05-07-2021, 11:07 AM
নাগেরকোয়েল কোভালাম থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূর। লোকাল বাসে দুদিকে তিনটে করে সিট। ওরা একদিকে দুজনে পাশাপাশি বসে। সুনিতা জানালার ধারে বসে। বাস প্রায় ভর্তি হয়ে গেছে তখন একটা বিদেশী ছেলে মেয়ে বাসে ওঠে। ওরা কোন সিট পাশাপাশি খুঁজে পায় না। মেয়েটা গিয়ে এক্সকিউজ মি বলে আকাশের পাশে বসে আর উলটো দিকের সিটে ছেলেটা বসে। আকাশ আর সুনিতা তখনো ইংরাজিতেই কথা বলছিল, কারণ তখন পর্যন্ত ওদের মাঝে আর কোন কমন ভাষা ছিল না। সুনিতা একটা দুটো বাংলা শব্দ শিখেছিল আর আকাশের মালয়ালম জ্ঞানও একইরকম। ওদের ইংরাজিতে কথা বলতে শুনে বিদেশী মেয়েটা ওদের কে জিজ্ঞাসা করে যে ওরা দুজনেই ইন্ডিয়ান তাও ওরা ইংরাজিতে কথা কেন বলছে। আকাশ ওকে বুঝিয়ে বলে। মেয়েটা অবাক হয়ে বলে যে ওরা ওইটুকু দেখে কি করে এতো ভালবেসে ফেলল। মেয়েটা ওর ছেলে বন্ধুকেও ওদের ভালবাসা আর বিয়ের কথা বলে। আকাশরা ওদের নাম বলে, বিদেশী দুজনও ওদের নাম বলে, বেন আর র্যাচেল। আকাশ ওদের সাথে কথা বলে জানতে পারে যে র্যাচেল এসেছিল পোল্যান্ড থেকে আর বেন ফ্রান্সের। ওদের দেখা হয় আগ্রাতে তাজমহল দেখার সময়। দুজনেই একা বেড়াতে এসেছিল। আগ্রার পর থেকে একসাথে ঘুরছে। ছুটি ফুরিয়ে গেলে যে যার জায়গায় ফিরে যাবে।
সুনিতা জিজ্ঞাসা করে তার মানে ওরা বন্ধু বা প্রেমিক প্রেমিকা নয়। ওরা দুজনেই হেঁসে ওঠে আর বলে ওরা জাস্ট পথের সাথী। হয়ত ওরা কখনো বন্ধু হবে কিন্তু সেটা ওরা তখনই জানে না। সুনিতা আবার জিজ্ঞাসা করে ওরা রাত্রে কিভাবে থাকে, প্রশ্ন করেই একটু লজ্জা পেয়ে যায়। র্যাচেল বলে কেন একটা রুমে একসাথেই থাকে। আস্তে করে বলে এক সাথে সেক্সও করে রোজ রাত্রে। সুনিতা অবাক হয়ে যায়, আকাশও একটু অবাক হয় র্যাচেলের অকপট কথায়। ওদের সাড়া রাস্তা র্যাচেল আর বেন দের সাথে গল্প করেই কেটে যায়।
নাগেরকোয়েলে ওরা নেমে পড়ে সুচিন্দ্রম মন্দির দেখার জন্য। অদ্ভুত সুন্দর মন্দির, গোপুরম প্রথায় বানানো। মন্দিরে ঢোকার সময় আকাশকে জামা প্যান্ট খুলে রেখে ধুতি পড়ে নিতে হয়। মন্দিরের বাইরে অনেক দোকান ছিল ধুতি ভাড়া দেবার জন্য। মন্দিরের ভেতরে অসংখ্য পাথরের কারুকার্য। বিশাল একটা নাচের হল ঘর। ওদের গাইড বলে ওই হলঘরে ১০৩৫ টা পিলার আছে। প্রত্যেকটা পিলার নিখুঁত ভাবে বানানো। মিউজিকাল পাথর দেখল। একটা বিশাল বড়ো পাথর কেটে ২৫টা পিলারের মত বানানো, ছোটো একটা পাথরের টুকরো দিয়ে এক একটা পিলারে মারলে সা রে গা মা সাত সুর বাজে তাও আবার বিভিন্ন স্কেলে। এইরকম চারটে মিউজিকাল পিলার আছে। অচিন্ত্যনিয় পারদর্শিতা যারা বানিয়েছিল তাদের।
