05-07-2021, 09:18 AM
(03-07-2021, 11:04 AM)Bumba_1 Wrote: আরে গুরু .. অনেকদিন পর তোমার দেখা পেলাম .. আশা করি শরীর ঠিক আছে নিশ্চয়ই ..
এই মাসের মাঝখান থেকে কাজের চাপে ভালোরকম ব্যস্ত হয়ে পড়বো .. ফলে লেখার সুযোগ হয়তো পাবো না। তাই সেরকমভাবে কোনো গল্পের প্লট নিয়ে এখনই ভাবি নি।
আর তুমি যে "আমার দীপ্তি" গল্পের কথা বলছো .. সেই পরিপ্রেক্ষিতে বলি .. গল্পটি যেখানে অসমাপ্ত রেখে লেখক চলে গিয়েছিলেন, সেখান থেকে শুরু করতে গেলে পাঠকেরা সেইভাবে নেবে না ব্যাপারটাকে আর আমিও লিখে আনন্দ পাবো না। তাই একেবারে নতুন আঙ্গিকে শুরু করতে হবে গল্পটি। আমার মতে তার থেকে একটি নতুন গল্প লেখাই যুক্তিযুক্ত হবে।
তবে আমি সব সময় পাঠকদের পছন্দ-অপছন্দ মেনে লিখি। একথা তুমি ভালো করেই জানো .. কারণ কমেন্টের মাধ্যমে এই গল্পের প্লট এবং ভবিষ্যতে কি করা উচিৎ আমার, সেটা তোমরাই বেশ কয়েকজন পরপর সাজিয়ে দিয়েছিলে .. একদম সেই অনুযায়ী লিখে আসছি। শুধুমাত্র চরিত্রগুলো সংযোজন এবং বিয়োজন আর বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে রহস্য ভেদ এইটুকু আমার মস্তিষ্কপ্রসূত।
তাই পাঠকেরা যদি চায় "আমার দীপ্তি" পুনরায় শুরু করি বা নতুন করে লিখি তাহলে অবশ্যই লিখবো ভবিষ্যতে।
ভালো থেকো
শরীর ঠিকই আছে. সমস্যা হচ্ছে work from home-এ শুধু work-ই রয়ে গেল, home-এ সময় ভ্যানিশ হয়ে গেছে. সময়ই পাই না. দেখলে না ক'মাস পড়ে মন্তব্য় করছি. শুধু পড়েই বেরিয়ে যেতাম. যাকগে.
তোমার "আমার দীপ্তি" লেখা নিয়ে যা ভাবলে, সেই একই ধারায় আমি ভেবেছিলাম - যে লেখক যেখানে ছেড়ে গিয়েছিলেন সেখান থেকে শুরু করতে গেলে ছন্দপতন হওয়ার সম্ভাবনা অনেক বেশী. কেননা সবার লেখার ধরন ও শৈলী আলাদা. তার থেকে ভালো নতুন করে লেখা. কিন্তু তোমার কি ভাবনা না জেনে অনুরোধ করাটা বাল্যখিল্য আচরণ হয়ে যেত. তাই তোমাকে দুটোর প্রস্তাবই রেখেছিলাম.
তুমি তো জানো গল্পটা কত দারুণ ছিলো. তুমিও নিশ্চয় চেয়েছিলে যে এই অসামপ্ত গল্পটির যথাযথ ভাবে শেষ হোক. আমাদের সবারই দুর্ভাগ্য়. যাক, যা হয়নি তা ভেবে লাভ নেই. আমি জানি, গল্পটি যদি তুমি লেখ - যদি blockbuster নাই হয়, super duper hit তো এমনিতেই করেই দেবে. তোমার calibre জানি. আর পুরস্কার তো তোমার জানা আছেই. সর্বোপরি, তুমি নিজেও লিখে আনন্দ পাবে. কেননা তোমাকে সেই গুনগত মান বজায় রেখে লিখতে হবে - কি ভাষা, কি ঘটনাবিন্যাস. তবে তোমার পক্ষে সবচেয়ে সুবিধের কথা হবে যে, গল্পটি বলতে গেলে প্রায় অনেকটাই লেখা হয়েছে. যদি প্রয়োজন হয়, তোমাকে যেখান থেকে সম্পূর্ণরূপে নতুন করে লিখতে হবে, সে প্লট সম্পর্কে বেশ কয়েকটা idea দিতে পারি.
তাই আবারও অনুরোধ করবো, তুমি গল্পটিকে তোমার নিজের মতো করে প্রথম থেকে লেখ. কিছুটা এদিক ওদিক করেই লেখ - যেটা তোমার ভালো মনে হবে. সময় নাও.
ভালো থেকো, সুস্থ থেকো.