04-07-2021, 07:23 PM
(04-07-2021, 05:52 PM)bongreader Wrote: বেশ অনেকদিন আগে xossipy.com এ একাউন্ট খুলেছিলাম xossip.com বন্ধ হওয়ার পর exbii/xossip র লেখকদের পুরানো ও নতুন গল্প পড়ার আশায়। যদিও অরিজিনাল লেখকরা অনেকেই ফিরে আসেননি তখন এখানে, বেশ কিছু পুরানো গল্প পোস্ট করেছিলেন অন্য মেম্বাররা। তারপর আমার বহুদিন এই সাইটের পথ মাড়ানো হয়নি। আজ হঠাৎ করে খুলেই দেখি পুরানো সব অতি প্রিয় লেখকরা ফিরে এসেছেন এই সাইটে। বহুদিন বাদে লেখক, পিনুরাম, indian dada, ধৃতরাস্ট্র এদের কে দেখতে পেয়ে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। পুরানো সেই exbii র দিনগুলো মনে পরে যাচ্ছে। অন্য যাদেরকে এই সাইটে খুঁজে পেলাম না যেমন ভার্জিনিয়া বুলস, লাভদীপ, দীপালি তাদেরকে খুব মিস করছি। আরো অনেক অনেক ভালো ভালো লেখক ছিলেন যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না।
ধৃতরাস্ট্রদা আমি আপনার আর ভার্জিনিয়া বুলস লেখার ভীষন রকমের ভক্ত ছিলাম । আপনার গল্প বলার আর রহস্যের জাল বোনার ক্ষমতা অসাধারণ। নতুন গল্প পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সত্যি বলতে কি ওইসব দিন আমিও খুব খুব বেশী মিস করি বন্ধু, তাই তো ফিরে আসা লেখা নিয়ে। অবশ্য আমি জানতাম না যে এরকম একটা ফোরাম আছে, আজকে প্রথম আপডেট আসবে লেখাটার, আগের মতই সঙ্গে থেকো। ভুল ত্রুটি জানিয়ো । ভালো থেকো বন্ধু
ধৃতরাষ্ট্র - দা বস !