07-07-2021, 12:41 PM
স্বামীর বাল্য বন্ধু এসেছে বাড়ীতে, বিগত বার বতসর যাবত একে অপরের সাথে দেখা নেই,যোগাযোগ নেই, নেই কোন আলাপ পরিচয়। কে কোথায় কাজ করে সে বিষয়ে কারোসম্পর্কে কেউ অবগত ছিলনা। গত ঈদে আমরা স্বপরিবারে দেশের বাড়ীতে ঈদ উদযাপন করতে গেলে বার বতসর পর তাদের দেখা হয়।স্বামীরবাল্য বন্ধুর নাম ফাহাদ, ১৯৯৭ সালে আমার স্বামী কায়সার আর ফাহাদ একই সাথেস্থানীয় ডিগ্রী কলেজ থেকে ইন্তারমিডিয়েট পরীক্ষা দেয় , কায়সার পরীক্ষায় পাশকরলেও ফাহাদ পাশ করতে ব্যর্থ হয়।ব্যর্থতার ক্ষোভে, দুঃখে, এবং লজায় বাড়ী ছেড়ে পালিয়ে যায়। বাড়ির কারো সাথেতার যোগাযোগ পর্যন্ত ছিলনা। একমাত্র সন্তানের বাড়ী পালানোর কারনে মা বাবাদুঃখ ও বিরহে অসুস্থ হয়ে অকালে প্রান হারায়। তার খোজ নেয়ার মত পৃথিবীতে আরকেউ রইলনা, তার চাচা এবং চাচাত ভায়েরা কয়েকদিন আপসোস করে ফাহাদের কথা মনথেকে মুছে দেয়। কায়সার প্রান প্রিয় বন্ধুর কথা অনেকদিন মনে রাখলেও বর্তমানে প্রায় ভুলেই গিয়েছিল। জিবন ও জীবিকার দায়ে যেখানে ভাই ভাইকে ভূলে যায় সেখানে বন্ধু হয়ে বন্ধুকে কয়দিনই বা মনে রাখতে পারে?
কায়সার১৯৮৯ সালে ডিগ্রী পাশ করে ঢাকায় একটি প্রাইভেট ফার্মে ক্লার্কিয়াল জবে যোগদেয়, ১৯৯০ সালে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়, তিন ভাই এর মধ্যে কায়সার সবার ছোট, অন্য ভায়েরা তেমন লেখা পড়া করেনি ,দেশের বাড়িতে থেকে কৃষি কাজের মাধ্যমে মা বাবা নিয়ে কোন রকমে সংসার চালায়। বিয়ের এক বছরপর হতে আমরা উত্তরাতে কম ভাড়ারএকটা বাসা নিয়ে ঢাকাতেই থাকি। স্বল্প বেতনের চাকরী , যা বেতন পায় দু ছেলে কে নিয়ে আমাদের নুন আনতে পানতা পুরানোরঅবস্থা।
গত ঈদে কায়সার বাড়ী যায়নি, তাই এবার ঈদে আগে থেকে প্ল্যান করে ঈদের ছুটির সাথে যোগ করে পাঁচদিনের ছুটি বারিয়ে নেই, তাই ঈদের পাচঁ দিন আগেই সে দেশের বাড়ীতে পৌঁছেযায়। কায়াসার পৌছার দুদিন পর স্থানীয় বাজারে ফাহাদের সাথে কায়সারের প্রথমদেখা হয়।ফাহাদই কায়সারকে সনাক্ত করে।
তুই কি কায়সার?
হ্যাঁ আমি কায়সার , তুই কি ফাহাদ? দোস্ত তুই কি বেচে আসিছ ?
বহুদিনপর প্রান প্রিয় দোস্তকে কাছে পেয়ে কায়সার ও ফাহাদ আবেগের উচ্ছাসে একে অন্যকে বুকেঅড়িয়ে ধরে।
অতীতস্মৃতি রোমন্থন করে দুজনেই কান্নায় ভেংগে পরে। তারপর বাড়ীর দিকে যাত্রা করে, হাটতে হাটতে একে অপরের সাথে আলাপ জুড়ে দেয়, আবেগ আপ্লুত কন্ঠে কায়সার জানতে চায়,
কোথায় ছিলি এতদিন?
ইটালীতে ছিলাম, ইটালীর নাগরিকত্ব পেয়ে সেখানে বসবাস করি।
বাড়ির কোন খবরাখবর জানিস তুই?
