07-07-2021, 10:48 PM
(07-07-2021, 09:54 PM)satyakam Wrote: এখন দেখবেন একটা কথা ঘুরে বেড়ায় --- পারিবারিক চলচ্চিত্র, পারিবারিক ওয়েব সিরিজ। এই গল্পটা ও তেমন। পারিবারিক প্রেম।
তার কারন --- এখনও অনেক বাড়িতে কিংবা পরিবারে প্রেম বিবাহ মেনে নেয় না। বিশেষ করে যদি প্রতিবেশি হয় তাহলে তো কথাই নেই।
আমার এই গল্পটা তে দেখা যাক কি হয়? কোথাকার জল কোথায় যায় সেটাই দেখার
ঘটনার কিছুটা বহুলতা তো থাকবেই, যেহেতু সুচিত্রা কিছুটা বড় আকাশের চেয়ে। মেয়ে যদি ছেলের চেয়ে বয়সে বড় হয় তাহলে পারিবারিক ভাবে এখনো সেটা মেনে নিতে চায়না বেশিরভাগই, আর সামাজিক বাধা বিপত্তি তো আছেই। পিনুরাম দাদার "ভালোবাসার রাজপ্রাসাদ" এমনই একটা গল্প যা কিনা পাঠক কে একেবারে কাঁদিয়ে একাকার করে ছেড়েছে।
দেখা যাক প্রাপ্ত বয়সে আকাশ কতটা সুচিত্রার পাশে এসে দাঁড়াতে পারে সামনে...........