ওখান থেকে বেড়িয়ে আরেকটা বাসে করে কন্যাকুমারি পৌঁছায় শেষ বিকালে। ওরা বাস থেকে নেমেই চলে যায় সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখবে বলে। বালির কোন বীচ নেই। শুধু পাথরে ভর্তি সমুদ্রে ধার। আকাশ বলে এটাই ভারতের মেইন ল্যান্ডের দক্ষিনতম বিন্দু। আর আকাশের সত্যি মনে হয় যে ওখানে ভারত শেষ হয়েছে। ওরা পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে বেশ কিছুটা চলে যায় ভালো করে সূর্যাস্ত দেখবে বলে। এতো লোকের ভিড় যে ওরা কোথাও একটু বসতে পারে না। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে সূর্যাস্ত দেখে তাই খুব একটা উপভোগ করে না। মানে সূর্যাস্ত ওদের খুব ভালো লাগে, কোভালামের থেকে আলাদা। কিন্তু দুজনে সূর্যের সামনে ভালবাসতে পারে না। একবার সুনিতা আকাশকে চুমু খেতে গিয়েছিল আসে পাশের লোক জন হইচই করে ওঠে।
সূর্যাস্ত দেখার পড়ে ওরা হোটেল ঠিক করে। হোটেলের রুম থেকে বা ব্যালকনি থেকে সূর্যোদয় দেখা যাবে। ঘরে ঢুকেই সুনিতা আকাশকে চুমু খেতে শুরু করে। একটু চুমু খেয়েই বাথরুমে যায় মুখ হাত ধুয়ে উলঙ্গ হয়েই বেড়িয়ে আসে। আকাশকে বলে ও তখনো কেন সব জামা কাপড় পড়ে আছে, সুনিতা আর পারছে না। আকাশ বাথরুমে ঢুকলে সুনিতাও ওর সাথে ঢুকে যায়। আকাশের সব কিছু খুলে দিয়ে ওর ময়ুর মুখে নিয়ে বসে পড়ে। আকাশ সাওয়ার চালিয়ে দেয়। জলের ধারার সাথে ওদের ভালবাসার ধারা মিলে মিশে যায়। দুজনে দুজনকে সাবান মাখিয়ে চান করায়। বাইরে এসে দুজনে ভালাবাসা আর সেক্স যেটা বাথরুমে শুরু করে ছিল সেটা শেষ করে। আকাশ ভুলে যায় কনডম ব্যবহারের কথা।
আকাশ হোটেলের রিসেপসনে গিয়ে রাতের খাবারে কথা জিজ্ঞাসা করলে একটা ওয়েটার ওদের বলে পাসেই দু তিনটে রেস্টুরান্ট আছে সেখানে গিয়ে ভালো খাবার পাবে। আকাশ আর সুনিতা বেড়িয়ে পড়ে আর দেখে অখানেও একটা ‘দাদা বৌদির’ বাঙালি হোটেল আছে। ওরা ওখানে ডিনার করে। হোটেলে ফিরে গিয়ে দুজনেই ভীষণ ক্লান্ত। আকাশ জেনেছিল ভোর ৫-৪০ সে সূর্যোদয় হবে। ওদের কাছে কোন অ্যালার্ম ঘড়ি ছিল না। হোটেলের রিসেপসনে জিজ্ঞাসা করতে ওরা বলে ওরা সকালে ওঠাতে পারবে না। আকাশদের নিজে নিজে উঠতে হবে। আকাশ আর সুনিতার সেটাতে খুব একটা অসুবিধা ছিল না কারণ দুজনেরই রোজ ভোরে উঠে সূর্যোদয় দেখার অভ্যেস ছিল। ওরা চুমু খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আকাশের মাঝ রাতে ঘুম ভাঙ্গে দেখে রাত ৩-০৫। আবার ঘুমিয়ে পড়ে। কিছু পড়ে আবার আকাশের ঘুম ভাঙ্গে দেখে ঘড়িতে তখনো ৩-০৫। তখন আকাশের খেয়াল হয় ও সেদিন সকালে ঘড়িতে দম দেয়নি তাই সেটা বন্ধ হয়ে গেছে। বাইরে বারান্দায় গিয়ে দেখে চার পাস অন্ধকার। আকাশ একা একা বসে থাকে সূর্যের অপেক্ষায়। বুঝতেও পারে না কটা বাজে আর কতক্ষন সূর্যের জন্য বসে থাকতে হবে।
