Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
শুভেন্দু বলল, ‘এবারেই তো ক্লাইম্যক্সে আসছি গুরুএকটু ধৈর্য ধরো।’
বলতে বলতেই মা আবার ঢুকেছে ঘরেযেন পুরোনো ঘটনাটা মা’ও জানেআমাদের সবার দিকে তাকিয়ে মা’ বলল, ‘দেব ছোটতালা হলে যে কোন তালা খুলে দেবেএটা ও কিভাবে শিখেছে জানি নাতবে ঘরেও একবার একটা ছোট তালার চাবি হারিয়ে গিয়েছিল, দেব ওটা খুলে দিয়েছিল, চাবি ছাড়াই।’
শুক্লা বেশ অবাক হয়ে মা’কে বলল, ‘তাই নাকি? তারপর?’
মা হেসে চলে গেলবলল, ‘বাকীটা শুভেন্দু বলবে।’
ঘরের মধ্যে বেশ একটা কৌতূহলময় পরিবেশশুভেন্দু এমন ভাবে উপস্থাপন করেছে,এখন বিদিশারও কৌতূহল বেড়ে গেছে কারণ আমি তো জানি, শেষমেষটা বিদিশাও জানে না
শুভেন্দু বলে চলল, ‘দেব’ কলেজের ছাদে উঠেছে, তালা খুলেএদিকে আমি জানি ও হয়তো বিদিশার জন্য মন খারাপ করে বাড়ী চলে গেছেকিন্তু বাবু যে ছাদে উঠে বসে আছেন, সেটা আর কে জানবে? আমি ভাবলাম, যাই, একবার দেবের বাড়ী চলে যাই, ও যখন কলেজ ছেড়ে চলেই গেলতখন বলে গেল না কেন? অন্তত বুঝতে পারতাম সমস্যাটা কিছুটতে ছুটতে এ বাড়ী চলে এলামদোতলায় উঠে কলিংবেল টিপলামমাসীমা দরজা খুললেনআমাকে বললেন, ও শুভেন্দু? কি ব্যাপার?’ আমি বললাম, মাসীমা দেব কি বাড়ী চলে এসেছে?’ মাসীমা বললেন, ‘কই না তো? আমি বললাম, কলেজেও দেখছি নেইসকাল বেলা গিয়ে দেখলাম মুখ ভার করে বসেছিল, তারপরেই গায়েবতাহলে কি ও বিদিশার বাড়ী চলে গেল নাকি?’ মাসীমা বললেন, তুমি ঠিক দেখেছো? ও কলেজে নেই?
শুভেন্দু বলল, ঠিক তখন আমিও বুঝতে পারছি নাদেব কি তাহলে সত্যিই বিদিশাদের বাড়ী চলে গেল? মুখটা ভার করে আমিও ফিরে চলে গেলামমাসীমাকে যাবার আগে বলে গেলামআচ্ছা ‘দেব’ বাড়ীতে ফিরলে, বলবেন, আমি এসেছিলাম।’
শুক্লা বলল, ‘তুই কি তারপর আবার কলেজে ফিরে গেলি? আর ছাদে গিয়ে দেখলি ‘দেব’ ওখানে বসে আছেআর সাথে বুঝি বিদিশা?’
শুভেন্দু বলল, ‘এই তো সব চটকে দিলিপুরোটা শুনবি, তবে তো মজা পাবি।’
শুক্লা, শুভেন্দুর ধ্যাতানি খেয়ে চুপ করে গেলশুভেন্দু আবার বলতে শুরু করল, আমার কি মনে হল, আমি কলেজেই আবার ফিরে গেলামভাবলাম, ‘দেব’ মনে হয় এদিক ওদিক গেছে, কলেজে যথাসময় ফিরে আসবেতাছাড়া ওকেও আমি বলেছিলাম, তোর সাথে কিছু দরকারী কথা আছেআমার সঙ্গে দরকারী কথাটা না সেরে ‘দেব’ ও কলেজ ছেড়ে কোথাও যাবে নাতবে ‘দেব’ আমাকে বলেছিল, বিদিশার জন্য ওর নাকি মুখ গম্ভীর নয়তাহলে বিদিশার বাড়ীই বা ও গেল কেন? আর যদি ওখানেও না গিয়ে থাকে, তাহলে কোথায়?’
শুক্লা হাসতে হাসতে বলল, ‘কেন ছাদে? তুই তো একটু আগে বললি।’
শুভেন্দু বলল, হ্যাঁতবে ছাদে ও একা নয়সাথে বিদিশাও।’
শুক্লা বলল, ‘বিদিশা কলেজে চলে এসেছিল? কখন এলো? তুই এ বাড়ীতে দেবের খোঁজে আসার পরে?’
 
