Thread Rating:
  • 21 Vote(s) - 3.38 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance সুনিতা মাতা
#47
২রা জানুয়ারি আকাশ চন্দ্রিকা কে নিয়ে পালঘাটে ফেরে। চন্দ্রিকা ঘরে ঢুকেই তিনটে মেয়ের মধ্যে নিজের বৌদিকে ঠিক চিনে নেয়। দৌড়ে গিয়ে বৌদিকে জড়িয়ে ধরে। আমার সোনা বৌদি, আমার পাগল বৌদি করে আদর করতে থাকে। সুনিতা একটু অবাক হয়ে যায়। একটু শান্ত হলে সুনিতা বলে, “এতো উচ্ছাসের কি হল!”


চন্দ্রিকা – উচ্ছাস হবে না ! আমার আনন্দ হবে না ! আমার ভোলা মহেশ্বর দাদাকে তুমি দেখে রাখছ, তাতে আমার আনন্দ হবে না! তুমি আমার একমাত্র দাদার একমাত্র বৌ আর আমার একমাত্র বৌদি। আর তোমার মত বৌদি যে দাদাকে ‘হে প্রভু’ বলে পুজা করে, আমি তোমাকে দেখে খুশী হবো না তো কাকে দেখে খুশী হবো।

আকাশ – আচ্ছা অনেক হয়েছে এবার থাম। চুপ করে বস। সারা রাস্তা আমার মাথা খেতে খেতে এসেছে। ট্রেনের সব লোক জেনে গেছে ওর দাদা একটা সুন্দর নিস্পাপ মেয়েকে বিয়ে করেছে।

সবাই হেঁসে ওঠে। সব কথা বাংলাতে হচ্ছিল। দিব্যা আর লতা কিছুই বুঝতে পারে নি। আকাশ আর চন্দ্রিকা ফ্রেস হতে গেলে সুনিতা ওঁদের চন্দ্রিকা কি কি বলেছে সব বলে। দিব্যা বলে খুব ভালো ননদ পেয়েছে।

চন্দ্রিকা এসে সুনিতাকে বলে, “আমি তোমাকে কিন্তু বৌদি বলে ডাকতে পারবো না। আমি তোমাকে দিদি বলে ডাকব। তাতে আরও কাছের মানুষ বলে মনে হবে। আর তুমি আমাকে নাম ধরে ডাকবে। দাদা আমাকে চাঁদ বলে ডাকে তুমিও তাই ডাকবে।”

সুনিতা – এই চাঁদের মত মেয়েটাকে চাঁদ বলেই ডাকা উচিত।

আকাশ আসার একটু পড়ে দিব্যা বাড়ি চলে যায়। লতা থেকে যায়। সুনিতা আকাশকে জিজ্ঞাসা করে কোলকাতায় ওর বাবা মা কেমন আছেন আর ওখানে গিয়ে কি কি হল। আকাশ বলে –

“বাড়ীতে সব কিছু ঠিকই আছে। বাবার খুব মন খারাপ, কিন্তু আমার জন্য একটু গর্বিত। উনি যে আমাকে একা সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিতে পেরেছেন সেই জন্য খুব খুশী। বাবা বললেন ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে সাথে থাকবে না সেটাই হয়ে এসেছে। উনিও বাড়ি ছেড়ে বাবা মাকে ছেড়ে কোলকাতায় এসেছিলেন। এটাও একই ব্যাপার। মা একই আছেন। মনে মনে হয়ত কাঁদছেন। মুখে স্বীকার করবেন না। ওনার মাথায় এখনও ঢোকেনি যে সুনিতা খুব ভালো মেয়ে। চন্দ্রিকা অনেক বোঝানর চেষ্টা করেছে। কিন্তু কিছুই হয়নি।

খেয়ে নিয়ে আকাশ একটু অফিসে দেখা করে আসে। সুনিতা আর চন্দ্রিকা সারা দুপুর গল্প করে। চন্দ্রিকা বলে, “জান দিদি, আমি তোমার আর দাদার গল্প কলেজে সব বন্ধুদের কাছে বলেছি ।”

সুনিতা – আমাদের গল্প না আমাদের ঘটনা ?