সুনিতা ঘুমের মাঝে আকাশকে ধরতে গিয়ে কাউকে না পেয়ে উঠে বসে। আকাশকে ডাকে কিন্তু আকাশ বাইরে বসে ঘুমিয়ে গিয়েছিল শুনতে পায় না। সুনিতা ঘুমের চোখে দুবার ডাকে আর কোন উত্তর না পেয়ে কাঁদতে শুরু করে। আকাশ সুনিতার ডাক শুনতে পায় নি কিন্তু কান্না শুনতে পায়, তাড়াতাড়ি ভেতরে গিয়ে সুনিতার পাশে বসে ওকে জড়িয়ে ধরে। সুনিতা জিজ্ঞাসা করে, “তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না”।
আকাশ ওকে বলে ওর ঘড়ি বন্ধ হয়ে যাবার কথা। তখন সুনিতা বলে ওরা দুজনে মিলে ব্যালকনিতে বসে সূর্যকে ডাকবে। আকাশ শুধু অন্তর্বাস পড়ে ছিল কিন্তু সুনিতা সম্পূর্ণ নগ্ন। ও যতক্ষণ আকাশের সাথে একান্তে থাকতো কোন জামা কাপড় পড়তে চাইতো না। আকাশ জিজ্ঞাসা করলে ও বলে ও আর আকাশ কি আলাদা যে জামা কাপড় দিয়ে দুরত্ব সৃষ্টি করবে। ও চায় না ওদের মাঝখানে কোন কিছু থাকুক। সুনিতা নগ্ন হয়েই আকাশের পাশে গিয়ে বসে। আকাশ বলে দু পাশের রুমেই লোক আছে আর ওরাও বেড়িয়ে আসবে সূর্যোদয় দেখার জন্য। সুনিতা বলে যে দেখে দেখুক। ও ওই সুন্দর সকালে আকাশের সাথে নগ্ন থাকবে। ওর লজ্জার থেকে ভালবাসা বেশী জরুরি। আকাশ সুনিতাকে বুঝে গেছে এই কয় দিনে, ও বুঝে গেছে সুনিতা কি ভাবে আকাশকে আর আকাশের সাথে সেক্স ভালোবাসে। তাই ও আর কিছু বলে না।
দুজনে পাশাপাশি বসে থাকে কিন্তু সূর্যের কোন দেখা নেই। আকাশের সামনে অনন্ত সমুদ্র। সম্পূর্ণ অন্ধকার দিয়ে ঘেরা। আকাশের মনে হয় ওর জীবনও ওই সমুদ্রের মতই অন্ধকারে ঢাকা। ও জানে না সুনিতাকে নিয়ে ঠিক কি করবে। ওর বাবা মা চিঠিতে সব কিছু মেনে নিলেও সত্যি কারের জীবনে কিভাবে মেনে নেবে বুঝতে পারে না। আর ওর পক্ষে সুনিতাকে ছেড়ে বেশীদিন থাকাও সম্ভব না। ও বাড়ি ফিরে আবার কবে আসবে সুনিতাকে নিয়ে যেতে তার কোন নিশ্চিত পরিকল্পনা করতে পারে না। সেই জন্যেই ওর সামনের দিন গুলোকেও ওই সকালের অন্ধকার সমুদ্রের মত মনে হতে থাকে। শুধু ওর ভরসা আছে ওর নিজের ভালবাসার ওপর। ও জানত যে আমরা নিজের মন থেকে যদি কিছু করতে চাই সেটা কেউ বাধা দিতে পারবেনা, বরঞ্চ সবাই সাহায্য করবে আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি।
