08-07-2021, 09:26 AM
(07-07-2021, 08:01 AM)satyakam Wrote: পড়লাম হে সম্রাটের সম্রাট, রাজাধিরাজ ধৃতরাষ্ট্র।
তবে আমার ভালো লাগে নি। তার কারন আপনার অজানা নয়। শুধুমাত্র পুলিশ দের ওই তোলাবাজি দাদাগিরি বাদ দিলে এটা খুব ভালো একটা সাসপেন্স ক্রাইম।
আমার নিজস্ব অনুভূতি সরিয়ে মৌলিক গল্পের জন্য, এবং এখানকার একজন ফ্রির লেখক হওয়ার জন্য লাইক রেপু দিলাম
ধন্যবাদ দেব না, সঙ্গে থাকতেও বলবো না। কারন আমি জানি তুমি সঙ্গেই আছ, পুলিশরা কাজটা করে, সেটা বাস্তবিকই কাকের কাজ ! তাঁরা সজামের সর্বস্তরের নোংরা ঘেঁটেই দিন গুজারন করে, তাই হয়তো তাঁদের মধ্য কারুর শরীরে সেই গন্ধ লাগে, কেউ বা ইচ্ছাকৃত ভাবে সেই গন্ধ কে বহন করতে ভালোবাসেন। দেখা যাক শেষ অব্দি লেখাটা কেমন দাঁড়ায় । ভালো থেকো
ধৃতরাষ্ট্র - দা বস !