চন্দ্রিকা – আসলে তোমাদের ঘটনা। কিন্তু গল্পের থেকে কম চমকের নয়। কলেজের সব ছেলেরা বলে ‘ইস যদি তোর বৌদির মত একটা মেয়ে পেতাম’ আর সব মেয়েরা বলে ‘আগে তোর দাদাকে দেখে আমরা কিছু বুঝতেই পারিনি যে এইভাবে ভালবাসতে পারে’।

সুনিতা – ওঁরা তো তোমার দাদার মুখ দেখেছে তাই ভালবাসা আর বিশ্বাস দেখতে পায়নি। আমি নিজের চোখে সঠিক দৃষ্টি নিয়ে আকাশের চোখ দেখেছি। তাই সব বুঝতে পেরেছি।

চন্দ্রিকা – দিদি সত্যিই তুমি দেবী। তুমি দাদাকে তোমার শিব ঠাকুর বল। তুমিও মা দুর্গার থেকে কম নও।

ওঁরা দুজনে সারা দুপুর আর বিকাল এইসব গল্প করে যায়। আকাশ সন্ধ্যের একটু আগে বাড়ি ফেরে। লতাকে দেখে আকাশ সুনিতাকে আস্তে করে জিজ্ঞাসা করে লতার কি হয়েছে। সুনিতা বলে লতা রাত্রেও ওখানে থাকবে। পরে বলবে কি হয়েছে। রাত্রে লতা আর চন্দ্রিকা একসাথে ঘুমায়। সুনিতা লতার সব ঘটনা বলে। আকাশ বলে একদিন ভেবে পরদিন অফিস থেকে ফিরে বলবে। তারপর আকাশ দিব্যার খবরও শোনে। বেশ দুঃখ পায়। ও ভাবে রাজন ওকে কেন বলল না।
পরদিন অফিসে গিয়েই আকাশ রাজনকে জিজ্ঞাসা করে দিব্যার ঘটনা। রাজন বলে দিব্যা শুরুতে একটু ইমোশনাল হয়ে রাজনের সাথে সম্পর্ক করেছিল। কিন্তু দিব্যাও আসলে রাজনের চলার সাথে মানাতে পারছিল না। দিব্যারা অনেক বেশী স্বচ্ছল জীবন কাটায়। রাজনের সাথে আসলে জীবনের ওই আরাম ছেড়ে আসতে হতো। দিব্যা মুখে কিছু না বললেও, রাজন বুঝতে পারত। তাই যখন দিব্যার বাড়ি থেকে চাপ আসে ওঁদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে, রাজন শুনেই দিব্যাকে বাড়ীর ইচ্ছায় বিয়ে করতে বলেছে। আকাশ আর রাজনের লতার সমস্যা নিয়েও কথা হয়। দুজনে একটা সম্ভাব্য সিদ্ধান্ত নেয়। সুনিতা আর লতার অনুমতি লাগবে।
সারাদিন বাড়ীতে থেকে চন্দ্রিকাও লতার কথা শোনে। ও বৌদিকে কিছু বুদ্ধি দেয় আর বলে দাদাকে রাজী করাতে।   
 
সুনিতা মাতা –
আকাশ একটু তাড়াতাড়িই বাড়ি ফেরে। ফ্রেস হবার পর সবার সাথে এসে বসে। লতা, সুনিতা, চন্দ্রিকা সবাই বেশ উদ্বিগ্ন হয়ে আছে। আকাশ বলে সবার এতো টেনশন কিসের। সুনিতা বলে লতার জন্য কি করা উচিত সেটাই আগে ঠিক করতে হবে।

আকাশ – আগে লতা বলুক ও কি চায়।

লতা – আমি চাই আমার বাচ্চা বেঁচে থাকুক। যতই আমার ভুল হোক আমারই তো বাচ্চা হবে।

আকাশ – আমাদের দেশে আমাদের সমাজে তো তোমার পক্ষে একা মা হয়ে বাচ্চা মানুষ করা ভীষণ কঠিন।

লতা – আমি সেটা পারবো না। আমার সেই মানসিক শক্তি নেই।

চন্দ্রিকা – দ্যাখ দাদা আমরা সারাদিন এটা নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে একটাই উপায় আছে।

আকাশ – কি সেটা ?