সুনিতা সমুদ্র সামনে থাকলেও দেখে না। ও পাশে ওর আকাশ থাকতে ও অন্ধকার সমুদ্র দেখার কোন প্রয়জনীয়তা অনুভব করে না। ও অপেক্ষা করে থাকে কখন সূর্য উঠবে। ও জানে রোজ যেমন সূর্য ঠিক সময়ে সূর্য উঠবেই কেউ আটকাতে পারে না, সেইরকম ওদের জীবনও সূর্যের আলোয় ভোরে যাবে কেউ আটকাতে পারবে না। ও নিশ্চিন্ত মনে আকাশের ময়ুর নিয়ে খেলা করে যায়। তারপরে সুনিতা ভাবে সেই সকালে ওরা শুধু সেক্স করবে। আকাশের ময়ুরকে ময়ুর না ভেবে লিঙ্গ ভাবে। সাথে সাথে ওর মন কাম ক্ষুদায় ভোরে ওঠে। আকাশের অন্তর্বাস খুলে দেয়। আকাশ বলে পাশে কেউ এলে ওর ময়ুর দেখে ফেলবে। সুনিতা বলে তখন ওটা আর ময়ুর নেই সুনিতা ওটাকে লিঙ্গ বলে দেখছে। আকাশ বলে কি হল। সুনিতা বলে ও ভোরের সূর্য কে সাক্ষী রেখে ওর সাথে সঙ্গম করবে। আকাশের লিঙ্গকে ওর যোনি দিয়ে আদর করবে। আকাশের লিঙ্গ জেগে ওঠে। সুনিতার স্তনবৃন্ত জেগে ওঠে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুই পা সামনের রেলিঙের ওপর রাখে। আকাশ দুই পা একটু ফাঁক করে রাখে। মাঝখানে ওর লিঙ্গ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে। আকাশ সুনিতাকে পেছন করে কোলে বসিয়ে নেয়। আকাশের লিঙ্গ সুনিতার যোনির মুখে। সুনিতাও আকাশের বুকে পিঠ এলিয়ে দেয়। আকাশের হাত সুনিতার স্তনের ওপর।
দুজনে একে অন্যের যৌনতা চোখ বন্ধ করে উপভোগ করতে থাকে। আকাশের লিঙ্গ ওদের জন্য অপেক্ষা করে না। সে তার রাস্তা খুঁজে নিয়ে প্রবেশ করে ওর লক্ষ্য স্থলে। সুনিতার যোনি থেকে সুধা রস ঝড়তে থাকে অবিরল ধারায়। দুজনে ভুলে যায় ওরা কোথায় বসে ছিল। সুনিতা আকাশের লিঙ্গের ওপর উঠবস করতে থাকে যেন ওকে কলেজের শিক্ষক শাস্তি দিয়েছে। আকাশ নিঃশব্দে সুনিতার যৌন ভালবাসা নিতে থাকে। আকাশ দেখে জাগতিক আকাশ অল্প অল্প লাল হতে শুরু করেছে। ওর সামনের ব্যালকনিতে একটা বিদেশী কাপল দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে আর ওদেরকেও দেখছে। আকাশ সুনিতাকে ওঠাতে গেলে অন্য ব্যালকনির ছেলেটা হাত দেখিয়ে ইশারাতে সরি বলে আর ওদের ভালবাসা চালিয়ে যেতে বলে। আকাশ ফিস ফিস করে সুনিতাকে বলে দুজন বিদেশী ছেলে মেয়ে ওদের দেখছে। সুনিতা বলে, “দেখুক গিয়ে ওদের দেখতে দাও, তুমি তোমার সঙ্গম করতে থাকো, এদিককার ব্যালকনি থেকেও তিনজন আমাদের দেখছে। কিন্তু দয়া করে তুমি থামতে বোল না, আমি পারবো না”।
আকাশ থামেনা, ও সুনিতার নীচে থেকে যতটা পারে করতে থাকে। সুনিতাও থামে না। একসময় সমুদ্রের অপার থেকে সূর্য মুখ বের করে। আকাশ সুনিতার যোনিতে লিঙ্গের সব রস উজাড় করে দেয়। সুনিতাও নিজের জীবনের সব থেকে সুখী রাগমোচন করে। তারপর ওইভাবেই বসে সূর্যোদয় দেখতে থাকে। এবারও ওরা ভুলে যায় যে ওরা কনডোম ব্যবহার করেনি।
