04-07-2021, 07:24 PM
(04-07-2021, 05:43 PM)bongreader Wrote: বেশ অনেকদিন আগে xossipy.com এ একাউন্ট খুলেছিলাম xossip.com বন্ধ হওয়ার পর exbii/xossip র লেখকদের পুরানো ও নতুন গল্প পড়ার আশায়। যদিও অরিজিনাল লেখকরা অনেকেই ফিরে আসেননি তখন এখানে, বেশ কিছু পুরানো গল্প পোস্ট করেছিলেন অন্য মেম্বাররা। তারপর আমার বহুদিন এই সাইটের পথ মাড়ানো হয়নি। আজ হঠাৎ করে খুলেই দেখি পুরানো সব অতি প্রিয় লেখকরা ফিরে এসেছেন এই সাইটে। বহুদিন বাদে লেখক, পিনুরাম, indian dada, ধৃতরাস্ট্র এদের কে দেখতে পেয়ে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। পুরানো সেই exbii র দিনগুলো মনে পরে যাচ্ছে। অন্য যাদেরকে এই সাইটে খুঁজে পেলাম না যেমন ভার্জিনিয়া বুলস, লাভদীপ, দীপালি তাদেরকে খুব মিস করছি। আরো অনেক অনেক ভালো ভালো লেখক ছিলেন যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না।
লেখক দা আপনার কথা কি আর বলবো। আপনাকে এখানে দেখে খুবই ভালো লাগছে। একসময় আপনার সিরিজার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করতাম।
আপনার কাছে একটা অনুরোধ রইলো সিরিজা উপন্যাস শেষ করবার। এরকম উপন্যাস আগে লেহা হয়নি। সিরিজা , রজত, দিবাকরকে ফিরিয়ে আনুন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই সিরিজা শেষ করবার পরিকল্পনা আছে। আমি আরো 5টি উপন্যাস লিখেছি, এক) নিষিদ্ধ স্বাদ, দুই) কামাগ্নি রেশমা, তিন) আমার একমাত্র শালী, চার) কামপুরুষ ও পাঁচ) রেবতী। যেগুলো অসমাপ্ত রয়ে গেছে। ইচ্ছা আছে পোস্ট করবার।