 শুভেন্দু বলল, ‘বিদিশা কলেজেই ছিল। ‘দেব’ ওটা আমার কাছে চেপে যায়আগের দিনই এরা দুজনে মিলে আগের দিন প্ল্যান প্রোগ্রাম করেবিদিশা দেবকে অনুরোধ করে, এই আমাকে একবার ছাদে নিয়ে যাবে? নিরিবিলিতে আমরা প্রেম করবসবার চোখকে ফাঁকি দিয়ে
দেব ওকে বলে, এমন সময় আমরা দুজনে মিলে ছাদে উঠবযাতে কেউ টের না পায়দুপুরবেলার দিকেই ওটা করতে হবেদুটো ক্লাস অ্যাটেন করার পরই দেব ছাদে চলে যায়তালা খোলে ঢোকেতারপর বিদিশাও ক্লাসরুম থেকে বেরিয়ে আসেপা টিপে টিপে ছাদে চলে যায়দিব্যি দুজনে বসে প্রেম করতে থাকেতাছাড়া নিরিবিলিতে ছাদে বসে, আরো কত কি করেছে তুই কি দেখেছিস? না আমি দেখেছি?’
শুক্লা হাসতে শুরু করেছেএকবার আমার আর বিদিশার দিকে তাকিয়ে বলল, ‘ওফ কি প্রেম।’
বিদিশা লজ্জ্বা কাটিয়ে উঠে শুভেন্দুকে এক ধমক দিয়ে বলল, ‘এই বাজে কথা বলবি নাআর কি করেছি আমরা? শুধু তো প্রেম।’
শুভেন্দু বলল, ‘শুধু প্রেম? দাঁড়া দাঁড়া আসল কথাটা বলতে দেতারপর সব পরিষ্কার হবে।’
শুক্লা বলল, ‘তুই টের পেলি কি করে শুভেন্দু? যে ওরা দুজনে ছাদে রয়েছে।’
শুভেন্দু বলল, ‘সারা কলেজেই টের পেল নাআর আমি কি করে টের পাবো?’
শুক্লা বলল, তারপর?
শুভেন্দু বলল, ‘এরা দুজনে ওখানে কি করেছে জানি নাপরে ‘দেব’ আমাকে বলেছিল, ও আর বিদিশা নাকি ঘুমিয়ে পড়েছিল
শুক্লা বলল, ঘুমিয়ে পড়েছিল? সে কি? তারপর?
শুভেন্দু বলল, ‘তারপর আর কি? কলেজ তো একটু পরেই ছুটিযে যার বাড়ী ফিরে যাচ্ছেঅথচ ‘দেব’ কে আর পেলামই নাআমিও বাড়ী ফিরে গেছিঠিক তখন বাজে রাত্রি আটটাকি মনে হল, দেবের বাড়ীতে একটা ফোন লাগালামমাসীমা ফোনটা ধরলেন, জিজ্ঞাসা করলাম, মাসীমা ‘দেব’ কোথায়?
মাসীমা বেশ চিন্তাগ্রস্থআমাকেও চিন্তায় ফেলে দিয়ে বললেন, দেব এখনও ফেরেনি শুভেন্দুকি জানি কোথায় গেল? আমার বেশ চিন্তা হচ্ছে
এদিকে আমি পড়েছি মহা ফাঁপড়েমালটা গেল কোথায়? বিদিশাকে নিয়ে কি হাওয়া হয়ে গেল নাকি?
শুক্লা হাসতে হাসতে বলল, তারপর?
শুভেন্দু বলল, তারপরেরটা শুনবি? তোর পেটে কিন্তু খিল ধরে যাবে
শুক্লা হাসতে হাসতেই বলল, ‘পেটে তো আমার আগেই খিল ধরে গেছেশেষটুকু বলতবে তো মজাটা আরো পাবো।’
শুভেন্দু এবার বেশ গম্ভীরশুক্লাকে বলল, ‘আমি তখনও বুঝতে পারছি না কি করব? কারণ মাসীমা আমাকে অনেক করে বলেছেন, দেবের একটু খোঁজ নিতেএদিকে আমার কাছে বিদিশার বাড়ীর ফোন নম্বরও নেইযে ওকে ফোন করে জিজ্ঞাসা করব, দেব ওদের বাড়ী গেছে কিনা? চিন্তায় আমিও পাগল হচ্ছিঠিক সেই সময় রনিকে একটা ফোন করলামব্যাপারটা খুলে বললামরনি বলল, প্রেম যারা করে, তাদের অত সময় জ্ঞান থাকে নাদেখ, ও হয়তো বিদিশাকে নিয়ে কোথাও ঘুরতে গেছেতুই এত উতলা কেন হচ্ছিস? আমি তাও ছটফট করছিকিছু একটা করতে হবেদেবকে খুঁজে বার করতে হবেকোথায় ও গেল?

আমি শুয়ে শুয়ে বললাম, সত্যি সেদিন যদি শুভেন্দু উদ্যোগটা না নিতআমাকে আর বিদিশাকে সারা রাত কলেজের ছাদেই কাটাতে হতপ্রিন্সিপাল পরের দিন আমাকে রাস্টিকেট করতেনবিদিশাকেও তাই।’

শুক্লা বলল, কি হল তারপর?