বেশ কিছুক্ষন সঙ্গমের পরের শান্তি আর ভালোলাগা উপভোগ করে। তারপর দুজনেই উঠে দাঁড়ায়। চারদিকে তাকিয়ে দেখে। একদিকের বিদেশী ছেলে মেয়ে দুটো ওদের থাম্বস্ দেখিয়ে ভেতরে চলে যায়। আকাশ অন্য দিকে দেখে একটা ছেলে আর দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল। ওরা ব্যালকনি বেশ কাছেই ছিল আর ওরা বাংলাতে কথা বলছিল। আকাশ বাংলাতেই ওদেরকে বলে ওরা দুঃখিত ওইভাবে অশালীনতা প্রকাসের জন্য। ওখানথেকে ছেলেটা বলে যে কোথাও কোন অশালীনতা ছিল না। ওরা একটা বিশুদ্ধ ভালবাসার প্রকাশ দেখেছে। আর সেই জন্য ধন্যবাদ দেয়।
আকাশ আর সুনিতা ভেতরে চলে আসে। আকাশের ওইভাবে খোলা জায়গায় সঙ্গম করার জন্য একটু অস্বস্তি হতে থাকে। সুনিতার কোন ভ্রুক্ষেপ নেই। ও খুশী যে ও ওর আকাশের সাথে নিজের মত করে ভালবাসতে পেরেছে।
সুনিতা জিজ্ঞাসা করে তার মানে ওরা বন্ধু বা প্রেমিক প্রেমিকা নয়। ওরা দুজনেই হেঁসে ওঠে আর বলে ওরা জাস্ট পথের সাথী। হয়ত ওরা কখনো বন্ধু হবে কিন্তু সেটা ওরা তখনই জানে না। সুনিতা আবার জিজ্ঞাসা করে ওরা রাত্রে কিভাবে থাকে, প্রশ্ন করেই একটু লজ্জা পেয়ে যায়। র্যাচেল বলে কেন একটা রুমে একসাথেই থাকে। আস্তে করে বলে এক সাথে সেক্সও করে রোজ রাত্রে। সুনিতা অবাক হয়ে যায়, আকাশও একটু অবাক হয় র্যাচেলের অকপট কথায়। ওদের সাড়া রাস্তা র্যাচেল আর বেন দের সাথে গল্প করেই কেটে যায়।
নাগেরকোয়েলে ওরা নেমে পড়ে সুচিন্দ্রম মন্দির দেখার জন্য। অদ্ভুত সুন্দর মন্দির, গোপুরম প্রথায় বানানো। মন্দিরে ঢোকার সময় আকাশকে জামা প্যান্ট খুলে রেখে ধুতি পড়ে নিতে হয়। মন্দিরের বাইরে অনেক দোকান ছিল ধুতি ভাড়া দেবার জন্য। মন্দিরের ভেতরে অসংখ্য পাথরের কারুকার্য। বিশাল একটা নাচের হল ঘর। ওদের গাইড বলে ওই হলঘরে ১০৩৫ টা পিলার আছে। প্রত্যেকটা পিলার নিখুঁত ভাবে বানানো। মিউজিকাল পাথর দেখল। একটা বিশাল বড়ো পাথর কেটে ২৫টা পিলারের মত বানানো, ছোটো একটা পাথরের টুকরো দিয়ে এক একটা পিলারে মারলে সা রে গা মা সাত সুর বাজে তাও আবার বিভিন্ন স্কেলে। এইরকম চারটে মিউজিকাল পিলার আছে। অচিন্ত্যনিয় পারদর্শিতা যারা বানিয়েছিল তাদের।
ওখান থেকে বেড়িয়ে আরেকটা বাসে করে কন্যাকুমারি পৌঁছায় শেষ বিকালে। ওরা বাস থেকে নেমেই চলে যায় সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখবে বলে। বালির কোন বীচ নেই। শুধু পাথরে ভর্তি সমুদ্রে ধার। আকাশ বলে এটাই ভারতের মেইন ল্যান্ডের দক্ষিনতম বিন্দু। আর আকাশের সত্যি মনে হয় যে ওখানে ভারত শেষ হয়েছে। ওরা পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে বেশ কিছুটা চলে যায় ভালো করে সূর্যাস্ত দেখবে বলে। এতো লোকের ভিড় যে ওরা কোথাও একটু বসতে পারে না। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে সূর্যাস্ত দেখে তাই খুব একটা উপভোগ করে না। মানে সূর্যাস্ত ওদের খুব ভালো লাগে, কোভালামের থেকে আলাদা। কিন্তু দুজনে সূর্যের সামনে ভালবাসতে পারে না। একবার সুনিতা আকাশকে চুমু খেতে গিয়েছিল আসে পাশের লোক জন হইচই করে ওঠে।