চন্দ্রিকা – লতা দিদি বাচ্চার জন্ম দিক।

আকাশ – তারপর।

চন্দ্রিকা – তারপর বাচ্চাটা তোরা অ্যাডপ্ট কর। আমি দিদির কাছে যা শুনেছি যে ডাক্তার বলেছে দিদির বাচ্চা হবার সম্ভাবনা কম। আর তোরাও একমাস চেস্টা করছিস। কিন্তু দিদি কনসিভ করছে না। আমাদের লাগছে বাচ্চাটা তোদের নিয়ে নেওয়াই সব থেকে ভালো।

আকাশ – তোমাদের সবাইকে বলছি। আজ দুপুরে আমি আর রাজন এটা নিয়ে যখন কথা বলছিলাম তখন আমাদের মাথাতেও এই সমাধান এসেছে। কিন্তু এতে অনেক সমস্যা আছে। সেগুলো যদি আমরা ম্যানেজ করতে পারি তবে আমার কোন আপত্তি নেই।

সুনিতা – কি কি সমস্যা ?

আকাশ – প্রথম সমস্যা লতাকে লুকিয়ে রাখা। আমাদের লতাকে পুরোপুরি লুকিয়ে রাখতে হবে। ওর মা বাবা ছাড়া যেন কেউ জানতে না পারে। তা না হলে ওর কোনদিন বিয়ে দেওয়া যাবে না।

দ্বিতীয় সমস্যা যদি সুনিতা ভবিস্যতে আমাদের বাড়ি যেতে চায়, তবে আমি, সুনিতা আর চন্দ্রিকা ছাড়া কেউ জানবে না। মা বা বাবা জানতে পারলে মা কোন দিন মেনে নেবে না। আর সুনিতা যদি বলে আমার মা ওকে মেনে না নিলে ওর কোন অসুবিধা নেই। তবে আমি ওর সাথেই থাকব। কারো কাছে কিছু লুকাব না।

তৃতীয় সমস্যা লতা কিভাবে ওর বাবা আর মাকে জানবে। ওর লতার মা বাবা মেনে নেবেন কিনা।

চতুর্থ সমস্যা লিগ্যাল ব্যাপার। আমাদের লিগালি করতে হবে যা ঠিক করবো।

সুনিতা – দেখো আমার একটা বাচ্চা চাই। আমার যেটা চাই লতা সেটাই পাবে কিন্তু রাখতে পারবে না। যদি তুমি ওই নাম না জানা বাবার ছেলে কে নিজের করে নিতে রাজী থাকো তবে আর সব সমস্যা আমরা সামলাতে পারবো।

আকাশ – আমি মেনে নিতে পারবো। তবে তোমার সাথে আমি রাত্রে আরও কিছু কথা বলবো সেগুলো যদি মেনে নাও তবে আমার কোন আপত্তি নেই।

সুনিতা – দেখো আমি তোমাকে জানি। তুমি কি কি বলবে সেগুলোও আন্দাজ করতে পারি। আর আমি সব কিছুতেই রাজী আছি। যদি আমার বন্ধুর জন্য এটুকু না করতে পারি তবে আর তোমার সাথে ‘তিনবন্ধু’ বইটা পড়ে কি শিখলাম। তুমি যেমন আমার প্রভু। ওরাও আমার সহচরী। তোমাকে ছাড়া যেমন আমার ভবিষ্যৎ অসম্পূর্ণ, লতা আর দিব্যা ছাড়া আমার অতীত অসম্পূর্ণ। আমি অতীত কে ছেড়ে শুধু ভবিষ্যৎ নিয়ে বাঁচতে পারবো না। আমাকে যে কোন মুল্যে আমার বন্ধুকে বাঁচাতেই হবে।