হ্যাঁ জানি। ঢাকায় এসে গত বছর জেনে গেছি, মা বাবার মৃত্যুর খবর শুনে আর বাড়ীর দিকে পা মাড়ায়নি, তোর খবর ও জানতে চেয়েছিলাম, পরে জেনেছি তুই নাকি ঢাকায় থাকিস, বিশাল শহরে কোথায় খুজে পাব তোকে, তাই তোর খোজে আর বেশীদুর আগায়নি। আজ তোর দেখা পেয়ে খুব ভাল লাগছে, মনেহচ্ছে আমার আপন ভায়ের সাক্ষাত পেয়েছি।
তুই কি করছিস বল? ঢাকায় কোথায় থাকিস? ফাহাদ জানতে চাইল।
একটা প্রাইভেট ফার্মে চাকরী করি, উত্তরাতে স্বল্প ভাড়ায় একটা বাসানিয়ে থাকি।
উত্তরাতে! ফাহাদ আশ্চর্য হল।
আশ্চর্য হলি যে?
আশ্চর্য হবনা কেন? আমি ও যে উত্তরায় থাকি, উত্তরায় জায়গা কিনে দশ প্লাটের পাচঁতলাএকটি বিল্ডিং করেছি, ভাড়া দেব বলে। তোকে পেলে ত সব দায় দায়ীত্ব তোকেই দিতাম।
কোথায় ? লোকেশান টা বল?
বলবনা , তোদেরকে সেখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব।
কায়সার১৯৮৯ সালে ডিগ্রী পাশ করে ঢাকায় একটি প্রাইভেট ফার্মে ক্লার্কিয়াল জবে যোগদেয়, ১৯৯০ সালে আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়, তিন ভাই এর মধ্যে কায়সার সবার ছোট, অন্য ভায়েরা তেমন লেখা পড়া করেনি ,দেশের বাড়িতে থেকে কৃষি কাজের মাধ্যমে মা বাবা নিয়ে কোন রকমে সংসার চালায়। বিয়ের এক বছরপর হতে আমরা উত্তরাতে কম ভাড়ারএকটা বাসা নিয়ে ঢাকাতেই থাকি। স্বল্প বেতনের চাকরী , যা বেতন পায় দু ছেলে কে নিয়ে আমাদের নুন আনতে পানতা পুরানোরঅবস্থা।
গত ঈদে কায়সার বাড়ী যায়নি, তাই এবার ঈদে আগে থেকে প্ল্যান করে ঈদের ছুটির সাথে যোগ করে পাঁচদিনের ছুটি বারিয়ে নেই, তাই ঈদের পাচঁ দিন আগেই সে দেশের বাড়ীতে পৌঁছেযায়। কায়াসার পৌছার দুদিন পর স্থানীয় বাজারে ফাহাদের সাথে কায়সারের প্রথমদেখা হয়।ফাহাদই কায়সারকে সনাক্ত করে।
তুই কি কায়সার?
হ্যাঁ আমি কায়সার , তুই কি ফাহাদ? দোস্ত তুই কি বেচে আসিছ ?
বহুদিনপর প্রান প্রিয় দোস্তকে কাছে পেয়ে কায়সার ও ফাহাদ আবেগের উচ্ছাসে একে অন্যকে বুকেঅড়িয়ে ধরে।
অতীতস্মৃতি রোমন্থন করে দুজনেই কান্নায় ভেংগে পরে। তারপর বাড়ীর দিকে যাত্রা করে, হাটতে হাটতে একে অপরের সাথে আলাপ জুড়ে দেয়, আবেগ আপ্লুত কন্ঠে কায়সার জানতে চায়,
কোথায় ছিলি এতদিন?
ইটালীতে ছিলাম, ইটালীর নাগরিকত্ব পেয়ে সেখানে বসবাস করি।
বাড়ির কোন খবরাখবর জানিস তুই?
হ্যাঁ জানি। ঢাকায় এসে গত বছর জেনে গেছি, মা বাবার মৃত্যুর খবর শুনে আর বাড়ীর দিকে পা মাড়ায়নি, তোর খবর ও জানতে চেয়েছিলাম, পরে জেনেছি তুই নাকি ঢাকায় থাকিস, বিশাল শহরে কোথায় খুজে পাব তোকে, তাই তোর খোজে আর বেশীদুর আগায়নি। আজ তোর দেখা পেয়ে খুব ভাল লাগছে, মনেহচ্ছে আমার আপন ভায়ের সাক্ষাত পেয়েছি।
তুই কি করছিস বল? ঢাকায় কোথায় থাকিস? ফাহাদ জানতে চাইল।
একটা প্রাইভেট ফার্মে চাকরী করি, উত্তরাতে স্বল্প ভাড়ায় একটা বাসানিয়ে থাকি।
উত্তরাতে! ফাহাদ আশ্চর্য হল।
আশ্চর্য হলি যে?
আশ্চর্য হবনা কেন? আমি ও যে উত্তরায় থাকি, উত্তরায় জায়গা কিনে দশ প্লাটের পাচঁতলাএকটি বিল্ডিং করেছি, ভাড়া দেব বলে। তোকে পেলে ত সব দায় দায়ীত্ব তোকেই দিতাম।
কোথায় ? লোকেশান টা বল?
বলবনা , তোদেরকে সেখানে নিয়ে গিয়ে সারপ্রাইজ দেব।