেরিয়ে এলাম, এখন আর নতুন করে গরম নিয়ে কি বলবো. ঘরে ঢুকে AC চালিয়ে সকালের না তোলা বিছানায় আবার একটু গড়িয়ে নিলাম. ওই ঘাম গায়েই. রুমা থাকলে এতক্ষণে আমার ষষ্ঠীপুজো করে ছেড়ে দিতো. কিন্তু আজ আমি স্বাধীন. কেউ কিছু বলার নেই. ৬ বছরের বিবাহিত জীবনে এরকম রবিবার খুব কম এসেছে. বিবাহিত জীবনে মাঝে মাঝে ব্যাচেলর হতে পারাটা ভগবানের এক অমূল্য উপহার. যারা বিবাহিত তারা নিশ্চয়ই বুঝতে পারছেন. তাই যতটা সংক্ষেপে জীবন যাপন করা যায় তাই করছি. আজকে দুপুরের প্ল্যানিং যেমন এক প্যাকেট বিরিয়ানি. আর রাতে রুটি আর কোনো সবজি কিনে আনা.
রিতমের গরমের ছুটি পড়েছে তাই মার সাথে দিদার বাড়ি গেছে বেড়াতে.
রিতম আমার চার বছরের ছেলে, শহরের নামী কলেজে পরে. যেন কত চাপ তাই মামার বাড়িতে ঘুরতে গেছে. আরে পাসের গলিতেই তো ওর মামার বাড়ি. আজ্ঞে হ্যা আমাদের লাভ ম্যারেজ.
এগারো বছরের সম্পর্ক. আর রুমা রোজই বাপের বাড়ি যায়. বা আমার সসুর বা শাশুড়ি আমাদের বাড়িতে আসে.
এবার যাওয়াটা একটু স্পেশাল কারণ কয়েকদিন মায়ের কাছে থাকবে. হ্যা সেটা শুধু রাতে মায়ের বাড়িতে ঘুমোবে. আর মনে হলে এ বাড়িতেও একবার ঢু মেরে যাবে. যখন খুসি. আমাকে বোলছিল যে ওদের বারি থেকেই রান্না করে পাঠিয়ে দেবে। কোনরকমে পাস কাটিয়েছি। নাহলে দুপুরবেলাটা আমাকে খেতে দিতে আসার নাম করে এখানেই থেকে যেত। আজ ছেলেও নেই যে বাধা পাবো।
কে রিস্ক ন্যায়, মাথা খারাপ নাকি। আমি বলে দিলাম যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আজকে। সেও চেপে গেল।
এমন সু্যোগ কি হাতছাড়া করতে আছে। আহা কি মজা যদি রোববারের দুপুরে ভাতঘুম দেওয়া যায়।
স্নান করে এসে ল্যাপটপ নিয়ে বসলাম। অলস সার্ফিং। গুগুল সার্চ ইঞ্জিনকে ধন্যবাদ। আমার এই অদ্ভুত অদ্ভুত প্রশ্নগুলোকে প্রানপনে খোজার চেষ্টা করে।
যেমন এই মুহূর্তে আমি সার্চ দিলাম। “how to reduce fat of belly by working on treadmill” উত্তর কিন্তু এলো।
তারপর আবার দিলাম “how to workout on treadmill to increase sex power” ভাগ্যিস কম্পিউটার কথা বলতে পারেনা। নাহলে এতক্ষণে আমাকে খিস্তী দিয়ে ভুত ভাগিয়ে দিতো।
এবার খেয়াল হলো যে আমার একটা মেইল বক্স আছে। সেটা খুললাম।
২২৭৬৮ মেইল ৫৬৯ আনরিড।
প্রচুর অভিযোগ সবার, আমি মেইলের উত্তর দিই না।
নাহঃ একটু সামাজিক হতে হবে। সবাইকে কিছুনা কিছু উত্তর দিতে হবে আজ। এই সুযোগ। PR টা তো বজায় রাখতে হবে। ছেলে থাকলে তো ল্যাপটপ নিয়ে বসলেই ঝাপিয়ে পড়তো। সে গেম খেলবে।
স্ক্রল করে নিচে এসে একটা মেইলে চোখ আটকে গেল।
দু বছর আগের একটা মেল পরা হয়নি।
ANUSHUYA to Sujit.
Kemon achis bhora songsar niye. Hingse na mon theke bolchhi, bhora songsar i to cheyechhilam.
Holona. Jachchhi, Jodi firte pari to abar jogajog hobe.
Wl
Anu.