আকাশ – আমিও তোমার সাথে আছি সোনা।

লতা সুনিতা আর আকাশ জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। চন্দ্রিকা যখন এই সমাধান চিন্তা করে ছিল তার পেছনে এতো জটিলতা থাকতে পারে চিন্তাই করেনি। ওর কাছে সমস্যার পৃথিবী তখনো এতো পরিষ্কার হয়নি। ওর দাদা আর বৌদির আলোচনা শুনে আর বৌদির বন্ধুর প্রতি ভালবাসা দেখে কোন কথা বলতে পারে না। অনেক পরে উঠে গিয়ে সুনিতাকে পায়ে হাত দিয়ে প্রনাম করে। আর বলে, “তুমি সত্যিই এক দেবী। তোমাকে প্রনাম করে আমার যে পুন্য হল আজ পর্যন্ত কোন মন্দিরে প্রনাম করে সেই পুন্য হয়নি ।”

সুনিতা চন্দ্রিকাকে বুকে টেনে নেয় আর বলে, “তোমার মত বোন থাকলে আমাদের কোন দিন কোন সমস্যা ছুঁতেই পারবে না।”

এর মধ্যে দিব্যা আর রাজনও এসে পরে। ওরাও সব শুনে খুব খুশী। আকাশ দিব্যাকে আলাদা ডেকে জিজ্ঞাসা করে ওদের সম্পর্ক কেন ভেঙ্গে গেল। আগে তো ও কখনো বোঝেনি যে ওর রাজনের সাথে কোন অসুবিধা ছিল। দিব্যা বলে যে ওর কোন অসুবিধা ছিলও না সেদিনও নেই। কিন্তু ও রাজনের কথা বাড়ীতে কাউকে জানায় নি। যেদিন ওর বাবা রাজনের কথা জানতে পেরেছেন সেদিনই বলে দিয়েছেন যে রাজনের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না। উনি ওনার বন্ধুর ছেলের সাথে দিব্যার বিয়ে দেবেন। আর দিব্যার আকাশের মত বাড়ীর বিরুদ্ধে গিয়ে বিয়ে করার ক্ষমতা নেই, তাই মেনে নিতে বাধ্য হয়েছে। সেদিনও যে রাজনের সাথে এসেছে বাড়ীতে কেউ জানে না। ওর বাড়ীতে জানে ও সুনিতাকে দেখতে এসছে।

চন্দ্রিকা সুনিতাকে বলে, “দিদি সেই ‘তিনবন্ধু’ বইটা তোমার কাছে আছে নয়া ?”

সুনিতা – হ্যাঁ কেন?

চন্দ্রিকা – আমাকে দেবে, আমি রাজনকে ওই বইটা পড়ে শোনাবো।
[+] 1 user Likes TumiJeAmar's post
Like Reply


Messages In This Thread
সুনিতা মাতা - by TumiJeAmar - 28-06-2021, 12:11 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 28-06-2021, 12:29 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 29-06-2021, 01:53 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 29-06-2021, 02:30 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 29-06-2021, 05:09 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 01-07-2021, 01:35 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 02-07-2021, 05:55 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 05-07-2021, 10:05 AM
RE: সুনিতা মাতা - by TumiJeAmar - 06-07-2021, 02:20 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 07-07-2021, 04:03 PM
RE: সুনিতা মাতা - by Kallol - 07-07-2021, 07:13 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 10:14 AM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 03:53 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 03:54 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:44 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:45 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:47 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:48 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:49 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 05:51 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 06-01-2022, 10:09 PM
RE: সুনিতা মাতা - by Siraz - 06-01-2022, 10:15 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 30-03-2022, 01:15 PM
RE: সুনিতা মাতা - by ddey333 - 09-01-2023, 07:05 AM
RE: সুনিতা মাতা - by S_Mistri - 09-01-2023, 10:10 AM
RE: সুনিতা মাতা - by kourav - 12-01-2023, 07:38 PM



Users browsing this thread: 3 Guest(s)