06-07-2021, 09:42 AM
(05-07-2021, 11:39 PM)Baban Wrote: ধন্যবাদ ❤
লোভ আসলে এমন একটা জিনিস যেটাকে বর্ণনা করা যায়না..... চাহিদা আর লোভের মাঝে পার্থক্য অনেকেই বুঝতে পারিনা বা বলা উচিত বুঝতে চাইনা. তাই পড়তে থাকো..... কোনো প্রশ্ন নয়
লেখার সময় কি অবস্থা হয় তা জিজ্ঞেস করোনা পাঠক বন্ধু.... বলতে পারবোনা... কারণ সেটাই অবর্ণনীয়. একজন লোক্ষক কে যে কত নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে সেটা হারে হারে বুঝি আজ. কারণ তার কাহিনীর সবকটি চরিত্র তো তার হাতেই সৃষ্ট... তাই আমিই কাল্টু, আমিই জামাল, আমিই বাবাই আর আমিই সুপ্রিয়া.... বাবারে তারওপর এইসব পরিস্থিতি সৃষ্টি করা..... বুঝতেই পারছো কি অবস্থা হয়.... তাই জিজ্ঞেস করোনা.....
বেশ ভালো ভাবেই বুঝলাম। লোভটা হলো কাল্টু-জামালের আর চাহিদা হলো সুপ্রিয়ার।
আপনি তো মশাই মহাভারতের ডায়লগ বলছেন --- আমিই দুর্যোধন, আমিই দুঃশাসন, আমিই শকুনি, আমিই ভীষ্ম, আমিই অর্জুন, আমিই কর্ণ।
কালকে একটা রেপু দিয়েছিলাম। আজকে আর একটা দিয়ে দিলাম।