সূর্যাস্ত দেখার পড়ে ওরা হোটেল ঠিক করে। হোটেলের রুম থেকে বা ব্যালকনি থেকে সূর্যোদয় দেখা যাবে। ঘরে ঢুকেই সুনিতা আকাশকে চুমু খেতে শুরু করে। একটু চুমু খেয়েই বাথরুমে যায় মুখ হাত ধুয়ে উলঙ্গ হয়েই বেড়িয়ে আসে। আকাশকে বলে ও তখনো কেন সব জামা কাপড় পড়ে আছে, সুনিতা আর পারছে না। আকাশ বাথরুমে ঢুকলে সুনিতাও ওর সাথে ঢুকে যায়। আকাশের সব কিছু খুলে দিয়ে ওর ময়ুর মুখে নিয়ে বসে পড়ে। আকাশ সাওয়ার চালিয়ে দেয়। জলের ধারার সাথে ওদের ভালবাসার ধারা মিলে মিশে যায়। দুজনে দুজনকে সাবান মাখিয়ে চান করায়। বাইরে এসে দুজনে ভালাবাসা আর সেক্স যেটা বাথরুমে শুরু করে ছিল সেটা শেষ করে। আকাশ ভুলে যায় কনডম ব্যবহারের কথা।
আকাশ হোটেলের রিসেপসনে গিয়ে রাতের খাবারে কথা জিজ্ঞাসা করলে একটা ওয়েটার ওদের বলে পাসেই দু তিনটে রেস্টুরান্ট আছে সেখানে গিয়ে ভালো খাবার পাবে। আকাশ আর সুনিতা বেড়িয়ে পড়ে আর দেখে অখানেও একটা ‘দাদা বৌদির’ বাঙালি হোটেল আছে। ওরা ওখানে ডিনার করে। হোটেলে ফিরে গিয়ে দুজনেই ভীষণ ক্লান্ত। আকাশ জেনেছিল ভোর ৫-৪০ সে সূর্যোদয় হবে। ওদের কাছে কোন অ্যালার্ম ঘড়ি ছিল না। হোটেলের রিসেপসনে জিজ্ঞাসা করতে ওরা বলে ওরা সকালে ওঠাতে পারবে না। আকাশদের নিজে নিজে উঠতে হবে। আকাশ আর সুনিতার সেটাতে খুব একটা অসুবিধা ছিল না কারণ দুজনেরই রোজ ভোরে উঠে সূর্যোদয় দেখার অভ্যেস ছিল। ওরা চুমু খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আকাশের মাঝ রাতে ঘুম ভাঙ্গে দেখে রাত ৩-০৫। আবার ঘুমিয়ে পড়ে। কিছু পড়ে আবার আকাশের ঘুম ভাঙ্গে দেখে ঘড়িতে তখনো ৩-০৫। তখন আকাশের খেয়াল হয় ও সেদিন সকালে ঘড়িতে দম দেয়নি তাই সেটা বন্ধ হয়ে গেছে। বাইরে বারান্দায় গিয়ে দেখে চার পাস অন্ধকার। আকাশ একা একা বসে থাকে সূর্যের অপেক্ষায়। বুঝতেও পারে না কটা বাজে আর কতক্ষন সূর্যের জন্য বসে থাকতে হবে।
সুনিতা ঘুমের মাঝে আকাশকে ধরতে গিয়ে কাউকে না পেয়ে উঠে বসে। আকাশকে ডাকে কিন্তু আকাশ বাইরে বসে ঘুমিয়ে গিয়েছিল শুনতে পায় না। সুনিতা ঘুমের চোখে দুবার ডাকে আর কোন উত্তর না পেয়ে কাঁদতে শুরু করে। আকাশ সুনিতার ডাক শুনতে পায় নি কিন্তু কান্না শুনতে পায়, তাড়াতাড়ি ভেতরে গিয়ে সুনিতার পাশে বসে ওকে জড়িয়ে ধরে। সুনিতা জিজ্ঞাসা করে, “তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না”।
