07-07-2021, 12:42 PM
আলাপে আলাপে তারা বাড়ী পৌছল, প্রথমে চাচাদের ঘরে উঠলেও সার্বক্ষনিক আমাদের ঘরে কায়সারের সাথে থাকতে লাগল, শুধু রাতের বেলা চাচাদের ঘরে রাতটা কাটায়। ঈদের বাজার আমার স্বামীকে করতে হলনা, চাচাদের পরিবার ও আমাদের পরিবারের সব বাজার সে নিজে করল, আমার স্বামী প্রথমে বাধা দিলেও বন্ধুর মনের দিকে চেয়ে পরে কিছু বলল না।
ঈদের ছুটি শেষ হলে আমরা ঢাকায় চলে গেলাম, ফাহাদ ও আমাদের সাথে ঢাকায় চলেএল , আমাদের কে তার বাসায় নিয়ে গেল, অপুর্ব সুন্দর বাসা, বাইরের দেয়াল ব্যাতিত ভিতরের সব কিছু দামী মোজাইক করা, কারুকার্য দেখলে মনে হয় দু কোটি টাকার কম খরচ হয়নি।দু বন্ধুর মাঝে বিভিন্ন আলাপ আলোচানা চলছিল, আলাপের এক পর্যায়ে ফাহাদ আমার স্বামীকে প্রস্তাব দিল, “আমি ত একা , আমার পাক সাক করার মানুষ ও নাই, তুই ভাবীকে নিয়ে আমার একটা প্লাটে চলে আয়, আমিও তোদের সাথে এক পাকে খাব, আর আমি চলে গেলে তোরা আমার প্লাটে থাকবি এবং অন্য ভাড়া টিয়াদের কন্ট্রোল করবি।“নিজেদের দৈন্যদশার কথা ভেবে কায়চার ফাহাদের প্রস্তাবে রাজি হয়ে গেল, আমরা একই সাথে এক বাসায় থাকতে লাগলাম।
মাস খানেক যাওয়ার পর ফাহাদ হঠাত একদিন উচ্ছাসের সাথে কায়সারকে জড়িয়ে ধরে বলল, আমি তোর ইটালী যাওয়ার সব বন্দোবস্ত করে ফেলেছি।
কায়সার জানতে চাইল, কিভাবে? আমি এত টাকা কোথায় পাব?
সব টাকা আমার, টাকার কথা তোকে ভাবতে হবেনা।আগামী সেপ্টেম্বরের দুই তারিখে তোর ফ্লাইট।
মাত্র পাচদিন বাকি, কি করে সম্ভব?
এ পাচ দিন কায়সারের ঘুম হলনা, তার চোখে রংগিন স্বপ্ন, তারও হয়ত পাঁচ তলা বিল্ডিং হবে, বার বার আমাদের সাত ও পাঁচ বছরের ছেলে কে জড়িয়ে ধরে আদর করছে , মাঝে মাঝে সবার আড়ালে কাদছে সবাইকে ছেড়ে দূরে চলে যাবে তার বিরহে, আমারও বেশ খারাপ লাগছিল, কিন্তু রংগিন স্বপ্নের বিভোরতায় সে খারাপ কে আমলে নিইনি।
কায়সার কাউকে জানাতে ও পারেনি, তার পরিবারের কাউকে কোন খবর দিতে ও পারেনি, মাত্র পাঁচ দিনের মাথায় সে ইটালীর পানে পাড়ি জমাল।
ঈদের ছুটি শেষ হলে আমরা ঢাকায় চলে গেলাম, ফাহাদ ও আমাদের সাথে ঢাকায় চলেএল , আমাদের কে তার বাসায় নিয়ে গেল, অপুর্ব সুন্দর বাসা, বাইরের দেয়াল ব্যাতিত ভিতরের সব কিছু দামী মোজাইক করা, কারুকার্য দেখলে মনে হয় দু কোটি টাকার কম খরচ হয়নি।দু বন্ধুর মাঝে বিভিন্ন আলাপ আলোচানা চলছিল, আলাপের এক পর্যায়ে ফাহাদ আমার স্বামীকে প্রস্তাব দিল, “আমি ত একা , আমার পাক সাক করার মানুষ ও নাই, তুই ভাবীকে নিয়ে আমার একটা প্লাটে চলে আয়, আমিও তোদের সাথে এক পাকে খাব, আর আমি চলে গেলে তোরা আমার প্লাটে থাকবি এবং অন্য ভাড়া টিয়াদের কন্ট্রোল করবি।“নিজেদের দৈন্যদশার কথা ভেবে কায়চার ফাহাদের প্রস্তাবে রাজি হয়ে গেল, আমরা একই সাথে এক বাসায় থাকতে লাগলাম।
মাস খানেক যাওয়ার পর ফাহাদ হঠাত একদিন উচ্ছাসের সাথে কায়সারকে জড়িয়ে ধরে বলল, আমি তোর ইটালী যাওয়ার সব বন্দোবস্ত করে ফেলেছি।
কায়সার জানতে চাইল, কিভাবে? আমি এত টাকা কোথায় পাব?
সব টাকা আমার, টাকার কথা তোকে ভাবতে হবেনা।আগামী সেপ্টেম্বরের দুই তারিখে তোর ফ্লাইট।
মাত্র পাচদিন বাকি, কি করে সম্ভব?
এ পাচ দিন কায়সারের ঘুম হলনা, তার চোখে রংগিন স্বপ্ন, তারও হয়ত পাঁচ তলা বিল্ডিং হবে, বার বার আমাদের সাত ও পাঁচ বছরের ছেলে কে জড়িয়ে ধরে আদর করছে , মাঝে মাঝে সবার আড়ালে কাদছে সবাইকে ছেড়ে দূরে চলে যাবে তার বিরহে, আমারও বেশ খারাপ লাগছিল, কিন্তু রংগিন স্বপ্নের বিভোরতায় সে খারাপ কে আমলে নিইনি।
কায়সার কাউকে জানাতে ও পারেনি, তার পরিবারের কাউকে কোন খবর দিতে ও পারেনি, মাত্র পাঁচ দিনের মাথায় সে ইটালীর পানে পাড়ি জমাল।