06-07-2021, 04:10 PM
(06-07-2021, 03:48 PM)satyakam Wrote: আমি বলেছিলাম * . নিয়ে কিছু একটা হবে। আর হয়েছেও ।
ইতনা আচ্ছা আদমি কে সাঙ্গ এয়সা কেয়সা হয় সাকতা হে --- কাল্লু ভাইয়ের আপনার প্রতি বলা এই কথা গুলোর মানে বুঝলাম না।
কাল্লু ভাইকে যদি আপনার মা ভাইফোঁটা দেয় তাহলে তো সে এখন আপনার মামা। ভাই তো না।
"ইতনা আচ্ছা আদমি কে সাঙ্গ এয়েসা ক্যায়সে হো সাকতা হ্যায়!" এটা হায়দার আলীর dialogue .. আমার নয় .. তাই এই কথার তাৎপর্য এবং কেনো সে এই কথা বলেছে .. এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।
আর রইল বাকি ফোঁটা দেওয়া আর সম্পর্কের কথা ..
• খুব সহজ-সরল ভাবে বললে বলা যায় ওই ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত হায়দারকে আমি 'কাল্লুভাই' বলে ডাকতাম .. তাই আমার মায়ের কাছ থেকে ফোঁটা পাওয়ার পর থেকেই তাকে 'মামা' বলে সম্বোধন করাটা একটু বাড়াবাড়ি হয়ে যেতো হয়তো।
• আমার নিজের তো কোনো বোন নেই। তাই ছোটবেলায় ভাইফোঁটা এবং রাখিবন্ধনের দিন আমি খুব কান্নাকাটি করতাম। সেই সময় আমার দিদিমা বা ঠাকুমা উপস্থিত থাকলে আমাকে ফোঁটা দিয়ে দিতেন আবার রাখিবন্ধনের দিন রাখিও পরিয়ে দিতেন। উনারা কেউ উপস্থিত না থাকলে আমার মা আমাকে অনেকবার ফোঁটা দিয়েছেন এবং রাখি পড়িয়েছেন।
তাই আমি মনে করি ভাইফোঁটা এবং রাখিবন্ধন কোনো সম্পর্ক মানে না .. এগুলো হলো একটি মিলন উৎসব।