05-07-2021, 10:56 PM
পর্ব ২।
থালাইভা ।
________________________ ।
বাজার থেকে ফেরার সময় নিজের মনেই গজগজ করতে করতে ফিরছিল সাসপেণ্ডেড সাব ইন্সপেক্টার শ্রী রজনি কান্ত হালদার মশাই। অবশ্য আড়ালে অবডালে তাঁর ডাক নাম কিন্তু অন্য, সহকর্মী থেকে চোর গুণ্ডারা আড়ালে তাঁকে ''থালাইভা '' বলে ডাকে ! হ্যাঁ তাঁদের দুজনের মধ্য নামের সাদৃশ্য তো আছেই কিছুটা, তাঁর চেয়েও বেশী চেহারার সাদৃশ্য থেকেই তাঁর এই নামটা জন্ম নিয়েছে। রজনী কান্ত বাবু ও কালো, মোটা আর মাথায় টাক নিয়েই ওই সুপারস্টারের সঙ্গে নিজের সাদৃশ্যটা রক্ষা করে যাচ্ছেন !
সেদিন তাঁদের ব্যাচের উদ্দাম পার্টি হবার কথা ছিল, কিন্তু সবার আসতে একটু দেরি হওয়াই সে একা একাই ক্লাবে ঘুরে বেড়াচ্ছিল আর তক্ষুনিই তাঁর কাঁধে কেউ ভারী হাতটা রেখেছিল । মানুষটার নাম ছিল রণজয় নিয়োগী, অবশ্য গোটা ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে অন্ধকার পৃথিবীর মানুষ তাঁকে রুনু নিয়োগী বা বলা ভালো '' যম '' বলেই চিনতেন । তখনকার কোন খবরের কাগজ বাকী ছিল না যারা সপ্তাহে অন্তত পাঁচদিন এই মানুষটাকে নিয়ে খবর করতেন না। একা হাতে নকশাল আন্দোলন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন তিনি এই বাংলার বুকে, তাঁর মত বিতর্কিত আর ডেয়ার ডেভিল অফিসার হয়তো তাঁদের ফোর্সে কমই এসেছিলেন ।
আসছে আগামিকাল রাত দশটায়, দ্বিতীয় পর্ব '' জোকারের '' । '' থালাইভা ''
''
থালাইভা ।
________________________ ।
বাজার থেকে ফেরার সময় নিজের মনেই গজগজ করতে করতে ফিরছিল সাসপেণ্ডেড সাব ইন্সপেক্টার শ্রী রজনি কান্ত হালদার মশাই। অবশ্য আড়ালে অবডালে তাঁর ডাক নাম কিন্তু অন্য, সহকর্মী থেকে চোর গুণ্ডারা আড়ালে তাঁকে ''থালাইভা '' বলে ডাকে ! হ্যাঁ তাঁদের দুজনের মধ্য নামের সাদৃশ্য তো আছেই কিছুটা, তাঁর চেয়েও বেশী চেহারার সাদৃশ্য থেকেই তাঁর এই নামটা জন্ম নিয়েছে। রজনী কান্ত বাবু ও কালো, মোটা আর মাথায় টাক নিয়েই ওই সুপারস্টারের সঙ্গে নিজের সাদৃশ্যটা রক্ষা করে যাচ্ছেন !
সেদিন তাঁদের ব্যাচের উদ্দাম পার্টি হবার কথা ছিল, কিন্তু সবার আসতে একটু দেরি হওয়াই সে একা একাই ক্লাবে ঘুরে বেড়াচ্ছিল আর তক্ষুনিই তাঁর কাঁধে কেউ ভারী হাতটা রেখেছিল । মানুষটার নাম ছিল রণজয় নিয়োগী, অবশ্য গোটা ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে অন্ধকার পৃথিবীর মানুষ তাঁকে রুনু নিয়োগী বা বলা ভালো '' যম '' বলেই চিনতেন । তখনকার কোন খবরের কাগজ বাকী ছিল না যারা সপ্তাহে অন্তত পাঁচদিন এই মানুষটাকে নিয়ে খবর করতেন না। একা হাতে নকশাল আন্দোলন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন তিনি এই বাংলার বুকে, তাঁর মত বিতর্কিত আর ডেয়ার ডেভিল অফিসার হয়তো তাঁদের ফোর্সে কমই এসেছিলেন ।
আসছে আগামিকাল রাত দশটায়, দ্বিতীয় পর্ব '' জোকারের '' । '' থালাইভা ''
''
ধৃতরাষ্ট্র - দা বস !