06-07-2021, 05:54 PM
(06-07-2021, 04:10 PM)Bumba_1 Wrote:কোন একটা পুরানে আছে --- ইন্দ্র যুদ্ধে যাওয়ার আগে তার স্ত্রী ( নাম মনে নেই) তাকে রাখি পড়াতো ।
"ইতনা আচ্ছা আদমি কে সাঙ্গ এয়েসা ক্যায়সে হো সাকতা হ্যায়!" এটা হায়দার আলীর dialogue .. আমার নয় .. তাই এই কথার তাৎপর্য এবং কেনো সে এই কথা বলেছে .. এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
আর রইল বাকি ফোঁটা দেওয়া আর সম্পর্কের কথা ..
• খুব সহজ-সরল ভাবে বললে বলা যায় ওই ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত হায়দারকে আমি 'কাল্লুভাই' বলে ডাকতাম .. তাই আমার মায়ের কাছ থেকে ফোঁটা পাওয়ার পর থেকেই তাকে 'মামা' বলে সম্বোধন করাটা একটু বাড়াবাড়ি হয়ে যেতো হয়তো।
• আমার নিজের তো কোনো বোন নেই। তাই ছোটবেলায় ভাইফোঁটা এবং রাখিবন্ধনের দিন আমি খুব কান্নাকাটি করতাম। সেই সময় আমার দিদিমা বা ঠাকুমা উপস্থিত থাকলে আমাকে ফোঁটা দিয়ে দিতেন আবার রাখিবন্ধনের দিন রাখিও পরিয়ে দিতেন। উনারা কেউ উপস্থিত না থাকলে আমার মা আমাকে অনেকবার ফোঁটা দিয়েছেন এবং রাখি পড়িয়েছেন।
তাই আমি মনে করি ভাইফোঁটা এবং রাখিবন্ধন কোনো সম্পর্ক মানে না .. এগুলো হলো একটি মিলন উৎসব।
রাখী আর ভাইফোঁটা অবশ্যই একটা মেলবন্ধন এর উৎসব।
(06-07-2021, 04:37 PM)Baban Wrote: ২২ বছরের লেখক মহাশয়..... তুমি এই বয়সেই জীবনের কঠিন বাস্তব দেখে নিয়েছো, অনেক কিছু শিখেছো অনুভব করেছো কিন্তু এখনো অনেক কিছু উপলব্ধি করা, জানা বাকি....... ধীরে ধীরে তুমি বুঝবে যে কিছু অজানা কথা, না বোঝা কথার মানে না জানাই ভালো...... থাক না কিছু জিনিস অজানা হয়ে. অতটুকু জ্ঞান অর্জন, উপলব্ধি ন
Ok boss. কিন্তু বুম্বাদা মাঝে মাঝে কয়েকটা লাইন বলেন যেগুলো শুনলে আরো বেশি জানতে ইচ্ছা করে। থাক কিছু অজানা কথা। তার মধ্যে সবথেকে বড়ো অজানা বিষয় বুম্বাদারই থেকে যাবে। আমার আর আপনার মুখ কখনো দেখতে পাবে না। যাদের কে ভাইটু বললো। এটা কতো বড়ো অজানা বলুন তো।