আকাশ ওকে বলে ওর ঘড়ি বন্ধ হয়ে যাবার কথা। তখন সুনিতা বলে ওরা দুজনে মিলে ব্যালকনিতে বসে সূর্যকে ডাকবে। আকাশ শুধু অন্তর্বাস পড়ে ছিল কিন্তু সুনিতা সম্পূর্ণ নগ্ন। ও যতক্ষণ আকাশের সাথে একান্তে থাকতো কোন জামা কাপড় পড়তে চাইতো না। আকাশ জিজ্ঞাসা করলে ও বলে ও আর আকাশ কি আলাদা যে জামা কাপড় দিয়ে দুরত্ব সৃষ্টি করবে। ও চায় না ওদের মাঝখানে কোন কিছু থাকুক। সুনিতা নগ্ন হয়েই আকাশের পাশে গিয়ে বসে। আকাশ বলে দু পাশের রুমেই লোক আছে আর ওরাও বেড়িয়ে আসবে সূর্যোদয় দেখার জন্য। সুনিতা বলে যে দেখে দেখুক। ও ওই সুন্দর সকালে আকাশের সাথে নগ্ন থাকবে। ওর লজ্জার থেকে ভালবাসা বেশী জরুরি। আকাশ সুনিতাকে বুঝে গেছে এই কয় দিনে, ও বুঝে গেছে সুনিতা কি ভাবে আকাশকে আর আকাশের সাথে সেক্স ভালোবাসে। তাই ও আর কিছু বলে না।
দুজনে পাশাপাশি বসে থাকে কিন্তু সূর্যের কোন দেখা নেই। আকাশের সামনে অনন্ত সমুদ্র। সম্পূর্ণ অন্ধকার দিয়ে ঘেরা। আকাশের মনে হয় ওর জীবনও ওই সমুদ্রের মতই অন্ধকারে ঢাকা। ও জানে না সুনিতাকে নিয়ে ঠিক কি করবে। ওর বাবা মা চিঠিতে সব কিছু মেনে নিলেও সত্যি কারের জীবনে কিভাবে মেনে নেবে বুঝতে পারে না। আর ওর পক্ষে সুনিতাকে ছেড়ে বেশীদিন থাকাও সম্ভব না। ও বাড়ি ফিরে আবার কবে আসবে সুনিতাকে নিয়ে যেতে তার কোন নিশ্চিত পরিকল্পনা করতে পারে না। সেই জন্যেই ওর সামনের দিন গুলোকেও ওই সকালের অন্ধকার সমুদ্রের মত মনে হতে থাকে। শুধু ওর ভরসা আছে ওর নিজের ভালবাসার ওপর। ও জানত যে আমরা নিজের মন থেকে যদি কিছু করতে চাই সেটা কেউ বাধা দিতে পারবেনা, বরঞ্চ সবাই সাহায্য করবে আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি।
সুনিতা সমুদ্র সামনে থাকলেও দেখে না। ও পাশে ওর আকাশ থাকতে ও অন্ধকার সমুদ্র দেখার কোন প্রয়জনীয়তা অনুভব করে না। ও অপেক্ষা করে থাকে কখন সূর্য উঠবে। ও জানে রোজ যেমন সূর্য ঠিক সময়ে সূর্য উঠবেই কেউ আটকাতে পারে না, সেইরকম ওদের জীবনও সূর্যের আলোয় ভোরে যাবে কেউ আটকাতে পারবে না। ও নিশ্চিন্ত মনে আকাশের ময়ুর নিয়ে খেলা করে যায়। তারপরে সুনিতা ভাবে সেই সকালে ওরা শুধু সেক্স করবে। আকাশের ময়ুরকে ময়ুর না ভেবে লিঙ্গ ভাবে। সাথে সাথে ওর মন কাম ক্ষুদায় ভোরে ওঠে। আকাশের অন্তর্বাস খুলে দেয়। আকাশ বলে পাশে কেউ এলে ওর ময়ুর দেখে ফেলবে। সুনিতা বলে তখন ওটা আর ময়ুর নেই সুনিতা ওটাকে লিঙ্গ বলে দেখছে। আকাশ বলে কি হল। সুনিতা বলে ও ভোরের সূর্য কে সাক্ষী রেখে ওর সাথে সঙ্গম করবে। আকাশের লিঙ্গকে ওর যোনি দিয়ে আদর করবে। আকাশের লিঙ্গ জেগে ওঠে। সুনিতার স্তনবৃন্ত জেগে ওঠে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুই পা সামনের রেলিঙের ওপর রাখে। আকাশ দুই পা একটু ফাঁক করে রাখে। মাঝখানে ওর লিঙ্গ মাথা উঁচিয়ে দাঁড়িয়ে। আকাশ সুনিতাকে পেছন করে কোলে বসিয়ে নেয়। আকাশের লিঙ্গ সুনিতার যোনির মুখে। সুনিতাও আকাশের বুকে পিঠ এলিয়ে দেয়। আকাশের হাত সুনিতার স্তনের ওপর।