শুভেন্দু বলল, বাড়ীতে মেজদাকে বলে গাড়ীটা চেয়ে নিলামঅত রাত্রে বিদিশাদের বাড়ী যাবরনিকেও ডেকে নিলামগাড়ী চালিয়ে সোজা বিদিশার বাড়ীতে।  ভাবছি ওখানেও যদি গিয়ে দেবকে না দেখি, তাহলে ধরে নেবো, ওরা নির্ঘাত সিনেমা টিনেমা কোথাও গেছেবিদিশাদের বাড়ীতে গিয়ে এমন ভাব করতে হবেযাতে ওর বাবা মা’ও কিছু বুঝতে না পারেকিন্তু গাড়ীতে যেতে যেতে এটাও ভাবছি, দেবের মুখ থেকেই শুনেছি, ও কোথাও গেলে মাসীমাকে নাকি বলে যায়সেক্ষেত্রে এখন রাত দশটা বাজেমাসীমা চিন্তা করছেন অথচ দেব ওনাকে বলে আসেনি

শুক্লা বলল, ‘শেষটুকু এবার বলআর তর সইছে না।’

শুভেন্দু বলল, আমি আর রনি, বিদিশাদের বাড়ী যেতেই বিদিশার মা বললেন, বিদিশা তো কলেজে গেছে সেই সাতসকালেএখনও ফেরেনিকোথায় সে? আর তোমরাই বা এত রাত্রে কেন এসেছ?’

শুভেন্দু বলছে, চিন্তা কর, আমার কি অবস্থাঢোঁক গিলতে পারছি না, কথা বলতে পারছি নাহতভম্বের মত ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রয়েছিআর ভাবছি, এটা কি করে হল? বিদিশার মা বলছেন, বিদিশা কলেজে গেছেআর আমি বিদিশাকে দেখিনিআর দেবও ভ্যানিশতাহলে দুজনে মিলে গেল কোথায়? ভীষন রাগ হল আমার দেবের ওপরেভাবলাম, থাক তোরা তোদের প্রেম নিয়ে আমি আর মাথা ঘামাতে আসবো নাগাড়ী নিয়ে যখন ফিরছি রনি বলল, ‘আমার মনে হচ্ছে দেব কোনো বিপদে পড়েছেআমি অবাক ওর কথা শুনেরনিকে বললাম, কিসের বিপদ? রনি বলল, নিশ্চই ও বিদিশাকে নিয়ে কোথাও গেছেসেখান থেকে ফিরতেই ওর দেরী হচ্ছেচল আমরা কিছু একটা করি।’

কিন্তু কি যে করব? কোথায় দেব আর বিদিশাকে খুঁজবো? মাথামুন্ডু তখন কিছুই বুঝতে পারছি নারনি ঠিক সেইসময় আমাকে বলল, এক কাজ করি, চল আমরা কলেজে যাইদেবের খোঁজ করি গিয়ে

রনিকে বললাম, এত রাতে কলেজে যাব? কি হবে ওখানে গিয়ে? বোকার মতন কথা বলছিস।’

রনি বলল, ‘যা বলছি, ঠিকই বলছিতুই একটা জিনিষ চিন্তা করদেব আর বিদিশা দুজনেই বাড়ীতে কিছু বলে যাইনিফিরতে ওদের দুজনের দেরী হবে বলে গেলে তবু একটা কথা ছিলএখনও ওরা দুজনের কেউই ফেরেনিতারমানে কোথাও আটকা পড়ে গেছে আমাদের কলেজে গিয়েই রহস্যটা উদ্ধার করতে হবে নিশ্চই ওরা কোথাও ফেসেছে দুজনে

তবু আমি ভাবছি, কলেজে গিয়ে কি হবে? কে ওদের সন্ধান দেবে? কেউ কি বিদিশা আর দেবকে দুজনকে একসাথে দেখেছে? আমার তো মনে হয় নাতবুও রনির কথা মেনে গাড়ী নিয়ে গেলামঠিক তখন বাজে রাত সাড়ে দশটাকলেজের গেটের সামনে গিয়ে দেখিগেট বন্ধবড় একটা তালা ঝুলছেআমি আর রনি এদিক ওদিক তাকাচ্ছিঠিক সেইসময় ছাদের দিকে আমার চোখ পড়লদেখলাম অন্ধকারে একটা মুখসাথে আর একটা মুখআমাদের দুজনকে দেখে উঁকি ঝুঁকি মারছেআমার কেমন যেন সন্দেহ হলএদিকে চ্যাঁচাতেও পারছি না।  আশে পাশের লোক জড় হলে মুশকিলএবার ওপর থেকে ‘দেব’ চাঁপা গলায় বলছে, ‘এই শুভেন্দু আমি এখানেতাকা তাকা ওপরে তাকা।’
[+] 4 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 07-07-2021, 11:00 PM



Users browsing this thread: 11 Guest(s)