দুজনে একে অন্যের যৌনতা চোখ বন্ধ করে উপভোগ করতে থাকে। আকাশের লিঙ্গ ওদের জন্য অপেক্ষা করে না। সে তার রাস্তা খুঁজে নিয়ে প্রবেশ করে ওর লক্ষ্য স্থলে। সুনিতার যোনি থেকে সুধা রস ঝড়তে থাকে অবিরল ধারায়। দুজনে ভুলে যায় ওরা কোথায় বসে ছিল। সুনিতা আকাশের লিঙ্গের ওপর উঠবস করতে থাকে যেন ওকে কলেজের শিক্ষক শাস্তি দিয়েছে। আকাশ নিঃশব্দে সুনিতার যৌন ভালবাসা নিতে থাকে। আকাশ দেখে জাগতিক আকাশ অল্প অল্প লাল হতে শুরু করেছে। ওর সামনের ব্যালকনিতে একটা বিদেশী কাপল দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে আর ওদেরকেও দেখছে। আকাশ সুনিতাকে ওঠাতে গেলে অন্য ব্যালকনির ছেলেটা হাত দেখিয়ে ইশারাতে সরি বলে আর ওদের ভালবাসা চালিয়ে যেতে বলে। আকাশ ফিস ফিস করে সুনিতাকে বলে দুজন বিদেশী ছেলে মেয়ে ওদের দেখছে। সুনিতা বলে, “দেখুক গিয়ে ওদের দেখতে দাও, তুমি তোমার সঙ্গম করতে থাকো, এদিককার ব্যালকনি থেকেও তিনজন আমাদের দেখছে। কিন্তু দয়া করে তুমি থামতে বোল না, আমি পারবো না”।
আকাশ থামেনা, ও সুনিতার নীচে থেকে যতটা পারে করতে থাকে। সুনিতাও থামে না। একসময় সমুদ্রের অপার থেকে সূর্য মুখ বের করে। আকাশ সুনিতার যোনিতে লিঙ্গের সব রস উজাড় করে দেয়। সুনিতাও নিজের জীবনের সব থেকে সুখী রাগমোচন করে। তারপর ওইভাবেই বসে সূর্যোদয় দেখতে থাকে। এবারও ওরা ভুলে যায় যে ওরা কনডোম ব্যবহার করেনি।
বেশ কিছুক্ষন সঙ্গমের পরের শান্তি আর ভালোলাগা উপভোগ করে। তারপর দুজনেই উঠে দাঁড়ায়। চারদিকে তাকিয়ে দেখে। একদিকের বিদেশী ছেলে মেয়ে দুটো ওদের থাম্বস্ দেখিয়ে ভেতরে চলে যায়। আকাশ অন্য দিকে দেখে একটা ছেলে আর দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল। ওরা ব্যালকনি বেশ কাছেই ছিল আর ওরা বাংলাতে কথা বলছিল। আকাশ বাংলাতেই ওদেরকে বলে ওরা দুঃখিত ওইভাবে অশালীনতা প্রকাসের জন্য। ওখানথেকে ছেলেটা বলে যে কোথাও কোন অশালীনতা ছিল না। ওরা একটা বিশুদ্ধ ভালবাসার প্রকাশ দেখেছে। আর সেই জন্য ধন্যবাদ দেয়।
আকাশ আর সুনিতা ভেতরে চলে আসে। আকাশের ওইভাবে খোলা জায়গায় সঙ্গম করার জন্য একটু অস্বস্তি হতে থাকে। সুনিতার কোন ভ্রুক্ষেপ নেই। ও খুশী যে ও ওর আকাশের সাথে নিজের মত করে ভালবাসতে পেরেছে।